যদি নওগাঁর কাউকে প্রশ্ন করা হয় নওগাঁ কেনো পরিচিত বা নওগাঁর একটা জনপ্রিয় জায়গার নাম বলুন, তাহলে সবার আগে যেটা মনে আসবে সেটা হলো “পাহাড়পুর”। নওগাঁয় মূলতঃ দুটো পাহাড়পুর। একটি “ন” পাহাড়পুর আর একটি “ব” পাহাড়পুর । “ন ” পাহাড়পুর হলো নওগাঁ পাহাড়পুর যা এক সময় গাঁজার জন্য বিখ্যাত ছিলো। আর “ব” পাহাড়পুর হলো বৌদ্ধবিহার পাহাড়পুর, যার জন্য এখন নওগাঁ বিখ্যাত।
দ্বিতীয় বারের মত পাহাড়পুর দেখা। এমন বিশেষ কিছু নাই ( আসলে নিজের জেলায় বলে এমন মনে হয় )। শুনেছিলাম আগে নাকি একদম চুড়াতে ওঠা যেত। কিন্তু আমার সৌভাগ্য কখনই হয়নি। যদি প্রশ্ন করা হয় কেনো উপরে ওঠা যায় না? তাহলে কোন উত্তর আসে না। আমরা মজা করে বলি মানুষের ওজনে পাহাড়পুর ইজ সিটিং ডাউন।
নওগাঁ শহর থেকে উত্তরে মোটামুটি দুঘণ্টা বাসের রাস্তা। টিকিটের দামও সাধ্যের মধ্যেই।
লালবাগকেল্লা বা আহসানমঞ্জিলের মত না হলেও পাক্কা চার ঘন্টা লেগে যাবে এখানকার সেই সময়ের তৈরী সকল শৈল্পিক নিদর্শন ভালোভাবে দেখে শেষ করতে।
আমাদের জীবন যেখানে হাজার/চৌদ্দশো/ একুশশো স্কয়ার ফিটে সীমাব্ধ সেখানে এই জায়গার ভেতরে ঢুকলেই দেখা যায় কি বিশাল বিস্তৃতিই না ছিলো তাদের সময়ের সব কিছুতে।
আমি ভেবেছি যতবার পারবো ততবার যাব পাহাড়পুর। আমার মতে সবার অন্তত একটা বার পাহাড়পুর দেখা উচিৎ।
সোনেলার সমস্ত ব্লগার,পাঠক এবং মডু গনকে আমাদের পাহাড়পুর দেখার আমন্ত্রন জানাচ্ছি।সবাই নিজ নিজ খরচে পাহাড়পুর ভ্রমণ করুন।গাইড হিসেবে পাবেন মেহেরী তাজকে, শর্তঃ আমার এই পোষ্ট প্রিন্ট করে নিয়ে আসবেন 🙂
৪০টি মন্তব্য
হৃদয়ের স্পন্দন
বেশ কয়েক বার ব পাহাড় পুর যাওয়া হয়েছে, ন তে হয়নি, আসছে ফেব্রুয়ারী তে আরেকটা ট্যুর এর প্লান চলছে শিউর না, তবে বগুরাড় দই আর নওগাঁর চা মুখে লেগে আছে
মেহেরী তাজ
সময় নিয়ে চলে আসুন,পাহাড়পুর আপনাকেই খুজছে 🙂
শুন্য শুন্যালয়
হি হি, গাইডের শর্ত অনেক পছন্দ হইছে 🙂
ক্যাপচার গুলো বেশ সুন্দর হইছে। আমার তৃতীয় পাহাড়পুর ভ্রমন তাজের সাথে হবে ইনশাল্লাহ। তবে কবে হবে জানিনা। 🙁 দুবলহাটি রাজবাড়ি টা নিয়ে এরপর লিখে ফেলো, সবাই জানুক অনেকে যেটাকে নতুন গ্রাম বলে তাচ্ছিল্য করে সেই নওগাঁ কতো সুন্দর।
মেহেরী তাজ
গাইড পেতে হলে এই পোষ্টের প্রিন্ট কপি দেখাতে হবে আপু।এটি হবে টিকেট 🙂 ক্যাপচার ভালো হয়েছে শুনে ভালো লাগলো 🙂 একটা আড্ডা আর একটা ট্যুর বাঁকি থাকলো।লিখবো আপু দুবলহাটী রাজবাড়ী,জবায় বিল,দেবর দিঘী,কুশুমরা মসজিদ এর উপরে আলাদা আলাদা পোষ্ট দেবো ইনশআল্লাহ।নওগাঁ কতো সুন্দর দেখাতেই হবে 🙂
প্রহেলিকা
আপনার সুবাধে অনেক কিছুই দেখতে পারছি দূর প্রবাস থেকে, মনেই হচ্ছে না দূর থেকে দেখছি, ঠিক যেন কাছ থেকে দাড়িয়েই অনুভব করছি। ধন্যবাদ আপনাকে অনেক অনেক।
মেহেরী তাজ
আপনাকেও ধন্যবাদ ভাইয়া,দূর প্রবাসে ভালো থাকুন।
অরণ্য
লিখেছিস তো বেশ রে তুই
ছবি তুলেছিসওতো ভরপুর!
নিলাম মাথায় ফের নওগাঁ গেলেই
যাবই যাব তোর পাহাড়পুর।
মেহেরী তাজ
ধন্যবাদ ভাইয়া,পাহাড়পুর তো আপনারও 🙂
অরণ্য
মজার কথা বলি তোকে
মন দিয়ে শুনিস। শোন।
তোকে যখন আমি ডাকি ‘তুই’
টের কি পাস, তুই আমারই বোন?
হাসছিস তুই, হাস না!
ভালো, বলিস তোর মাকে।
জানো মা! আমার এক ভাইয়া আছে
পাগল! কোথায় যেন থাকে!
মেহেরী তাজ
মাকে বলা হয়ে গিয়েছে অনেক আগেই 🙂
মরুভূমির জলদস্যু
সেই আদি কালে একবার গিয়ে ছিলাম পাহাড়পুরে আর এর আশে পাশের প্রাচিন স্থাপত্তগুলি দেখতে। আবার যেতে হবে।
মেহেরী তাজ
আদি কাল মানে যখন পাহাড়পুরের বাড়িঘড় সব ভালো ছিলো ? 😀
স্বপ্ন নীলা
যাওয়ার ইচ্ছাপোষণ করছি——
মেহেরী তাজ
আসুন আপু,গাইড ফ্রি পাবেন 🙂
সঞ্জয় কুমার
অবশ্যই আসব ।
কিন্তু শর্ত একটাই
আপনাকে গাইড হিসাবে চাই ।
সুন্দর হয়েছে ।
মেহেরী তাজ
আমারো শর্ত আছে,এই পোষ্ট প্রিন্ট করে সাথে নিয়ে আসতে হবে 😀
নুসরাত মৌরিন
ঠিক আছে আপু।
কথা থাকলো,পাহাড়পুর দেখতে একবার আসবোই।
গাইড হিসেবে যখন আপনি আছেন,আর চিন্তা কি? 😀
মেহেরী তাজ
কোন চিন্তা নেই আপু,শুধু এসে পৌছান,পরের দায়িত্ব আমার 🙂
ব্লগার সজীব
ওস্তাদ আমি আসবো ই আসবো।এই শীতেই যেতে চাই,গরমে আমি চলাচল করতে পারিনা।ছবি গুলো ভালো তুলেছেন। শর্ত টা ওস্তাদি শর্ত হয়েছে 🙂
মেহেরী তাজ
চলে এসো শিষ্য 🙂
মিজভী বাপ্পা
অসাধারণ ছবি গুলো
মেহেরী তাজ
সময় পেলে চলে আসুন আমাদের পাহাড়পুর।
শিশির কনা
পাহাড়পুর যাইনি এখনো,আপনার মত গাইড পেলে পাহাড়পুর দেখা বেশ আনন্দময় হবে।প্রিন্ট করে রাখলাম আপনার পোষ্ট 🙂
মেহেরী তাজ
আপনাকে সাথে নিয়ে পাহাড়পুর দেখাটা আমার জন্যও আনন্দময় হবে 🙂
ছাইরাছ হেলাল
তৃতীয় ছবি দেখে যেতে ইচ্ছে করে।আপনার লেখায় অনেক কিছুই পাই।
মেহেরী তাজ
তৃতীয় ছবিটা আমার কাছে তেমন ভালো লাগেনি,কিন্তু আমার দাদা বলছেন,এটাই নাকি ভালো ছবি। আপনিও তাই বললেন।আমি তাহলে না বুঝেই একটি ভালো ছবি তুলে ফেলেছি।চলে আসুন ভাইয়া।
জিসান শা ইকরাম
ছবি গুলো খুবই সুন্দর তুলেছেন আপনি।
‘ন’ পাহাড়পুর আর ‘ব’ পাহাড়পুর আছে এই পোষ্ট পড়ে প্রথম জানলাম।
ইচ্ছে থাকা সত্বেও যেতে পারিনি
গাইড যখন পাওয়া গিয়েছে,যাবো ইনশ আল্লাহ
শর্ত মেনেই যাবো 🙂
মেহেরী তাজ
চলে আসুন দাদা।তবে শর্ত পুরন মাষ্ট :p
রিমি রুম্মান
আহা, একবার যেতে পারলে মন্দ হতো না…
মেহেরী তাজ
দেশে এসে একবার আসুন আপু,ভালো লাগবে আপনার।
বনলতা সেন
লেখা আর ছবি দেখলে এখনই যেতে ইচ্ছে করে।
মেহেরী তাজ
আপু,সোনেলার ব্লগাররা সবাই আসুন একবার।খুব মজা হবে 🙂
প্রজন্ম ৭১
আমিও যাবো আপু।এত ঝকঝকে ছবি দেখলে কার না যেতে ইচ্ছে করবে?
মেহেরী তাজ
চলে আসুন ভাইয়া,আমি অপেক্ষায় আছি।
খেয়ালী মেয়ে
জী আসবো-আপনার আমন্ত্রন জানানোর পদ্ধতিটা পছন্দ হইছে 🙂
মেহেরী তাজ
অপেক্ষা করবো আপু।ফেইসবুকে জানিয়েন আসার পূর্বে 🙂
মিথুন
তিন নাম্বার ছবিটা অসাধারন তুলেছেন তাজ। ভাবছি এবার চলেই যাব একদিন আপনার পাহাড়পুরে, টিকেট যখন ফ্রি 🙂
মেহেরী তাজ
চলে আসুন। কিন্তু টিকিট ফ্রি নয় গাইড ফ্রি। :p
জিসান শা ইকরাম
পাহাড়পুর কবে যাবো? বাসার সবাইকে নিয়ে আসবো।
কিন্তু থাকুম কৈ ?
কামাল উদ্দিন
যেতে হবে, কবে যাবো জানিনা।