নদী দূষণ নিয়ে ভাবনা

নিতাই বাবু ২০ নভেম্বর ২০১৯, বুধবার, ০৭:৫৩:৪৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

নদীমাতৃক বাংলাদেশের রাজধানী ঢাকার চারদিকে থাকা শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী নদীগুলো ছিল আমাদের গর্ব।  বর্তমানে কিছু অসাধু শিল্পপতিরা আমাদের গর্ব করেছে খর্ব!

–শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী এগুলো কি নদী?
– না না, দেখে মনে হয় না!
–তাহলে এগুলো কী?
–এগুলো মনে হয় নর্দমা! পানিতে মিশ্রিত বিষাক্ত কেমিক্যালের কারণে পানি পান করা যায় না!

বর্তমানে নদীগুলো এখন শহরের ঢাকনা বিহীন ড্রেন!
–নদীকে ড্রেন বানাচ্ছে কারা?
–যাঁরা পারে তাঁরা!
–তা কীভাবে করছে?
–ক্ষমতার বলে আর দাপটে। শিল্পপতিদের টাকার কাছে প্রশাসন তো সবসময়ই দিশেহারা!

একসময় বাংলার এই নদীগুলোর পানি ছিল স্বচ্ছ, আয়নার মতো পরিস্কার টলটলা।
–এখনো কি টলটলা পানি?
–না, কুচকুচে কালো!
–তাহলে মানুষের উপায়?
–উপায় একমাত্র মৃত্যুই দেখা যায়! অথচ রাষ্ট্র বলছে, বর্তমানে নদীগুলোর অবস্থা নাকি খুবই ভালো!

৮৩১জন ৬৪১জন

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ