পথের বনজ্যোৎস্না

ছাইরাছ হেলাল ১৫ মার্চ ২০১৭, বুধবার, ০২:৫৪:৩০অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

“এই যে সময়ে-অসময়ে সকালে কিম্বা রাতে
শীতে-গ্রীষ্মে-বৃষ্টিতে হাঁটাপথে হাঁটো, হেঁটে যাও হেঁটে হেঁটে,
কৈ যাও? কেন-ই বা? নিরামিষ! একঘেয়ে লাগে না?”

অপ্রস্তুত মনে আচমকা প্রশ্ন করে বসে, পথ;
এই-যে পথপাশে এত এত টলোমলো শিশিরফুল, পাখি,
লতাপাতা, বনানী আর বনজ্যোৎস্না, এ-আর কৈ-পাই!!

“ঐ-যে সেদিন পা-পিছলে হাঁটু-ছেলা হলে?”
দেখনি বুঝি!! শিশির ঝর্ণা হয়ে জল ঢেলেছিল,
বাতাস ভালোবাসার ফুঁয়ে জ্বালা জুড়িয়েছিল!
শেষ পর্যন্ত।

এমন করেই হেঁটে হেঁটে পৌঁছে যাব হাঁটা পথের শেষ প্রান্তে,
তারপর ছোট্ট এক লাফে, ঐ-পাড়ে, ও-পাড়ে, না-ফেরার দেশে;

৪৬৯জন ৪৬৯জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ