বিমুর্ত প্রহরে খুঁজে ফিরি বীভৎস গদ্যের তৎসম বিন্যাস
ধাপের পরে ধাপ, অপেক্ষার আড়ালে অপেক্ষা
হিস্টিরিয়া গ্রস্থ বাক্যেরা বশ মানতে নারাজ,
আমার আঙুলে ষোড়শী তৃষ্ণা
অভিধানের স্তন ঘাটতে থাকা তীক্ষ্ণ নখর পুরদস্তুর আদিম পুরুষ,
বিধ্বস্ত সাহিত্যের আর্তঃচিৎকার,
অতঃপর সাগর সঙ্গম।
আজ আমি জন্ম দিব পঙতি নামক বুক বিলাস।
১১টি মন্তব্য
নীলকন্ঠ জয়
আজ আমি জন্ম দিব পঙতি নামক বুক বিলাস।
বাহ চমৎকার !
শুভেচ্ছা কবি।
আবু জাঈদ
ধন্যবাদ বন্ধু
প্রজন্ম ৭১
দিন জন্ম , আমরা পড়ে হই ধন্য । সুন্দর (y)
আবু জাঈদ
পড়ে ধন্য হবেন কিনা জানিনা তবে লিখব
খসড়া
সর্বনাশ, প্রজন্ম ৭১ বলেছে —-
দিন জন্ম , আমরা পড়ে হই ধন্য ।
যাযাবর
খসড়া বলেছেনঃ সর্বনাশ, প্রজন্ম ৭১ বলেছে —-
দিন জন্ম , আমরা পড়ে হই ধন্য । (y) (y)
জিসান শা ইকরাম
চমৎকার —
রিমি রুম্মান
সুন্দর লিখেছিস রে__
আবু জাঈদ
তুই কোথেকে এলি রে, দারুণ ভাল লাগল তোর কমেন্ট পড়ে 🙂
জিসান শা ইকরাম
অনেক দিন পর একান্ত আপন কারো সাথে হঠাত দেখা হলে যেমন হয় , আপনাদের দুজনের মন্তব্য জবাব দেখে তেমন লাগলো 🙂
জগতটা আসলে খুবই ছোট , দেখা হয়ে যায় প্রিয় মানুষদের সাথে ঘুড়তে ঘুড়তে । -{@ -{@
আবু জাঈদ
হুম, আমার লেখা তৃপ্ত পড়তেই ও এখানে রেজিস্ট্রেশন করেছে, ও নিজে খুব ভাল লিখে, ছোট গল্প , কবিতা , হুম ওকে দেখে আমি অবশ্যই খুশি 🙂