হঠাৎ আজ তোমার মুখটা ভেসে উঠল হৃদয়পটে,
বহুদিন হয় আমি হারিয়েছি কবিতা লেখার ক্ষমতা
তবু শুকিয়ে আশা স্মৃতিটুকু নিংড়ে তোমায় খুঁজে পাবার
এই নিরন্তর প্রচেষ্টা,
অন্তত একটি শুধু একটি সার্থক কবিতা লিখে যাব।
বহুদিন হয় আমি সিগারেট ধরেছি, নষ্টদের মত;
আমি জানি আমার বৃদ্ধাঙ্গুলি আর তর্জনীর ফাঁকে
কলম যেমন শোভা পায় না
তেমনি তর্জনী আর মধ্যমার ফাঁকে সিগারেট।
তাতে কি ? মোহাচ্ছন্ন করা তন্দ্রাময় সময়টুকু
উপভোগ করতে
আমি শিখে গেছি মোটামুটি।
নারীরা চায় কবি কেবল তাকে নিয়েই লিখুক
আমিও তো তোমায় নিয়ে লিখেছি অসংখ্য কবিতা,
তার একটার যন্ত্রণাও কি তুমি বুঝবে না?
কক্ষনো না??

৬৮১জন ৬৮০জন
0 Shares

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ