নীলিমা, তোমায় আর লিখব না,
এ চিঠিই যেন শেষ চিঠি হয়।
এ চিঠি ভাসিয়ে দিব জলে;
শুন্যে অথবা দুরন্ত খোলা হাওয়ায়।
নীলিমা, তোমায় আর ডাকবনা,
এ ডাক যদি নাইবা শুনতে চাও।
আমার কথাকলি ধ্বনিত হবে-
তোমার কানে কানে, যে দিগন্তেই হারাও।
নীলিমা, তোমায় আর ভাবব না,
এ ভাবনায় দুঃখ পেতে হয়।
আমার ভাবনা মুছে ফেলব-
তোমার দোয়ারে কিংবা দুঃস্মৃতির আঙিনায়।
নিলিমা, তোমায় ভালো আর বাসব না,
এ ভালোবাসায় স্বার্থপরতারই ঠাই।
আমার ভালোবাসার কফিনে-
তোমার স্মৃতিকে দিলাম ফেলে,জানালাম বিদায়।
~নীলকন্ঠ জয়।
২৬/০৯/১৩ ইং, সকাল ১০টা ৫০ মিনিট।
১৪টি মন্তব্য
লীলাবতী
শেষ চিঠি কেন হবে ভাইয়া ? এমন সুন্দর লেখা প্রতিদিন চাই ।
নীলকন্ঠ জয়
প্রতিদিন লিখতে পারবো কিনা জানিনা। সে হাত আমার নেই। তবে নিয়মিত থাকব,সবার লেখা পড়বো কথা দিলাম।
অনেক ধন্যবাদ। শুভ কামনা।
তওসীফ সাদাত
আমার ভালোবাসার কফিনে-
তোমার স্মৃতিকে দিলাম ফেলে,জানালাম বিদায়।
ভাল করেছেন। অনুপ্রাণিত আমিও !!
নীলকন্ঠ জয়
অনুপ্রেরণা দাতা হিসেবে আখ্যায়িত হয়ে ভালোই লাগছে।
শুভ কামনা।
ব্লগার সজীব
লীলাবতী বলেছেনঃ শেষ চিঠি কেন হবে ভাইয়া ? এমন সুন্দর লেখা প্রতিদিন চাই । সহমত 🙂
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ ব্লগার সজীব ভাইকে।
মঙ্গল কামনা।
ছাইরাছ হেলাল
একদম ঠিক কাজটিই করেছেন ।
দেখবেন উল্টো পায়ে যেন আবার হেঁটে না বসেন ।
নীলকন্ঠ জয়
উলটো পায়ে হাঁটার সম্ভাবনা একদমই নেই। (-3
অনেক ধন্যবাদ। শুভ কামনা।
খসড়া
ভাল। লাগল।
নীলকন্ঠ জয়
খসড়া সাহেবকে ধন্যবাদ নিয়মিত পড়াতে আসার জন্য।
শুভ কামনা।
জিসান শা ইকরাম
কবিতা সুন্দর হইছে 🙂
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ জিসান ভাইয়া।
শুভ কামনা।
বনলতা সেন
নীলিমারা দুষ্টু হয় ,
ওদের এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ ।
আপনি ঠিক কাজটি করেছেন ।
শুনেছি ন্যাড়া অনেকবার বেল গাছ দেখে ।
নীলকন্ঠ জয়
বনলতা দি ন্যাড়া বেল গাছ অনেকবার দেখলেও বেলতলায় একবারই যায়। এখন বেলগাছ দেখেতো ভীষম ভয় পাই।
অনেক ধন্যবাদ।
শুভকামনা।