নিজের একটু আকাশ চাই

সালমা আক্তার মনি ৩ মার্চ ২০১৬, বৃহস্পতিবার, ০৪:৪০:১৬অপরাহ্ন বিবিধ ২৮ মন্তব্য

আমার একটু আকাশ চাই।
খুব বেশি না এক টুকরো,
অতল বুকে ঘনিয়ে ওঠা বাষ্প গুলো,
বৃষ্টি করে ঝরিয়ে দেয়ার-
এক চিলতে নিজের আকাশ।
প্রতিদিনের জীবনটাতো পরিপাটি বেশ,
অভ্যস্ত রোজনামচার দাস বনেছি।
হৃদয়ের ঘুলঘলি আর কড়িকাঠে
বাদুর ঝোলা ঝুলতে দেখি –
জীবন থেকে কুড়ানো সব
সুখদুঃখের ঝুলকালি।
একটু যদি আকাশ পেতাম
বুক খালি করা নিঃশ্বাষে এক
উজাড় করে সরিয়ে দিতাম।
না বলা এই কথারা সব মেঘ হতে তাই
একটু খানি আাকাশ চাই,
নিজের আকাশ।

৪৯৫জন ৪৯৪জন

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ