আজ বাঙ্গালীর বিজয়ের দিন
আজ আমাদের বিজয়ের দিন
আজ রাজাকারদের পরাজয়ের দিন
আজ পাকিদের পরাজয়ের দিন।
একজন রাজাকার এবং তার বংশধরেরা আজ পর্যন্ত বলেনি
এবং আগামীতেও পারবেনা বলতে যে সে বা তাদের পূর্বপুরুষ রাজাকার ছিলো।
সংকট আইডেনটিটির।
বীর বিজয়ী বাঙ্গালীদের এই সংকট নেই। আমরা বুক ফুলিয়ে বলি এবং বলবো
আমরা মুক্তিযোদ্ধা
আমরা মুক্তিযোদ্ধার সন্তান
আমরা জয় বাংলার লোক।
পরাজিত রাজাকার, আজীবন বেঁচে থাকবে ইঁদুরের কলিজা নিয়ে।
বাংগালীর ঘৃনা নিয়ে
পরিচয়ের সংকট নিয়ে
এটিই আমাদের আর তোদের মাঝের পার্থক্য।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা -{@
রাজাকারকে রাজাকার বলুন,
অধ্যাপক এবং মাওলানা শব্দের পবিত্রতা বজায় রাখুন।
৩৬টি মন্তব্য
সাইদ মিলটন
রাজাকারদের রাজাকার বলুন (y) (y)
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
জিসান শা ইকরাম
ভুলিয়ে দেয়া হয়েছে, রাজাকারদের রাজাকার বলতে।
ছাইরাছ হেলাল
একজন রাজাকার চিরদিন রাজাকার।
জিসান শা ইকরাম
একবার যে রাজাকার
চিরদিনই সে রাজাকার।
রিমি রুম্মান
আমরা আমৃত্যু মাথা উঁচু করে বাঁচবো
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
জিসান শা ইকরাম
অবশ্যই আমরা আমৃত্যু মাথা উঁচু করে বাঁচবো।
স্বাধীন নবাব
রাজাকারকে রাজাকার বলুন,আর সেই সাথে সাথে ওদের মুখে থুথু ফেলুন……সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা রইল!
জিসান শা ইকরাম
ভালো বলেছেন , শুভেচ্ছা।
মরুভূমির জলদস্যু
ভালো বলেছেন।
জিসান শা ইকরাম
ধন্যবাদ।
নুসরাত মৌরিন
“রাজাকারকে রাজাকার বলুন,
অধ্যাপক এবং মাওলানা শব্দের পবিত্রতা বজায় রাখুন”।- (y)
ঠিক বলেছেন জিসান ভাই।রাজাকারদের নামের আগে এত এত বিশেষন দেখে সত্যিই অবাক লাগে।এদের মত নর্দমার কীটরা কি করে এত এত সম্মানজনক উপাধি নামের আগে যোগ করার অধিকার পায়!!
জিসান শা ইকরাম
দীর্ঘ বছর ব্যাপী সরকারী পৃষ্ঠপোষকতায় এরা এমন স্পর্ধা পেয়েছে। ভুলিয়ে দেয়া হয়েছে এদের পরিচয়। এক জীবনে এসব চোখের সামনেই দেখেছি।
আজিজুল ইসলাম
আসলেই, সংকটটা আইডেনটিটির জনাব জিসান ভাই।
রাজাকাররা আসলেই নর্দমার-ই কীট, ইঁদুরেরই মত জান তাদের, ভয়ে ভয়ে থাকে সবসময় আর সুযোগ পেলে জানপ্রান দিয়ে আঘাত করে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে যাতে তারা আঘাত করার সুযোগই না পায়। একাত্তরের মতোই তাদের চরিত্র একইরকম রয়ে গেছে আজো।
মহান বিজয় দিবসের শুভেচ্ছা রইলো।
জিসান শা ইকরাম
আপনি এদের চরিত্র ঠিক ভাবেই বর্ননা করেছেন।শতর্ক থাকতেই হবে এদের সম্পর্কে। শুভেচ্ছা আপনাকেও।
হৃদয়ের স্পন্দন
খাটি কথা বলিচ্ছেন
জিসান শা ইকরাম
ধন্যবাদ আপনাকে।
ব্লগার সজীব
পার্থক্যটি আসলেই আইডেনটিটির।পরিচয়ের সংকট রাজাকারদের।আমাদের পরিচয়ের কোন সংকট নেই।
রাজাকারকে রাজাকার বলুন,
অধ্যাপক এবং মাওলানা শব্দের পবিত্রতা বজায় রাখুন (y)
আপনাকেও বিজয়ের রক্তিম শুভেচ্ছা।
জিসান শা ইকরাম
ধন্যবাদ মন্তব্যের জন্য।
লীলাবতী
বিজয় দিবসের শুভেচ্ছা। -{@ পার্থক্য এটাই (y)
রাজাকারকে রাজাকার বলুন,
অধ্যাপক এবং মাওলানা শব্দের পবিত্রতা বজায় রাখুন।
জিসান শা ইকরাম
রাজাকারকে রাজাকার বলুন,
অধ্যাপক এবং মাওলানা শব্দের পবিত্রতা বজায় রাখুন।
বিজয় দিবসের শুভেচ্ছা।
প্রহেলিকা
রাজাকারকে রাজাকার বলুন,
অধ্যাপক এবং মাওলানা শব্দের পবিত্রতা বজায় রাখুন।***
এই কথা এখন আমিও বলতে চাই, ধর্ম নিয়ে ব্যবসা বন্ধ হোক, দাড়ি, টুপির আবডালে ব্যবসা করার দিন শেষ।
রাজাকার চিরদিনই রাজাকার।
মহান বিজয় দিবসের শুভেচ্ছা রইলো। -{@ -{@
জিসান শা ইকরাম
ধর্ম নিয়ে ব্যবসা বন্ধ হোক, দাড়ি, টুপির আবডালে ব্যবসা করার দিন শেষ।
রাজাকার চিরদিনই রাজাকার। (y)
বিজয়ের শুভেচ্ছা ।
শুন্য শুন্যালয়
আহারে কি আশায় এক একজন নাম নিয়েছিল বদর যুদ্ধের যোদ্ধা, সূর্য আর স্বেচ্ছাসেবক, 16 ই ডিসেম্বরের পরে সেই আলবদর, আলশামস আর রাজাকার গুলার এমন আইডেন্টিটির সংকট!!!! এখন মাওলানা, অধ্যাপক ব্যবহার না করে কই যাবে তারা? লেজ ঢেকে রাখলেও ঠিকই দেখা যাবে। রাজাকার চিরকালই রাজাকার।
জিসান শা ইকরাম
তারা এত মহান মহান কাজ করেছে কিন্তু ১৬ ডিসেম্বর ৭১ এর পর তা আর বলছে না।ইঁদুরের জীবন ওদের।
রাজাকার চিরকালই রাজাকার (y)
স্বপ্ন নীলা
বিজয় আমার মনে বাজে —
বিজয়ের পতাকা সবার মনের কোনে পতপত করে উড়ুক
বিজয়ের ইতিহাস সবাই জানুক
দেশকে, দেশের মানুষকে শিশু ও যুব সমাজ শ্রদ্ধা ও ভালবাসতে শিখুক
জিসান শা ইকরাম
সুন্দর প্রেরনামুলক মন্তব্যের জন্য ধন্যবাদ।
বিজয়ের ইতিহাস সবাই জানুক (y)
মিথুন
যে নামে এতো গর্ব ছিলো তাদের, সে নামেই এখন থু দেয় সবাই। ঘৃনা ছিলো, আছে, থাকবেই। এই চেতনা বজায় থাক সারাবছর জুড়ে, বিজয় মাসের শক্তি নিয়ে। বিজয়ের শুভেচ্ছা জানবেন ভাইয়া।
জিসান শা ইকরাম
বিজয়ের শুভেচ্ছা আপনার জন্যও।
চেতনা বজায় থাক সারাবছর জুড়ে, বিজয় মাসের শক্তি নিয়ে (y)
অনেক দিন হলো কিছু লিখছেন না।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
রাজাকারকে রাজাকার বলুন,
অধ্যাপক এবং মাওলানা শব্দের পবিত্রতা বজায় রাখুন।
এটাইতো বলা উচিত ছিল অথচ আমাদের অনেক শিক্ষিত মিডিয়া তা বলতে নারাজ।যদি মিডিয়া বলতে পারত তাহলে এর সার্থকতা পেতো। -{@
জিসান শা ইকরাম
মিডিয়া রাজাকারদের পদলেহনে ব্যাস্ত।
এদের কাছে কিছু আশা করা যায় না আর।
বিজয়ের শুভেচ্ছা।
মারজানা ফেরদৌস রুবা
অসাধারন বিশ্লেষন
(y)
রাজাকার! আজীবন বেঁচে থাকবে ইঁদুরের কলিজা নিয়ে।
বাংগালীর ঘৃনা নিয়ে
পরিচয়ের সংকট নিয়ে
এটিই আমাদের আর তোদের মাঝের পার্থক্য।
জিসান শা ইকরাম
ধন্যবাদ মারজানা রুবা,সহমত পোষনের জন্য।
সীমান্ত উন্মাদ
রাজাকার তো রাজাকারই। হাজার বছর পার হলেও এরা রাজাকারই থাকবে।
জিসান শা ইকরাম
রাজাকার তো রাজাকারই। হাজার বছর পার হলেও এরা রাজাকারই থাকবে (y)
বিজয়ের শুভেচ্ছা।
খেয়ালী মেয়ে
রাজাকারকে রাজাকার বলুন (y)
রাজাকারকে রাজাকার বলার সাহস যার নেই সে যে আসলে কি তার আইডেনটিটি নিয়ে কি কোন সন্দেহ আছে–
জিসান শা ইকরাম
এসব শেখাতে হবে আমাদের পরবর্তী প্রজন্মকেও
হতে হবে একজন গর্বিত মা আপনাকেও।