নীরা—–/অরুণিমা মন্ডল দাস
নীরার সকাল হয় গালিগালাজ তে
দুপুর হয় ডালভাতে
বিকেল হয় চানাচুরে
সন্ধ্যা হয় মামাতো দাদা জ্যামাই
দের ইয়ার্কি ফ্যাজলামোতে
নীরা স্কুলে যাওয়া ছেড়েছে মাধ্যমিকের পর
ছেলেরা দেখতে আসে
কালো বলে
টাকা দিয়ে চলে যায়
দুল বালা বাউটি গলার হার
বিয়েতে লাগবে
যতই হোক দুশো জন
খাওয়াতে হবে
বিয়ে দিতে হবে
বিয়ে?
না খেতে পেলেও বিয়ে?
যৌনসুখ?
বংশ?
কি সৃস্টি তুমি তৈরী করলে ভগবান!
১৪টি মন্তব্য
নাজমুল হুদা
বাস্তবতার মুখোমুখি নীরা, সৃষ্টির নিয়মে।
অরুণিমা মন্ডল দাস
যা বলেছেন ধন্যবাদ। নীরারা আজ বড্ড অসহায়।
শাহরিন
মেয়েদের জীবন এমনই।
অরুণিমা মন্ডল দাস
যা বলেছেন ধন্যবাদ। নীরারা আজ বড্ড অসহায়।
ছাইরাছ হেলাল
খুব কঠিনতম প্রশ্ন তুলে ধরেছেন।
অরুণিমা মন্ডল দাস
যা বলেছেন ধন্যবাদ। নীরারা আজ বড্ড অসহায়।
মনির হোসেন মমি
জবাব নেই।কেনই বা করলে সৃষ্টি!
অরুণিমা মন্ডল দাস
যা বলেছেন ধন্যবাদ। নীরারা আজ বড্ড অসহায়।
তৌহিদ
প্রশ্নগুলির উত্তর যদি কেউ দিত!! সংসারে কিংবা পরিবারের বিবাহযোগ্য নারীদের বুঝি এভাবেই সব সহ্য করার মানসিকতা দিয়েই বিধাতা পৃথিবীতে পাঠিয়েছেন।
অরুণিমা মন্ডল দাস
যা বলেছেন ধন্যবাদ। নীরারা আজ বড্ড অসহায়।
জিসান শা ইকরাম
এটিই আমাদের সামাজিক নিয়ম, এর বাইরে কি আমরা যেতে পারবো?
রাফি আরাফাত
হয়তো মানতে কষ্ট হলেও আমাদের মানতে হবে। আমরা নিয়মে আবদ্ধ
শামীম চৌধুরী
দিদি নীরাদের এত অসহায় করে রেখেছেন কেন?
আলমগীর সরকার লিটন
বেশ কয়কটা লেখা পড়লাম দিদি আসলেই অসাধারণ লেখেন
চেষ্টা করছি আরও গভীর গিয়ে লেখা———-