অনেকটা পথ এভাবে হেঁটেছি।
ব্যর্থতা,অতঃপর একদল হতাশা,
কখনও বা নিস্তব্ধ নীরবতা,
শুন্যতা এবং কিছু গম্ভীর রসিকতা।
হাস্যকর আঁধারের মাঝে-
অপ্রীতিকর ক্রন্দন ধ্বনি।
অথবা, অপ্রীতিকর বাস্তবতায়-
অসাধারণ মুখাভিনয়।
মধ্যপথে একজন প্রীতিলতা,
একঝাক আনন্দ-মাখা স্বপ্নের দল,
হয়তো ক্ষণিক বাদেই মূর্খতার-
বিশাল ভাণ্ডার থেকে মুক্ত,
একদল শুকনের নির্মমতা।
ছিঁড়ে খাবার আগ্রাসন নিয়ে,
মৌন সূর্যের আলোতে,
ক্ষুধার্ত দৃষ্টি নিয়ে-
মৌন আকাশে বায়ু-ঝড় তোলা।
অতঃপর আবারও ব্যর্থতা।
একদল স্বপ্নের হাড্ডিসার কঙ্কাল-
বেওয়ারিশ হয়ে পরে থাকা।
সাথে একঝাক কুচকুচে কাল দাঁড়কাক,
আর তাদের কর্কশ চিৎকার।
ফিরে আসি তখন,
ফিরে আসি, গোধূলির মুগ্ধতায়।
কোন নিশাচর আমায় সঙ্গ দেয়।
হেঁটে চলি আমি,
নিদারুণ আঁধার-মাখা জগতে।
অসংখ্য হায়েনার আগমনে-
দল ভারি হয় আমার।
শুরু হয় শিকার খোঁজার তাড়না।
যদিও এ তাড়না শুধুই নাটকীয়তা,
তবুও আমি পথচ্যুত হই না।
একটা মুহূর্তে সূর্যালোকের ভয়ে-
অযথা কম্পিত হায়েনার দল,
আমায় দিয়ে মেটায় তাদের ক্ষুধা।
আবারও হাড্ডিসার কঙ্কাল হয়ে পরে থাকা,
এবং ক্ষণিকের সুখে মোড়ানো মৌনতা।
এবং অপেক্ষা, শুধুই অপেক্ষা।
১৬টি মন্তব্য
লীলাবতী
সুন্দর
তওসীফ সাদাত
ধন্যবাদ।
ব্লগার সজীব
ভালো লেগেছে খুব ।
তওসীফ সাদাত
জেনে খুশি হলাম 🙂
ছাইরাছ হেলাল
পরিভ্রমণের পুনরাবৃত্তির আবর্তে আমরা সবাই কোন না কোন ভাবে ।
প্রতিক্ষার সিরিজ আমাদের ।
তওসীফ সাদাত
হুম। আমরা সবাই কোন না কোন কিছুর জন্য প্রতীক্ষা করি।
আফ্রি আয়েশা
এবং অপেক্ষা, শুধুই অপেক্ষা … তোমার অপেক্ষার শুভ সমাপ্তি ঘটুক । চমৎকার লিখা
তওসীফ সাদাত
ধন্যবাদ। তবে শুভ সমাপ্তি ঘটুক। এই প্রার্থনা না করাই সমীচীন। ঘটবে না যে, সেটা আমার মাথায় ঢুকে গিয়েছে বেশ ভাল করে।
খসড়া
প্রতিক্ষা ছিল সারা প্রহর জুড়ে। এটা কি সিরিজ লেখা?
তওসীফ সাদাত
না। আমার একটি মাত্রই কবিতা এই নামে। অন্য একজন এর একই নামে কবিতা আছে। তিনি আর আমি সম্পূর্ণ আলাদা দুজন মানুষ :p
জিসান শা ইকরাম
অপেক্ষা শেষ হোক দ্রুত
ভালো কবিতা ++++
তওসীফ সাদাত
ধন্যবাদ। শেষ হবে না এই অপেক্ষা।
বনলতা সেন
আপনিও প্রতিক্ষায় ! নিশাচরের সঙ্গী হয়ে?
তওসীফ সাদাত
হুম। সে নিশাচরের দলে যোগ হয়েছি আমি বেশ কিছুদিন আগেই।
নীলকন্ঠ জয়
আমি ভাই অপেক্ষার পালা শেষ করে কফিনে পেরেক ঠুকে দিয়েছি।
ভালো লেগেছে। শুভেচ্ছা।
তওসীফ সাদাত
হা হা। এই অপেক্ষা এমনি অপেক্ষা, পেরেক ও ঠুকতে পারছি না কফিনে ঢুকিয়ে। ধন্যবাদ 🙂