১৯৭৫ এর ১৫ আগস্টে জাতির পিতার মৃত্যু পরবর্তী সময়ে কেউই চিন্তা করতে পারেনি – এই বাংলাদেশে আবার বঙ্গবন্ধুর নাম উচ্চারিত হবে। ১৯৭১ এর ১৬ ডিসেম্বর এর পর যেসব শকুন পালিয়ে ছিল- তারা সব বেড়িয়ে আসতে লাগলো । ১৫ আগস্ট ভোরেই মৃত্যুর উল্লাস মিছিলে নেতৃত্ব করতে দেখেছি – পালিয়ে থাকা রাজাকার,শান্তি কমিটি আর মুসলিম লীগ নেতাদের। ওই কিশোর বয়সেই তখন বুঝে গিয়েছি- জাতীয় পতাকা খামচে ধরা সেই পুরনো শকুনদের আবার উত্থান হচ্ছে।
তারপরেও –
যে দেশের পাখিরা গান গায় বঙ্গবন্ধুর নামে
যে দেশের বাতাসে মিশে আছে বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ
সে দেশে কার সাধ্য বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ?
কে আছেন এমন বাঁশিওয়ালা
যিনি সমগ্র জাতিকে এক সুরে একতাবদ্ধ করতে পারবেন ?
আজ এই দিনে জাতির পিতার প্রতি আন্তরিক শ্রদ্ধা ও হৃদয় নিংড়ানো ভালোবাসা ।
৩১টি মন্তব্য
স্বপ্ন
ছোট, ভালো লেখা। ৭৫ এর কথা লিখুন জিসান ভাই।
জিসান শা ইকরাম
লিখবো লিখবো করেও লেখা হয়ে ওঠেনা । চেষ্টা করে দেখবো ।
মর্তুজা হাসান সৈকত
ষড়যন্ত্রের বুলেট করেছে আর কতটুকুন শেষ
‘পৃথিবী জানে সারা বাংলা জানে’, মুজিব মানেই বাংলাদেশ।
জিসান শা ইকরাম
যে দেশের পাখিরা গান গায় বঙ্গবন্ধুর নামে
যে দেশের বাতশে মিশে আছে বঙ্গবন্ধুর বজ্রকন্ঠ
সে দেশে কার সাধ্য বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ?
শুন্য শুন্যালয়
এতোটুকু একটু লেখাতেও অনেক বলা যায়। যে দেশের পাখিরা গান গায় বঙ্গবন্ধুর নামে
যে দেশের বাতাসে মিশে আছে বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ
সে দেশে কার সাধ্য বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ? ঠিক বলেছেন।
71, 75 নিয়ে লিখুন ভাইয়া। প্রত্যোক্ষ কারো অভিজ্ঞতা আমরা কমই জানতে পারি।
জাতির পিতাকে বিনম্র শ্রদ্ধা।
জিসান শা ইকরাম
আসলে মনঃসংযোগের অভাব, দেশ নিয়ে কিছুটা হতাশা ইত্যাদি কারনে ইচ্ছে থাকা সত্বেও লেখা হয়ে ওঠেনা।
চেষ্টা করবো লিখতে ।
ছাইরাছ হেলাল
মুছে ফেলার চেষ্টা হয়েছে অনেক ,আবারও হবে ।
নিষ্ফল প্রচেষ্টা শেষে সে নাম জ্বল জ্বল করেই রয়ে যাবে ।
জিসান শা ইকরাম
৭৫ পরবর্তি সময়ে মুছে ফেলার সর্বাত্বক চেষ্টা তো করা হয়েছিলো।
বনলতা সেন
ছোট লেখায়ও বড় প্রকাশ । তাঁকে জানাই অকৃত্রিম শ্রদ্ধা ।
আমদের একজন বাঁশিওয়ালা খুবই প্রয়োজন । অপেক্ষা করব আমারা তার জন্য ।
জিসান শা ইকরাম
তাঁকে জানাই অকৃত্রিম শ্রদ্ধা । -{@
আমদের একজন বাঁশিওয়ালা খুবই প্রয়োজন । অপেক্ষা করব আমারা তার জন্য । (y) (y)
আজিম
এই পোষ্টটি এবং মন্তব্যসমূহ খুবই ভাল লাগল।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।
জিসান শা ইকরাম
আপনার আর এখানকার সবার মন মানসিকতা এক , একারনে ভালো লেগেছে হয়ত।
আপনাকেও ধন্যবাদ।
প্রজন্ম ৭১
‘ যে দেশের পাখিরা গান গায় বঙ্গবন্ধুর নামে
যে দেশের বাতশে মিশে আছে বঙ্গবন্ধুর বজ্রকন্ঠ
সে দেশে কার সাধ্য বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ? ‘ (y) (y) চেষ্টার কমতি ছিলো না ৭৫ এর পরে। বঙ্গবন্ধুর ভালোবাসা বাঙ্গালী মনে রেখেছে।
জিসান শা ইকরাম
বঙ্গবন্ধুকে ভোলানো এত সহজ না ।
প্রহেলিকা
*****যে দেশের পাখিরা গান গায় বঙ্গবন্ধুর নামে
যে দেশের বাতাসে মিশে আছে বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ
সে দেশে কার সাধ্য বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ?
কে আছেন এমন বাঁশিওয়ালা
যিনি সমগ্র জাতিকে এক সুরে একতাবদ্ধ করতে পারবেন ?**********
আলোতে পালিয়ে যাওয়া ছায়াগুলো রাতের আঁধারে এই বাংলার মাটিকে রক্তাক্ত করেছিল, চেয়েছিল তার নামটি মুছে দিতে কিন্তু জানতো না যে তাকে এদেশের প্রতিটি সুস্থ মানুষ উপরের বাক্যগুলোর মত বুকে গেথে রাখবে, জাতির এই মহান পিতার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
জিসান শা ইকরাম
আলোতে পালিয়ে যাওয়া ছায়াগুলো রাতের আঁধারে এই বাংলার মাটিকে রক্তাক্ত করেছিল, চেয়েছিল তার নামটি মুছে দিতে কিন্তু জানতো না যে তাকে এদেশের প্রতিটি সুস্থ মানুষ উপরের বাক্যগুলোর মত বুকে গেথে রাখবে (y) (y)
ঠিক বলেছেন ।
ওয়ালিনা চৌধুরী অভি
‘ যে দেশের পাখিরা গান গায় বঙ্গবন্ধুর নামে
যে দেশের বাতাসে মিশে আছে বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ
সে দেশে কার সাধ্য বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ? ‘ (y) (y) এটিই সারমর্ম। কেউ পিতাকে মুছে ফেলতে পারবেনা।
জিসান শা ইকরাম
মুছে ফেলার চেষ্টা হয়েছিল,
বাঙ্গালী সব চেষ্টা ব্যার্থ করে দিয়েছে ।
মা মাটি দেশ
:Yes-Sir:
জিসান শা ইকরাম
:T
কৃন্তনিকা
বাংলা সাহিত্যের সূর্য যেমন “রবি”,
তেমন বাংলাদেশের সূর্য “বঙ্গবন্ধু”,
আর সূর্য একটা থাকে ব্রহ্মাণ্ডে।
ঘাতকরা সূর্যের গ্রহণ তারা ঘটাতে পারলেও সূর্যগ্রহণ কিন্তু সাময়িক। উনি ছিলেন, আছেন ও থাকবেন শত বাঙ্গালির হৃদয়ে।
আসলেই “কার সাধ্য বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ?” (y)
জিসান শা ইকরাম
খুব সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
যতই চেষ্টা করুক কুচক্রীরা বঙ্গবন্ধু তাঁর আলো ঠিকই বাঙ্গালীদের মাঝে বিলিয়েছেন । (y)
জিসান শা ইকরাম
কুচক্রীদের সব চেষ্টা বৃথা ।
লীলাবতী
বঙ্গবন্ধুকে মুছে দেয়া এত সহজ নয় (y)
জিসান শা ইকরাম
পারবেনা কেউ ।
নুসরাত মৌরিন
বঙ্গবন্ধু যেন ছিলেন এক আশ্চর্য স্বাপ্নিক…তার কি এক অদ্ভুত সম্মোহনী ক্ষমতা…বাঁশিওয়ালার মতই আচ্ছন্ন করেছিলেন সাত কোটি বাঙ্গালী কে এক স্বপ্নে।যে স্বপ্নের কাছে তুচ্ছ ছিল জীবনও…।এত বছর পরও যে পিতা আমাদের স্বপ্নই দেখান…বিভোর করেন…আশ্চর্য মায়ায়…তাকে মুছে ফেলবে এমন সাধ্য নেই কোন শক্তির…বাংলাদেশ আর বঙ্গবন্ধু সমার্থক…।
ভাল লাগলো (y)
জিসান শা ইকরাম
ঠিক বলেছেন ‘ বাংলাদেশ আর বঙ্গবন্ধু সমার্থক ”
প্রজন্ম ৭১
যতদিন রবে পদ্মা যমুনা
গৌরি মেঘনা বহমান,
ততকাল রবে কীর্তি তোমার
শেখ মুজিবুর রহমান
দিকে দিকে আজ রক্তগঙ্গা
অশ্রুগঙ্গা বহমান
তবু নাহি ভয় হবে হবে জয়
জয় মুজিবুর রহমান।
— শ্রদ্ধা জানাই পিতা -{@
জিসান শা ইকরাম
এই কবিতার একটি ইতিহাস আছে , জানেন তা ?
শাদমান সাকিব
এক সুরে একতাবদ্ধ অবশ্যই আমরা হব ।
আপনাদের মাঝে নিজেকে আবার দেখতে পেয়ে আনন্দিত বোধ করছি ।