জলের চলা, এই যে জোয়ার ভাটা
সে কি নদীর দোষ?
নাকি ঐ পাহাড়ের, নাকি চাঁদের
নাকি সমুদ্রেরের ডাক
নাকি ঐ শিশিরের
নাকি ঐ মেঘের
নাকি, শাশ্বত নিয়মে চলা ভূমির এ বন্ধুর পথ?
আঁকাবাঁকা, উঁচুনিচু কখনো বা সমতল।
ভাটির টানে জল নামে সমুদ্রের টানে
বড় প্রেমে
অপ্রেমে সে জল উছলায় জোয়ারের টানে।
ভূমির তবে হাত কোথায়,
ওঠানামা এ জলের নিয়মে?
নাকি আমার উচ্ছসিত কান্নার বেগ,
যা অবরোধ করতে পারিনি বিহ্বল কোনো মুহূর্তে।
এ গৃহস্থ ঘর, এ সংস্কার কিংবা আরো কিছু।
এসব জলেই তবে কি নদীর সৃষ্টি?
কি ভাবছো? এলোমেলো যত্রতত্র কথার মালা?
তবে এসো হাত পাতো, শিশিরের এক শব্দ গাঁথ।
গেঁথে নিও গোধূলীর মূর্ছা পতন,
শিউলী কুঁড়ির নবাঙ্কুর প্রেম।
,,রিতু,, কুড়িগ্রাম।
১৮টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
“তবে এসো হাত পাতো, শিশিরের এক শব্দ গাঁথো।”—-পুরো কবিতা এই একটা লাইনেই আটকে গেছে। আর কিছু বলারই প্রয়োজন ছিলোনা।
শান্তসুন্দরী আপু অনবদ্য!
রিতু জাহান
ভালবাসা নিও আপু। ভালবাসায় রেখো। -{@ (3
ইঞ্জা
আপু, ভাইটিকে মুগ্ধ করে ফেললেন। -{@
রিতু জাহান
অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকুন সব সময়। দোয়ায় রাখবেন এমন করে জানি। তাই তো ভরসা পাই।
ইঞ্জা
দোয়া সবসময় আপু।
মাহমুদ আল মেহেদী
নিখুঁত লেখনি মুগ্ধ না হয়ে কি পারা যায়!
রিতু জাহান
অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকুন সব সময়। লেখা দিচ্ছেন না কেনো ভাই।
ব্লগটাকে জমিয়ে রাখুন। আপনার উঠোন আপনি যদি সন্ধাবাতি না দেন কি করে হবে।
মাহমুদ আল মেহেদী
অনেক ধন্যবাদ আপু । একটু ব্যস্ততার ভিতর দিয়ে যাচ্ছে সময়টা। তবে লিখব আপু অনেক লেখা মাথায় ঘুর ঘুর করছে ।
ছাইরাছ হেলাল
তবে এসো হাতে হাত রাখো, শিশিরে শব্দ-মালা গাঁথি।
গেঁথে নিও গোধূলির মূর্ছা-পতন,
শিউলী-কুঁড়ির নবাঙ্কুর প্রেম/ অপ্রেমে।
এক্ষণে যদি-না আসতে পারো, তা-ও এসো,
এসো কোন এক অপেক্ষা-প্রহরে!!
আমি একটু এমন করে-ই পড়লাম!! (আপনার অনুমতি ছাড়া)
বাহ সত্যি সুন্দর-মনযোগি লেখা।
(আপনার লেখা পড়ে আমার -ই এখন লিখতে ইচ্ছে হচ্ছে!!)
রিতু জাহান
আপনি গুরু এমন করে পড়তেই পারেন। পড়লে কে ঠেকাবে?
ধন্যবাদ গুরুজী। যাক অবশেষে তো পাশ করেছি একটু হলেও।
ভালো থাকুন সব সময়।
সাবিনা ইয়াসমিন
বড় প্রেমে ,অ-প্রেমে সে জল উছলায় জোয়ারের টানে ।
ভূমির তবে হাত কোথায়,
ওঠানামা এ জলের নিয়মে ??
তাইতো !! জলে – জোয়ারের প্রেমে ভূমির ভূমিকা কি ? ভাবছি,ভাবছি কিনতু মেলাতে পারছিনা।এতো প্রশ্ন নয়,এ হলো শাস্বত প্রেমের সংলাপ।উত্তরের কোন বাধ্যবাধকতা থাকে না।শুধু জানার অভিপ্রায়। -{@ -{@ -{@
রিতু জাহান
ভুমি শুধু পথ মেলে ধরে পথ চলার।
প্রেমের চলার পথ তো এখানেই উন্মুক্ত।
আগলে রাখি শুধু আমি ঘাট বেঁধে।
বোঝা গেছে সোনা?
ভালো থাকুন আপু। স্যরি মন্তব্য দিতে দেরি হয়ে গেলো। এ লেখাটা আমি লিখেছি এটা আমার মাথাতেই ছিলো না। হায়রে! কি হবে আমার ;?
লেখা দিচ্ছ না কেনো আপু?
তৌহিদ ইসলাম
অনেক মুগ্ধতা রেখে গেলাম আপু। ভালো থাকবেন।
রিতু জাহান
ধন্যবাদ ভাই। কৃতজ্ঞতা রইলো। ভালো থাকুন সব সময়।
জিসান শা ইকরাম
অনেক সুন্দর হয়েছে,
কবিতার নামটাতেই কেমন নতুন প্রেমের আহ্বান।
রিতু জাহান
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সব সময়।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
দারুণ হয়েছে কবিতাটি -{@
রিতু জাহান
অনেক ধন্যবাদ মনির ভাই। দোয়ায় রাখবেন।