ছন্ন ছাড়া জীবন
ছিন্ন করে মনের বাধন,
ছুটে পালায় রিক্ত হয়ে
অন্তঃগহীনে সিক্ত রোদন।
শুষ্ক পল্লব আখিতে
পরে রৌদ্রের প্রতিফলন,
চকচকে বালুচর থাকে
তৃষ্ণায় আমরণ।
বাউন্ডূলে জীবন তাই
পেতেছে পথের সজ্জা,
হৃদয় রোদনে ভেসেছে
তবু ভাঙ্গেনি চোখের লজ্জা।
আমার মতই সেজেছে আকাশ
মেঘের শোভা ধরে,
ছন্ন ছাড়া মেঘ তাই
কান্নার প্রতিচ্ছবি হয়ে ঝরে।
৯টি মন্তব্য
রকিব লিখন
মানিক পাগলা ভাল লেখে তা আমি জানি।। স্বাগতম সোনেলার পক্ষ হতে।। (3
আদিব আদ্নান
পাগলার প্রথম লেখাটি পড়েই ভালো লাগতে শুরু করেছে ।
লিখুন , লিখুন ।
নীলকন্ঠ জয়
কবিতায় অনেক ভালো লাগা। সোনেলায় স্বাগতম। -{@
মানিক পাগলা
ধন্য – বাদ
মানিক পাগলা
ধন্য – বাদ কবি রকিব লিখন ও আদিব আদ্নান।
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম ।
কবিতায় ভালোলাগা ।
শুভ কামনা
মানিক পাগলা
ধন্য – বাদ ইকরাম ভাই 🙂
খসড়া
ভাল থাকুন পাগলা ভাই।
মানিক পাগলা
মাঝে মাঝে ভাল থাকার চেষ্টা করি।
আপনি ভাল আছেন তো জনাব/জনাবা “খসড়া”