নীলের প্রেমে

সুপর্ণা ফাল্গুনী ৬ জুন ২০২০, শনিবার, ০৮:৫৯:৪১অপরাহ্ন কবিতা ৩০ মন্তব্য

তার গায়ের নীল শার্টটি আজো আমার প্রিয়।
তাইতো নীল আমার এতো প্রিয়।
সে হারিয়ে গেছে, কিন্তু তার সেই ভালোলাগা
রেখে গেছে আমার শরীর,মন, প্রেমে;
ভালোলাগার রূপান্তর ঘটেছে ঘৃণায়,কষ্টে, দ্রোহে।
তাইতো বেদনার নীলে হয়েছি আজ কৃষ্ণকলি।
তার দেয়া কবিতার বই আজো আমার সমান প্রিয়,
তাইতো কবিতাকে ধ্যানে-জ্ঞানে,
ঘুমে-জাগরণে করেছি স্বজন।

কবিতা করেছে আমায় রিক্ত-সিক্ত প্রেমের উর্ণাজালে,
তাইতো সুখেও কষ্টের কাব্য ছুঁয়ে যায়-
হৃদয় করে চূর্ণবিচূর্ণ।
তার ভালোলাগা গুলো আজো
সযতনে রেখেছি তুলে মনের আলমারিতে ;
যখনই তার বিরহে আঁধার নামে ,
এলোমেলো হয় ভাবনাগুলো তখনই জড়িয়ে ধরি ,
আদরে ভরিয়ে রাখি তার প্রিয়গুলোকে।
সবই নিয়ে গেল নিষ্ঠুর মানুষটা,
শুধু তার ভালোলাগা গুলোকে রেখে গেল মনেরই অজান্তে,
বেদনার নীলে ভরিয়ে দিল জীবনের হরিৎ খামটা।

৬৫৬জন ৪৬৭জন
0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ