নীরা—–/অরুণিমা মন্ডল দাস

নীরার সকাল হয় গালিগালাজ তে

দুপুর হয় ডালভাতে
বিকেল হয় চানাচুরে
সন্ধ্যা হয় মামাতো দাদা জ্যামাই
দের ইয়ার্কি ফ্যাজলামোতে
নীরা স্কুলে যাওয়া ছেড়েছে মাধ্যমিকের পর
ছেলেরা দেখতে আসে
কালো বলে
টাকা দিয়ে চলে যায়
দুল বালা বাউটি গলার হার
বিয়েতে লাগবে
যতই হোক দুশো জন
খাওয়াতে হবে
বিয়ে দিতে হবে
বিয়ে?
না খেতে পেলেও বিয়ে?
যৌনসুখ?
বংশ?
কি সৃস্টি তুমি তৈরী করলে ভগবান!

৬৮৬জন ৫৮৩জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ