নূর হোসেন কবরে নয়; এবার রাজপথে চলে এসো,
রাজপথ আবার মুখরিত।
হুকুমের চাকর নব্য রাজাকারের দলেরা আবার হুঙ্কার দিয়েছে!
আত্মাহুতি নয়; বোধ মুক্তিতে তুমি বেরিয়ে এসো।
নূর হোসেন তুমি একাত্তর নও;
নও সেই নব্বই!
তুমি এবার একাত্ম হও;
আমরা তোমার স্মরণ লই!
কতোটা বেপরোয়া হলে তোমায় ডাকি
তুমি কি তা বুঝতে পারো!
যারা মারছে আর যারা মড়ছে
ওরা আমার মতো কারো ভাই বা
প্রিয় কারো আত্মীয়!
নূর হোসেন তুমি ফিরে এসো!
হুকুমকারীর হায়েনারা আজ আবারো সংহত,
রাজনীতির মাঠে ক্ষমতানীতির ছোবলে
গণতন্ত্রের মাথা নত।
নূর হোসেন তুমি আমার বোধ হয়ে এসো।
‘গণতন্ত্র মুক্তি পাক’ হৃদয়ে লিখে
জাতির পতাকায় মাথা উঁচু করে দেই আবারো!
নূর হোসেন তুমি জাতির পিতার বেশে এসো
নূর হোসেন তুমি সেনাপ্রধানের কন্ঠে মুক্তির বাণী নিয়ে ফেরো।
নূর হোসেন, কবর থেকে ডেকে নিয়ে
জাতির কাছে আমি লজ্জিত।
১৯টি মন্তব্য
সায়ন্তনু
আবার বুঝি গুল্লি দেবেন !
ভোরের শিশির নীতেশ
না… এইবার বেয়নেটের সামনের বদলে কলমের সামনে নূর হোসেন জেগেছে… পরিবর্তন এসেছে অবশ্যই… আরো আসবে।
জিসান শা ইকরাম
নুর হোসেনকে আমরা কবর দিয়েছি
আমাদের স্বার্থের কারনেই তাঁকে আমরা আর জাগাবো না ।
ভোরের শিশির নীতেশ
শরীর জাগবে না কিন্তু স্বত্বা ঠিকই জাগে…
মোঃ মজিবর রহমান
আর কত নুর হোসেন চান। একাত্তরে
নুরের সন্মান দিয়েছেন, না ।
আর কত নুর হসেন দেবে রক্ত।
ভোরের শিশির নীতেশ
সবাই শরীরী ণুর হোসেনেই ডূবে আছেন দেখছি… একটা মানুষের আত্মত্যাগ শরীরী হলে মজে পঁচে যায়, কিন্তু তার স্বত্বা তো পঁচে না, সেটাকে জাগাতে হয় বারেবারে…
আমি দিয়েছি সম্মান একাত্তরের নূরের, দিয়েছি নব্বইয়ের, দিচ্ছি এখনকারও।
মোঃ মজিবর রহমান
আমাদের জন্য কত?
ভোরের শিশির নীতেশ
যতবার প্রয়োজন ততবার।
মোঃ মজিবর রহমান
নিজের আত্ববধেই বাধে দাদা।
মোঃ মজিবর রহমান
তাকে সন্মান করি অন্তরের অন্তস্থল থেকে
তাঁকে আত্বার বাধনে বেধে রাখব রেখেছি।
ভোরের শিশির নীতেশ
জ্বী, তাই বাঁধছি আবারো সবাই মিলে 🙂
নুসরাত মৌরিন
নূর হোসেনরা আসে সময়ে সময়ে।
কিন্তু আমরা তো পারি না নূর হোসেনদের লালন করতে,বাঁচিয়ে রাখতে।
দিন শেষে আমরাই আবার নুর হোসেনদের মাটি চাপা দিয়ে গরম চায়ের উত্তাপে নির্বিবাদী সুখী স্বার্থপর মানুষ হয়ে সব ভুলে যাই।
ভোরের শিশির নীতেশ
তবুও ‘নূর হোসেন’ ফিরে আসে প্রতিবারে সময়ের দাবীতে, হয়তো বা কলমের খোঁচায় অথবা জ্ঞানের মশাল হাতে। 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
নূর হোসেন একটি নাম হাজারো কন্ঠের প্রতিবাদ।
এখন আশায় বুক বাধি কবে আবার জেগে উঠবে এমন নূর হোসেন যারা গণতন্ত্রকে স্হির রাখবে।
ভোরের শিশির নীতেশ
ঠিক 😀
আজিজুল ইসলাম
নুর হোসেনের রক্তদান বিফলতায় পর্যবসিত হচ্ছে। আসলে এদেশ সমাজকে ভাল করতে হলে আমাদের অনেককে নুর হোসেন হতে হবে।
নতুবা কোনদিনই এদেশ অধিকাংশ মানুষের প্রত্যাশার জায়গায় দাঁড়াবেনা।
ভোরের শিশির নীতেশ
আমাদের মানসিকতায় নূর হোসেনের মতো সচেতন ও নিঃস্বার্থতা চাই।
শুন্য শুন্যালয়
কিসের জন্য আবার তার মৃত্যু চাই? বেইমান মানুষ শুদ্ধতার রক্তের দাম কতটাই দিতে পেরেছি?
ভোরের শিশির নীতেশ
মৃত্যুকে নয়, তাঁর অস্তিত্বকেই চাই… ‘নূর হোসেন’ এমন একটি স্বত্বার অস্তিত্ব যার মৃতয়ু নেই 🙂