পোড়ামুখী

ছাইরাছ হেলাল ১৮ নভেম্বর ২০১৪, মঙ্গলবার, ০৯:১৪:২৩অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৬ মন্তব্য

পোড়ামুখী-মুখপুড়ি রাত পালিয়েছে আবার। জানি না কোথায় কোন্‌ চুলোয় বসে কালি-ঝুলি মেখে সং সাজছে মনে সুখে।
একবার এক জ্যোৎস্নায় পালিয়ে গিয়ে গাছের মগডালে উঠে বসে ছিল। হয়রান হয়ে খুঁজে পেয়ে পড়িমরি করে দৌড়ে গিয়ে
কত করে বোঝালাম নীচে নেমে আসার জন্য। না না, সেই গভীর রাতের ভর জ্যোৎস্নায় গাছের ডালে তিড়িং-বিড়িং নাচানাচি
এ ডাল থেকে ও ডালে। কে শোনে কার কথা। যা হওয়ার তাই ই হলো। পড়বি তো পড়, না মালীর ঘাড়ে না, পপাদ ধরণীতল।
ফলাফল, ল্যাংচে চলা দিন কতক। শোনে না সে কিছুতেই কথা শোনে না।
এবারে কোথায় খুঁজব, কখন খুঁজে পাব কে জানে। এ এক জড় যন্ত্রণা মায়াবিনী ডাইনি মনোহরা।

নেই বিলাসী শান্তি, নেই উৎসবের শৃঙ্খলা, নেই হিম হিম মগ্নতা।
ওহে, আহ্লাদী রাত ফিরে এসো। এলে, চুলে লাল ফিতে বেঁধে দেব।

১জন ১জন
0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ