রূপ যেন তোর চাঁদের আলো,
দেখতে লাগে ভালো
তোর চোখে সারা ভুুুবন দেখে,
মোর দুই নয়নের আলো।
মুখখানি তোর চাঁদের মতো,
মাথায় লম্বা কেশ।
চলা ফেরা মন্দ না তোর,
দেখতে লাগে বেশ।
তোর ঐ,
চিকন ঠোঁটের মিষ্টি হাসি।
তাই দেখে,
আমি স্বপ্ন বুনি রাশি রাশি।
রাত জাগা ঐ স্বপ্ন গুলো-
দেখতে দেখতে রাতের হয় যে শেষ!
স্বপ্ন গুলো ভাঙ্গার আগে,
বলছি তোকে বেশ!
তোকেই আমি ভালোবাসি,
তোকেই আমি চাই।
তোর লাগি মোর জীবনে,
ভালোবাসার অন্ত কভু নাই।
২৪টি মন্তব্য
ফজলে রাব্বী সোয়েব
ভালবাসা অবিরাম।
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
আহা ! প্রথম প্রেম। কি মধুর ধন্যবাদ আপনাকে
সৈকত দে
আমার ডায়েরিতে অনেক দিন আগে লিখে ছিলাম। ২০১৬ -২০১৭ সালের দিকে।
সাবিনা ইয়াসমিন
বাহ, ভালো লিখেছেন। প্রথম প্রেম সম্পূর্ণ হোক পরিপূর্ণ ভালোবাসার আবেশে।
শুভ কামনা অবিরত 🌹🌹
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ। পরিপূর্ণ হওয়ার সুযোগ নেই। প্রেম নিয়ে বসে আছি,প্রেমিকা নেই।
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ বড় ভাই।
মোঃ মজিবর রহমান
বাহ! দারুন প্রকাশ প্রেমের ঐ মেয়েটির ভাললাগার ভালবাসার প্রতি শুভেচ্ছা রইল। গিট্টু বাধুক।
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ। কিন্তু গিট্টু বাধবে কি করে? প্রেমিকা নাই?
মোঃ মজিবর রহমান
পেয়ে যাবেন। যদি প্রয়োজ হই আর চাওয়ার ইচ্ছা থাকে মনের গহীনে।
ইসিয়াক
ভালো লাগলো ভাইয়া।
শুভসকাল
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ। শুভ সকাল ভাইয়া।
কামাল উদ্দিন
সুন্দর ভালোবাসার ছন্দে ভালোলাগা জানিয়ে গেলাম কবি।
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
কামাল উদ্দিন
আপনাকেও ধন্যবাদ ভাই
সুপায়ন বড়ুয়া
স্বপ্ন গুলো ভাঙ্গার আগে,
বলছি তোকে বেশ!
প্রথম প্রেমের নির্যাস
নাহয় যেন শেষ।
শুভ কামনা।
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ দাদা। আশীর্বাদ ও ভালোবাসা কাম্য।
রাফি আরাফাত
প্রথম প্রেমের ব্যাপারটাই অন্যরকম। একটা ভিন্নতা যেন তার অহংকার। ভালো লাগলো ভাই।
ভালো থাকবেন
সৈকত দে
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ও ভালো থাকিয়েন ভাই।
সুরাইয়া পারভিন
চমৎকার উপস্থাপন
প্রেম আছে প্রেমিকা নেই
আবার প্রেমিকা থাকে প্রেম থাকে না
সৈকত দে
আমরা রা তো চাই না?
আর যা চাই তা পাই না!
মনির হোসেন মমি
ছন্দ কবিতা। ভালবাসার রঙএর বর্ননা দারুণ ভাবে উপস্থাপন করেছেন।
সৈকত দে
ধন্যবাদ আপনাকে। ভালো থাকিয়েন সারাক্ষণ।
জিসান শা ইকরাম
প্রেম প্রকাশ করুন যথা স্থানে,
ভাল লেগেছে কবিতা।