আমার একটু আকাশ চাই।
খুব বেশি না এক টুকরো,
অতল বুকে ঘনিয়ে ওঠা বাষ্প গুলো,
বৃষ্টি করে ঝরিয়ে দেয়ার-
এক চিলতে নিজের আকাশ।
প্রতিদিনের জীবনটাতো পরিপাটি বেশ,
অভ্যস্ত রোজনামচার দাস বনেছি।
হৃদয়ের ঘুলঘলি আর কড়িকাঠে
বাদুর ঝোলা ঝুলতে দেখি –
জীবন থেকে কুড়ানো সব
সুখদুঃখের ঝুলকালি।
একটু যদি আকাশ পেতাম
বুক খালি করা নিঃশ্বাষে এক
উজাড় করে সরিয়ে দিতাম।
না বলা এই কথারা সব মেঘ হতে তাই
একটু খানি আাকাশ চাই,
নিজের আকাশ।
২৮টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
নিন দিয়ে দিলাম পুরো নীল আকাশটাকে -{@
সালমা আক্তার মনি
মমি ভাইয়া অনেক ধন্যবাদ।
খসড়া
আমারতো শুধু এই আকাশটাই আছে।
সালমা আক্তার মনি
ইস আমার যদি একটু থাকতো!
রিমি রুম্মান
একটু খানি আকাশ হোক, নিজের আকাশ
যাক চলে যাক সেই আকাশের সকল দীর্ঘশ্বাস 🙂
সোনেলা’য় তোমাকে দেখে ভীষণ ভাল লাগছে।
ভাল থেকো, অনেক ভাল। -{@
সালমা আক্তার মনি
তুমি আমার লেখা পড়ে আবার মন্তব্যও করেছো আপু। অনেক অনেক ধন্যবাদ।
জিসান শা ইকরাম
নিজের একটুখানি আকাশ আমরা সবাই চাই
কেউ গুছিয়ে বলতে পারেন,কেউ পারেন না
আপনি বেশ সুন্দর করে গুছিয়ে লিখেছেন
এমন একটুখানি আকাশ হোক আপনার।
শুভকামনা -{@
সালমা আক্তার মনি
ধন্যবাদ ভাইয়া, আমি ভেবেছিলাম আপনি বুঝি রাগ করলেন! অনেক ধন্যবাদ চিন্তা মুক্ত করার জন্য
জিসান শা ইকরাম
না না রাগ করব কেন?
শুভাকাংখি আমরা সবাই।
ইলিয়াস মাসুদ
বৃষ্টি করে ঝরিয়ে দেয়ার-
এক চিলতে নিজের আকাশ।
বাহ, খুব সুন্দর, সত্যি সত্যি যদি একটুখানি আকাশ থাকতো…….
সব দুঃখ গুলো ঝরানো যেতো 🙂
সালমা আক্তার মনি
ধন্যবাদ ভাইয়া, অনেক খুশি হয়েছি ভালো লেগেছে বলে! সবসময় সাথে থাকবেন ভাইয়া
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
দারূণ
ভাল লেগেছে অনেক
সালমা আক্তার মনি
ধন্যবাদ, শুভ কামনা
আবু খায়ের আনিছ
নিজের এক টুকরো আকাশ চাই আমার
সাজিয়ে নিব নিজের ইচ্ছে মত
মেঘ বা রোদ, অন্ধকার বা উজ্জল আলোয় আলোকিত
সুখের বা দুঃখের বৃষ্টি হবে ইচ্ছে মত।
সালমা আক্তার মনি
সত্যিই নিজের একটু আকাশ খুব প্রয়োজন! ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
দেখুন, আমাদের এখানে আকাশ নিয়ে খুব টানাটানি,
সবার ই নিজের মত করে চাই ই। আকাশ বেচারীর তো মহা বিপদ,
সবারই ‘নিজের একটু আকাশ চাই’ চলছে।
ব্যাপার না, আপনি তা পাবেন ই।
একান্তের নিবিড় নিঃশ্বাস-প্রশ্বাসে আমাদের আকাশের কাছে যেতেই হয়।
আবু খায়ের আনিছ
আকাশ ত আর এইটুকুন না, সবাই পাবে তবে আগে লেখক পেয়ে নিক তারপর বাকীরা পাবে। হেলাল ভাই এর সিরিয়াল সবার শেষে যদিও তিনি চাইতেছেন না আপাদত কিন্তু চাইতে কতক্ষণ। হা হা হা
সালমা আক্তার মনি
“নিজের একটু আকাশ চাই ” এটা আসলে সবার ই চাওয়া। এই আকাশ আসলে একান্ত নিজের একটু স্বাধীনতা যা সব ধরনের ভালোবাসার বাঁধনের মধ্যে থেকেও একটু নিজের করে নিঃশ্বাস নেওয়ার সময়টুকু।
সবার এই একান্ত সময়টুকু থাকুক। শুভ কামনা সবার জন্য।
মুহাম্মদ আরিফ হোসেইন
খুব বেশি না এক টুকরো,
অতল বুকে ঘনিয়ে ওঠা বাষ্প গুলো,
বৃষ্টি করে ঝরিয়ে দেয়ার-
এক চিলতে নিজের আকাশ।
বাহ্! কবিতার গভীর ভাব অনেক ভালো লাগলো। এত সুন্দর ভাবনা কিভাবে আসে!!!
সালমা আক্তার মনি
আরিফ ভাইয়া অনেক ধন্যবাদ। কবিতা হয় কিনা জানি না আপনার ভালো লেগেছে বলে ভালো লাগলো। সবসময় সাথে থাকবেন ভাইয়া।
মুহাম্মদ আরিফ হোসেইন
অবশ্যই আপু।
সাথে আছি।
আপনার এত সুন্দর কবিতার সঙ্গ কখনো ত্যাগ করিবো না।
অনিকেত নন্দিনী
নিজের করে এক টুকরো আকাশ পেলে মন্দ হতোনা তবে ঝামেলাও কম হতোনা। আকাশ খালি বৃষ্টি ঝরায়না, বজ্রপাতে জ্বালিয়েও দেয়।
অল্প কথায় খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন।
শুভকামনা রইলো। -{@
সালমা আক্তার মনি
অনেক ধন্যবাদ আপনাকে, সাথে থাকবেন সবসময়
অনিকেত নন্দিনী
আছি, থাকবোও আশা করি। 🙂
ভালো থাকুন, আমাদের সাথেই থাকুন, এখানে লিখতে থাকুন। -{@
নীলাঞ্জনা নীলা
আপনি অনেক ভালো লেখেন।
সালমা আক্তার মনি
নীলা আপু সত্যিই বলছি হাবি জাবি লিখি আমি। আপনারা সবাই এত উৎসাহ দেন দেখে খুব আনন্দ পাই।
সালমা আক্তার মনি
নীলা আপু আপনাকে আবার লিখছি কারন মনে হলো লেখাটা বুঝাতে পারিনি, এখানে সবাই এত্তো ভালো লেখেন আমার বরঃ লেখা দিতে লজ্জাই লাগে।
নীলাঞ্জনা নীলা
গানটা শুনুন
https://www.youtube.com/watch?v=hb9Lm9Hn7R4