প্রথম প্রেম

সৈকত দে ২১ ডিসেম্বর ২০১৯, শনিবার, ১১:২৫:১৩অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য

রূপ যেন তোর চাঁদের আলো,
দেখতে লাগে ভালো
তোর চোখে সারা ভুুুবন দেখে,
মোর দুই নয়নের আলো।

মুখখানি তোর চাঁদের মতো,
মাথায় লম্বা কেশ।
চলা ফেরা মন্দ না তোর,
দেখতে লাগে বেশ।

তোর ঐ,
চিকন ঠোঁটের মিষ্টি হাসি।
তাই দেখে,
আমি স্বপ্ন বুনি রাশি রাশি।
রাত জাগা ঐ স্বপ্ন গুলো-
দেখতে দেখতে রাতের হয় যে শেষ!

স্বপ্ন গুলো ভাঙ্গার আগে,
বলছি তোকে বেশ!

তোকেই আমি ভালোবাসি,
তোকেই আমি চাই।
তোর লাগি মোর জীবনে,
ভালোবাসার অন্ত কভু নাই।

৬৪৫জন ৪৮৪জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ