পক্ষ বিপক্ষ

নিতাই বাবু ১০ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ১০:০৬:১৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

পক্ষ- বিপক্ষ পরোক্ষ নিরপক্ষ
যা-ই থাকুক পক্ষে আর বিপক্ষে
যেতে চায় যাক-না সে পরোক্ষে
আমি থাকি নিরিবিলি নিরপক্ষে।

কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ দক্ষ অদক্ষ
দেখাবো দক্ষতা পূজিবো অধ্যক্ষে
ত্যাগে অজ্ঞানতা অর্জিত জ্ঞানে
থাকবো সদা ন্যায়ের পক্ষে।

অক্ষর নিরক্ষর শিক্ষা দীক্ষা
আহরণে শিক্ষা করবোনা ভিক্ষা
অর্জনে শিক্ষা মিটাবো ক্ষুধা
গুরুর বাক্যে শিষ্যের শিক্ষা।

ছবি সংগ্রহ ইন্টারনেট থেকে।

৬৮৫জন ৫৫২জন

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ