পাথর

ছাইরাছ হেলাল ২০ সেপ্টেম্বর ২০১৪, শনিবার, ১০:৫৭:৫৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪৮ মন্তব্য

সে পাথর বলেই সে পাথর। পাথরের বুকেও জমে জল,পাথরের বুক ও ভারী হয় জমা জলে।
কুল- কুল শব্দে ঝর্নার বয়ে যাওয়া দেখেছি, শুনেছি নূপুর নিক্বণ হাসির শব্দে।
পাথরের নিঃশব্দ কান্না মিশে আছে ঐ ঝর্নার নীল জলে।

হে পাথর তুমি গড়িয়ে যাও গড়িয়ে যাও,ঝর্নায় ডুব দিয়ে সুক্তি তুলে নাও।

————————————————
আমি শিমুলের কথা ভাবছি।

১৩০৪জন ১৩০৪জন
0 Shares

৪৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ