চোখ বন্ধ করলেই ইদানীং এক জমিদার বাড়ি দেখি। সাদা প্রকান্ড বাড়ি, নীল রঙ করা কাঠের দরজা আর লোহার শিকের খাঁজ কাটা জানালা। ধবধবে সাদা রঙের পর্দায় আড়াল হয়ে থাকে ভেতরের স্বর্গ।
আমি চোখ বন্ধ করলেই দেখি সেই সাদা পর্দাটা উড়ছে, বাতাসের ঝাপ্টায় কিশোরীর অপরিপক্ক বেণির মত ছন্দে ছন্দে দুলছে। হঠাৎ এক ছটাক রোদ এসে তার মিষ্টি গালে লেপ্টে একাকার। রোদের ছোঁয়া তার গালে লাগাতে মনে হচ্ছে চৌরাস্তার মোড়ের পরিতোষ বাবুর হাতে মাত্র বানানো গরম মিষ্টি। ভাগ্য ভালো পরিতোষ বাবু আসে পাশে নেই থাকলে নির্ঘাত তোমার সুন্দর নামটা বদলে কোন এক মিষ্টির নাম দিয়ে দিতো, আর বাকি জীবন আমার মাছির মতন তোমার চারপাশে ভনভন করে কাটাতে হতো।
ইদানীং চোখ বন্ধ করলেই দেখি আমি বসে আছি, অপেক্ষায় আছি তার চোখ খোলার। বিছানার এ প্রান্ত থেকে ওপ্রান্তে গড়াগড়ি করে ক্লান্তি নিয়ে তার ঘুম ভাঙার। আমি দেখি, মুগ্ধ হয়ে দেখি তার ফোলা ফোলা চোখ, শান্ত শুষ্ক ঠোঁট, এলোমেলো চুল আর পর্দাহীন পুর্নিমা শরীর।
চোখ বন্ধ করলেই আমি দেখি এক বেগুনী শাড়ির রমনী, হাত ভর্তি সবুজ চুড়ি আর ভালবাসায় ভরে যাওয়া একটি ছোট্ট ঝুড়ি।
চোখ বন্ধ করলেই আমি দেখি, আমার চোখ আড়াল করে দিয়ে দাঁড়িয়েছে হাসনাহেনার সুগন্ধি মাখা কালো চুলের রমনী। চোখ চোখ রাখে সে, খিলখিল করে হাসে। পুরোনো জমিদার বাড়ির গিন্নির আলমারি আর আয়না কেঁপে উঠে পরিচিত শব্দে।
চোখ বন্ধ করলেই ইদানীং আমি শুনি সে নিচু গলায় বলছে চলো আজ হারিয়ে যায় দুচোখ যেদিকে যায়।
২৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
এমন রমনী পেলে হারাতে কে না চায়?
অপু রায়হান
হারিয়ে ফেলেছি তোমায় আপন আঁধারে!
মোঃ মজিবর রহমান
নতুন ইনিংস শুরু হোক। ভালবাসা বেচে থাক।
জিসান শা ইকরাম
অপু, মজিবর ভাইর ‘ এমন রমনী পেলে হারাতে কে না চায়?’ – এই মন্তব্যের জবাবে ক্লিক করে মন্তব্য করুন।
সাবিনা ইয়াসমিন
ভাগ্য আসলেই ভালো, বাকি জীবন মাছি হওয়ার হাত থেকে বাঁচা গেছে। পরিতোষ বাবুরা এমন হয় কেন? সব সুন্দর নামগুলো দিয়েই মিষ্টি বানায়!!
ইদানীং বেশিক্ষন চোখ বন্ধ না রাখার পরামর্শ দিচ্ছি। নইলে জমিদার বাড়ির গিন্নি ডেকে নিয়ে কোথায় গুম করে দিবে কে জানে ! আপনাকে শেষে খুঁজে আনতে সার্চটিম ভাড়া করতে হবে। 😀😀
আরও লিখুন, শুভ কামনা 🌹🌹
অপু রায়হান
আমার দরকার কারোর ভালোবাসা,কারোর শাসন, বারন কারোর হাতের মিষ্টি আদর।
সঞ্জয় মালাকার
চমৎকার লিখনী ভালো লাগলো খুব।
অপু রায়হান
জি ধন্যবাদ দাদা!
শাহরিন
ভাল লেগেছে পড়ে, মনের মানুষ পেলে তাকে এই লেখাটি দেখাবেন খুশী হবে বেশ!!!
অপু রায়হান
অবশ্যই দিদি,
আর আপনার কথাও বলবো!
তৌহিদ
বাহ! তাহলেতো চোখ বন্ধ থাকাই ভালো। কতকিছু অনুভব করা যায়!!
ভালো লিখেছেন।
অপু রায়হান
চোখ হন্ধ করে অনুভবব করা যাই তা স্বাভাবিকের তুলনায় একটু বেশী সুন্দর হয়!
জিসান শা ইকরাম
চোখ একদমই খুলবেন না,
চোখ খুললে এসব আর দেখা যাবেনা, আপনার এমন লেখাও আর আসবে না।
আমরা পড়ব কিভাবে এত ভালো লেখা?
লিখুন নিয়মিত
শুভ কামনা।
অপু রায়হান
স্বপ্ন মানুষ দেখে চোখ বন্ধ করে আর সে গুলো লিখে বা বলে চোখ খুলে!
বন্যা লিপি
বাপরে বাপ!! শুনুন দিন রাত মিলিয়ে একটা টাইম টেবিল সেট করে নিয়ে চোখ বন্ধ রাখুন। তারপর চোখ খুলে গড়গড় করে লিখে জানাবেন চোখ বন্ধ করে কি কি দেখা পেলেন।
চমৎকার লেগেছে লেখাখানি।
অপু রায়হান
আর বলবো না ত
মনির হোসেন মমি
চোখ বন্ধ করলেই এতো কিছু ঘটে আর চোখ খোলা থাকলে যে কি হয় কে জানে।আসলে কবিদের ভাব বুঝা মুশকিল।ভাল লাগল।
অপু রায়হান
চোখ খুলে যা দেখি তা সব ইচ্ছা করেই
প্রদীপ চক্রবর্তী
দারুণ লেখনী।
অপু রায়হান
জি
আরজু মুক্তা
অনুভূতির ঘনঘটা।।চোখ বন্ধ না করে সান গ্লাস পরবো ভাবছি।।
অপু রায়হান
দিদি, সানগ্লাসটা কিন্তু লাল কালারের হবে!
রেহানা বীথি
বন্ধ চোখের পাতাতেই নামে প্রাগৈতিহাসিক প্রেমের স্বপ্ন।
বড় ভালো লাগলো লেখাটা।
অপু রায়হান
আপ্নাকেও খুব ভালো লাগলো 😍