বিচ্ছিন্ন জীবণ, বিচ্ছিন্ন ক্ষণ-
নিস্তবতার মাঝে আমি একজন,
একাকি অসহ্য প্রহর-
কাটে না সময় কিংবা ঘোর।
পরাজিত আমি সময়ের কাছে,
জীবন নামক কাব্য ধারার কাছে।
পরাজিত প্রহর ভাঙ্গা-
নিস্তব্দতার কাছে, কাক ডাকা ভোরের কাছে।
পরাজিত আমি বিবেক দহনে-
কিংবা একমুঠো হতাশার ছলনে।
পরাজিত তাই ভীড়েছি-
জীবন্মৃতের দলে, পুড়ছি কুন্ডহীন অনলে।
বিচ্ছিন্ন জীবণ, বিচ্ছিন্ন ক্ষণ,
ভাবনাহীন ছলনে আমি সেই জন।
একাকি অসহ্য প্রহর-
হাতড়ে খুঁজি আলোকময় কোন এক ভোর।
১৬টি মন্তব্য
তওসীফ সাদাত
বিচ্ছিন্ন জীবণ, বিচ্ছিন্ন ক্ষণ,
ভাবনাহীন ছলনে আমি সেই জন।
একাকি অসহ্য প্রহর-
হাতড়ে খুঁজি আলোকময় কোন এক ভোর।
খুঁজি না, একদমই খুঁজি না।
নীলকন্ঠ জয়
খুঁজে খুঁজে মরিচিকার পিছনে না ঘুরাই ভালো ! বাস্তবতা নিষ্ঠুর হলেও উত্তম।
ধন্যবাদ।
জিসান শা ইকরাম
সুন্দর কবিতা
আলোকময় ভোরের দেখা একদিন মিলবেই —
নীলকন্ঠ জয়
সেই সোনালী ভোরের অপেক্ষাই করছি ভাইয়া।
শুভেচ্ছা। ধন্যবাদ।
আদিব আদ্নান
সময়ের কাছে অবশ্যম্ভাবী পরাজয়ের মাঝেও
আলোকময় ভোরের স্বপ্নের মাঝেই আমরা বাঁচি ।
ছন্দে ছন্দে সুলিখিত ।
নীলকন্ঠ জয়
(y) অনেক ধন্যবাদ ।
ক'রেখেলা_কাটেবেলা
আলোকিত ভোর আসিবে আবার … পরাজিত নও তুমি বারবার … বিবেক দহনে পুড়িয়া পুড়িয়া … লভিবে তুমি মাণিক এবার |
কবিতাটি খুব সুন্দর হয়েছে |
নীলকন্ঠ জয়
ভালো লাগলো এবং উতসাহিত হলাম।
অনেক অনেক ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
জীবন ও ক্ষণের আপাত বিচ্ছিন্নতা পরাজয়ের প্রচ্ছন্ন প্রাঞ্জলতা নয়
কোন ভাবেই । আলোকময়তাই জীবনের উদ্দেশ্য ।
ভোর হবেই ।
নীলকন্ঠ জয়
সেই ভোরেরই প্রতিক্ষায় রইলাম হেলাল ভাই।
ধন্যবাদ।
খসড়া
আমি পরাজয় মানি না আমি চ্যালেঞ্জ করি বার বার পরাজয়ের কাছে পরা বাদ জয় আমার চাই ই চাই।
তবে বিশ্বাস করি জয় মানে প্রতিটি সেক্টরেই জয় নয় ফাইনাল যুদ্ধে জয়। 🙂
নীলকন্ঠ জয়
ইন্সপায়ারড হলাম। আপনার থিওরীটা ভালো লেগেছে। কিন্তু কিছু পরাজয়য় আপনাকে মেনে নিতেই হয়।
অনেক ধন্যবাদ।
লীলাবতী
পরাজিত হওয়া যাবেনা ভাইয়া । ভালো লেগেছে কবিতা ।
নীলকন্ঠ জয়
সবাই এভাবে উৎসাহ দিলে পরাজিত হওয়ার সম্ভাবনা কমই দেখছি।
অনেক ধন্যবাদ লীলাবতী দি।
শুভ কামনা।
বনলতা সেন
সময়ের সামনে বুক চিতিয়ে দাড়িয়েই সময়কে বুঝে নেব ।
হাল ছেড়ে দেয়া ঠিক না ।
ভোর হবেই ।
নীলকন্ঠ জয়
সবার দুঃসাহস দেখে ভীরু আমি আরো সাহসী হয়ে উঠলাম।
অনেক অনেক ধন্যবাদ এবং মঙ্গল কামনা।