নবাঙ্কুর

রিতু জাহান ২৮ নভেম্বর ২০১৮, বুধবার, ১১:২৫:১৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

জলের চলা, এই যে জোয়ার ভাটা
সে কি নদীর দোষ?
নাকি ঐ পাহাড়ের, নাকি চাঁদের
নাকি সমুদ্রেরের ডাক
নাকি ঐ শিশিরের
নাকি ঐ মেঘের
নাকি, শাশ্বত নিয়মে চলা ভূমির এ বন্ধুর পথ?
আঁকাবাঁকা, উঁচুনিচু কখনো বা সমতল।
ভাটির টানে জল নামে সমুদ্রের টানে
বড় প্রেমে
অপ্রেমে সে জল উছলায় জোয়ারের টানে।
ভূমির তবে হাত কোথায়,
ওঠানামা এ জলের নিয়মে?
নাকি আমার উচ্ছসিত কান্নার বেগ,
যা অবরোধ করতে পারিনি বিহ্বল কোনো মুহূর্তে।
এ গৃহস্থ ঘর, এ সংস্কার কিংবা আরো কিছু।
এসব জলেই তবে কি নদীর সৃষ্টি?
কি ভাবছো? এলোমেলো যত্রতত্র কথার মালা?
তবে এসো হাত পাতো, শিশিরের এক শব্দ গাঁথ।
গেঁথে নিও গোধূলীর মূর্ছা পতন,
শিউলী কুঁড়ির নবাঙ্কুর প্রেম।

,,রিতু,, কুড়িগ্রাম।

৫০৭জন ৫০৫জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ