তার গায়ের নীল শার্টটি আজো আমার প্রিয়।
তাইতো নীল আমার এতো প্রিয়।
সে হারিয়ে গেছে, কিন্তু তার সেই ভালোলাগা
রেখে গেছে আমার শরীর,মন, প্রেমে;
ভালোলাগার রূপান্তর ঘটেছে ঘৃণায়,কষ্টে, দ্রোহে।
তাইতো বেদনার নীলে হয়েছি আজ কৃষ্ণকলি।
তার দেয়া কবিতার বই আজো আমার সমান প্রিয়,
তাইতো কবিতাকে ধ্যানে-জ্ঞানে,
ঘুমে-জাগরণে করেছি স্বজন।
কবিতা করেছে আমায় রিক্ত-সিক্ত প্রেমের উর্ণাজালে,
তাইতো সুখেও কষ্টের কাব্য ছুঁয়ে যায়-
হৃদয় করে চূর্ণবিচূর্ণ।
তার ভালোলাগা গুলো আজো
সযতনে রেখেছি তুলে মনের আলমারিতে ;
যখনই তার বিরহে আঁধার নামে ,
এলোমেলো হয় ভাবনাগুলো তখনই জড়িয়ে ধরি ,
আদরে ভরিয়ে রাখি তার প্রিয়গুলোকে।
সবই নিয়ে গেল নিষ্ঠুর মানুষটা,
শুধু তার ভালোলাগা গুলোকে রেখে গেল মনেরই অজান্তে,
বেদনার নীলে ভরিয়ে দিল জীবনের হরিৎ খামটা।
৩০টি মন্তব্য
সুরাইয়া পারভীন
ভালোবাসা এমনই
সময়ে আবর্তে ভালোবাসার মানুষ হারিয়ে যায়
রেখে যায় তার বদলে দেওয়া প্রিয় স্মৃতি, প্রিয় মুহূর্ত
তা আকড়ে ধরে একটা জীবন পাড়ি দেওয়া যায় অনায়াসে
চমৎকার লিখেছেন দিদি
সুরাইয়া পারভীন
আর হ্যাঁ আমিই কিন্তু প্রথম হয়েছি
উপহার দিতে ভুলে যাইয়েন না 😛😛
সুপর্ণা ফাল্গুনী
অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।🍉🍰🍵এই হলো আপনার উপহার। ধন্যবাদ আপু। ভালো থাকুন সুস্থ থাকুন
শামীম চৌধুরী
কবিতা করেছে আমায় রিক্ত-সিক্ত প্রেমের উর্ণাজালে,
তাইতো সুখেও কষ্টের কাব্য ছুঁয়ে যায়-
হৃদয় করে চূর্ণবিচূর্ণ
যথার্থই আপনার হৃদয় চূর্ন করে দিদিভাই। নইলে এমন হৃদয় নিঙরানো কবিতা আসে কি করে।
খুব ভাল লাগলো কবিতাটি।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া। সত্যিই অবাক হয়ে যাই সত্যি কি আমি পারি এমন লিখতে আপনারা যেভাবে আমাকে উৎসাহ দেন ভালো বলে! ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা
সুপায়ন বড়ুয়া
“সবই নিয়ে গেল নিষ্ঠুর মানুষটা,
শুধু তার ভালোলাগা গুলোকে রেখে গেল মনেরই অজান্তে,
বেদনার নীলে ভরিয়ে দিল জীবনের হরিৎ খামটা।”
ভালবাসা মানুষকে নি:স্ব করে আবার পুর্ণতা ও দেয়।
দিদিকে কি দিল ? তাতো হয়নি জানা।
কবিতাটা ভাল শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ঐযে দাদা নীল টাই দিয়ে গেল , তাইতো নীল আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন
প্রদীপ চক্রবর্তী
আচ্ছা বেদনার রঙ কী নীল দিদি?
ভালোবাসা, ভালোলাগা বুঝি এমনই হয়।
সুপর্ণা ফাল্গুনী
তাইতো মনে হয় দাদা। মহাদেব তো বিষপানে নীল হয়েই রইলো, ব্যথা পেলে শরীরে- রক্ত বের না হলে তখন কিন্তু ওখানে নীল হয়েই থাকে। ভালোবাসা ভালোলাগা এমনি হয় আমার জানা মতে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন
ছাইরাছ হেলাল
ইস্, কবিতার সাথে যদি এমন ভাব বিনিময় করতে পারতাম
মনোরম আলমারিতে লুকিয়ে!
সুপর্ণা ফাল্গুনী
আপনি কি ভাব করবেন , কবিতা নিজেই তো আপনার লেখনীতে ধরা দেয় ভালোবেসে? আর আমরা তো জোর করে নিয়ে আসি☹️☹️ তাও আসতে চায় না। আপনার মন্তব্যে মজা পাই অনেক। ভালো থাকবেন সুস্থ থাকবেন
পার্থ সারথি পোদ্দার
“বেদনার নীলে ভরিয়ে দিল জীবনের হরিৎ খামটা” কোট করার মত পংক্তি।”নীলের প্রেমে বেদনার ছাপ রেখে গেল।ভালো লাগল,দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। এমন সুন্দর মন্তব্য পেলে কার না ভালো লাগে! ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদেই থাকবেন।
ফয়জুল মহী
অত্যন্ত মনোমুগ্ধকর।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো লাগলো মন্তব্য। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
সাবিনা ইয়াসমিন
তার গায়ের নীল শার্টটি আজো আমার প্রিয়।
তাইতো নীল আমার এতো প্রিয়।
সে হারিয়ে গেছে, কিন্তু তার সেই ভালোলাগা
রেখে গেছে আমার শরীর,মন, প্রেমে;…
আমি হলে তার নীল শার্ট খুলে আমার কাছেই রেখে দিতাম। যখনই তার স্মৃতিরা মনের অলি-গলি মাড়িয়ে যেতো, তখনই সেটা গায়ে জড়িয়ে নিতাম। তার বিরহে কৃষ্ণকলি না হয়ে হতাম নীল-নীলাম্বরী 🙂
প্রেমে-ঘৃণায়-দ্রোহে যে রাখে হৃদয়ে পুষে,
সেই ভালোবাসে উজাড় করে, শত আঙ্গিকে..
উর্ণাজাল! শব্দটা এতবার পড়ে পড়ে ক্রাশ খেয়ে গেছিলাম মহারাজের অবদানে। আপনি আবার মনে ধরিয়ে দিলেন!
শুভ কামনা অনেক অনেক 🌹🌹
সুরাইয়া পারভীন
আমি হলে তার নীল শার্ট খুলে আমার কাছেই রেখে দিতাম। যখনই তার স্মৃতিরা মনের অলি-গলি মাড়িয়ে যেতো, তখনই সেটা গায়ে জড়িয়ে নিতাম। তার বিরহে কৃষ্ণকলি না হয়ে হতাম নীল-নীলাম্বরী
আহ্! সেই হয়েছে😏😏
আমিও তাই করতাম আপু😛😛
সুপর্ণা ফাল্গুনী
🙂🙂 খুউব ভালো লেগেছে মন্তব্য , মতামত। ইস আপনার বুদ্ধিটা কেন মনে আসলো না? 😋😋 শার্টটা খুলে রাখলে উদাম হয়ে কেমনে যেত বাড়ী, পড়তো কী শাড়ি? ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো আপনার জন্য ও
হালিম নজরুল
সুখেও কষ্টের কাব্য ছুঁয়ে যায়।
তার মানে আপনি আসল কবি।
সুপর্ণা ফাল্গুনী
তাই নাকি ভাইয়া! অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন
দালান জাহান
সুখটা এমনই খোদাইকৃত দুঃখ নিয়ে বসে থাকে
যখন সবাই চলে যায় তখন শুধু নড়েচড়ে উঠে। অত্যন্ত সুন্দর লিখেছেন। খুব উপভোগ করেছি।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যে ভালো লাগা জানিয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া । ভালো থাকবেন সুস্থ থাকবেন
শান্ত চৌধুরী
ভালোবাসাময় হউক জীবন প্রবাহ
শুভ কামনা সতত
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
তৌহিদ
নীল আমারও প্রিয় রঙ দিদিভাই। চমৎকারকরে আপনি যেভাবে লিখেছেন আমি পারতামনা। ভালো থাকুন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন
জিসান শা ইকরাম
কবিতা দিন দিন ভালো হচ্ছে।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
আপনাদের অনুপ্রেরণা ও আশীর্বাদে দাদাভাই। ভালো থাকবেন
সঞ্জয় মালাকার
প্রিয় স্মৃতি, প্রিয় মুহূর্ত
তা আকড়ে ধরে একটা জীবন পাড়ি দেওয়া, কিন্তু
দিয়ে যাওয়া বেদনা ভুলে থাকা যায় না।
তার গায়ের নীল শার্টটি আজো আমার প্রিয়।
চমৎকার লেখা দিদি, ভালো থাকবেন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। খুব ভালো লাগলো মন্তব্য। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো