কিছু গান হৃদয়ে থেকে যায়,কিছু গান কানে ভেসে আসে,কিছু গান মুখে মুখে থাকে।
এই গানটি হৃদয়ে থেকে যাওয়া একটি গান।কথা এবং সুর হৃদয়ে বাসা বেঁধেছে গানটি যেদিন শুনেছি প্রথম তখন থেকেই।যখনই ইচ্ছে হয়ে গানকে দেখে আসি কেমন আছে সে।গান ভালোই আছে,তবে মাঝে মাঝে তাকে বিষণ্ণ দেখি,আবার প্রফুল্ল দেখি।দেখারই ত্রুটি আমার……
নদীর ওপারে ঘন কুয়াশায়
কুশায়ার ফুল কুঁড়াতে এলে
মাঝখানে আজ বহমান পানি রচে ব্যবধান
রচে ব্যবধান তোমার আমার,
রচে ব্যবধান দুই বাংলার
তাই কি এলে
ওপারের মেয়ে সব কাজ ফেলে
তাই কি এলে
কুয়াশার সেতু বাধবে বলে
তাই কি এলে
রেলগাড়ি ওই চলে গেল শোন রাত্রি চিড়ে
কথা ডুবে গেলো অতল তিমিরে
অপলক তুমি চেয়ে আছ মুখে
অপরিচিতা
কুয়াশায় গড়া অলিক মানবী
কুয়াশাবৃতা
ভেঙে-ভেঙে যায় কুয়াশার সেতু,
উঠেছে হাওয়া
মুহূর্ত যায় ছিঁড়ে
চলে গেলে গল্প-কায়া
পাগল হাওয়া
রক্তে জোয়ার হল দুর্বার
তোমাকে চাওয়া, তোমাকে চাওয়া।
কাফের, তোমাকে ভালবাসলাম বলে
ছায়া মরে গেল,
তারা নিভে গেল,
সাগর উঠল জ্বলে
মহাকাশ জুড়ে উল্কাবৃষ্টি,
শিহরিত হল সকল সৃষ্টি
পাহাড় পড়ল টলে
এ দুঃসময়, এ ঘোর প্রলয়,
কেবল তোমাকে ভালবাসলাম বলে
কাফের, তোমাকে ভালবাসলাম বলে
অকালবোধনে বসন্ত এল,
কৃষ্ণচূড়া অবনত হল ফুলে।
চরাচর জুড়ে এল হাওয়া উত্তাল,
নাচে ধমনীতে শোণিতের স্রোতে উদ্দাম মহাকাল,
কাফের, তোমাকে ভালবাসলাম বলে।
কথাঃ অপর্ণা সেন
সুরঃ দেবজ্যোতি মিশ্র
কন্ঠঃ রুপঙ্কর বাগচী
*** এই গানটি ইতিপুর্বে জিসান ভাইয়া এবং মিথুন পোষ্ট দিয়েছিলেন।একটি মুভি রিভিউ এবং অন্যটি গান হিসেবে। নীতিমালায় এই পোষ্ট অনুমোদন করে কিনা বুঝতে পারছি না।
মনটা ভালো নেই বিভিন্ন কারনে।বিরামহীন শিশু হত্যা,নিলয় নীল হত্যা এবং অন্যান্য কিছু কারন মনকে বিষন্ন করে দিয়েছে।এই গানকে নিয়ে দূরে কোথাও চলে যাবো কিনা ভাবছি।
২৪টি মন্তব্য
অরণ্য
নাহ্! দূরে কোথাও না যাওয়াই ভাল। হেডফোন কাছে থাকলে ফুল ভলিউম দিয়ে কিছুক্ষণ ফের শুনতে পারেন। সাথে আপনিও গেয়ে উঠেন গলা ছেড়ে। শুভ কামনা করা ছাড়া আর কিছু নেই। ভাল থাকবেন।
স্বপ্ন
আপনিও ভালো থাকুন ভাইয়া।
শুন্য শুন্যালয়
এ গানটি এমন এক গান, হাজার বার পোস্ট দিলেও সোনেলার নীতিমালা অনুমোদন করবে। না করলে আমরা আছিনা!! ভাংচুর শুরু করবো।
মন তো মনে হচ্ছে খুব খারাপ। গানকে দেখে আসেন ভালো আছে কিনা? বাহ, সাত পাঁকে বাঁধা পড়েছেন বুঝি। মন ভালো হয়ে যাক স্বপ্ন। এ গান নিয়ে আমাদের মধ্যেই থাকুন। আমাদের সোনেলায় পরী, ম্যাজিশিয়ান, দেবী, মাইন্ড রিডার সব আছে, আপনার মন ভালো করে দেবে। প্রতি ভোরে আমার এত প্রিয় একটা গান শুনতে পারলে বেশ হতো। অনেক ধন্যবাদ স্বপ্ন।
স্বপ্ন
জি সোনেলায় সব আছে।ভালো থাকুন আপু।
নীলাঞ্জনা নীলা
এমন গান শুনলে মনটা কেমন জানি হয়ে যায়।
খুব প্রিয় একটা গান আছে, প্রায়ই শুনি।
https://www.youtube.com/watch?v=-rp5lVUnF1o
মন ভালো হোক। আমাদের স্বপ্ন দেখাবে কে, মন খারাপ থাকলে?
-{@
ছাইরাছ হেলাল
খুব সুন্দর গান।
নীলাঞ্জনা নীলা
হতেই হবে। আমার পছন্দ সহজে কারুর অপছন্দ হয়না। :p
স্বপ্ন
খুবই সুন্দর গান আপু।ধন্যবাদ আপনাকে।
মিথুন
মন খারাপ বলে পার পাবেন ভেবেছেন? আপনি একটা পোস্ট চোর, ছবি চোর। আপনার শাস্তি হওয়া প্রয়োজন।
আমার পোস্ট টিতে বলেছিলাম আমাকে নিয়ে যদি এমন করে কেউ লিখতো। জানিনা আপনি আজ কাকে উদ্দেশ্য করে এই গান দিলেন। তবে ভালো লাগার দিন শুরু হলো। এ আমার খুব খুব প্রিয় গান।
মনে মেঘ জমতে থাকে, পরে যাই দুর্বিপাকে। আমি কিন্তু যাদু জানি, বিশ্বাস হচ্ছেনা? এই দেখুন আপনার মন ভালো করে দিচ্ছি।
“তুমি আমার বায়ান্ন তাস, শেষ দানেও আছি। তোমার জন্য ধরেছি আমার সর্বোশ্য বাজি।”
স্বপ্ন
মাঝে মাঝে দূরে কোথাও একাকী চলে গেলে মন সতেজ হয় আমার।মন ভালো হয়েছে এখন।
রিমি রুম্মান
গানটি আবারো শুনলাম। ভালোলাগা গান। দূরে পালিয়ে গেলে মন ভাল হয় বুঝি ? বেশ তো … আমিও যাবো সঙ্গী হয়ে।
স্বপ্ন
ফিরে এসেছি আপু আবার আপনাদের মাঝে।
ছাইরাছ হেলাল
নদীর ওপারে যাওয়ার ঝামেলা করার দরকার কেন?
এপারে ও কিছু কিম. নেই।
স্বপ্ন
এপারে ওপারে সবই এক।
খেয়ালী মেয়ে
আগেও শুনেছি, আবারও শুনলাম-হৃদয়ে থেকে যাওয়ার মতোই গানটি (y)
গান শুনে মনকে স্থির করার চেষ্টা করুন, হারাতে যাবেন না….
স্বপ্ন
বেড়াতে যাই মাঝে মাঝে হারাই না।
ব্লগার সজীব
প্রিয় গানটি আবার শুনলাম।ধন্যবাদ আপনাকে।এই গানটি সোনেলা সঙ্গীত করা যায় না? :p
শুন্য আপু কি ছুটিপুর নিয়ে এলেন সোনেলায়।সবাই যাই যাই বলে,সব শুন্য আপুর দোষ 😀
স্বপ্ন
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
সীমান্ত উন্মাদ
গানটা আমারও খুবই ভাললাগে।
ধন্যবাদ পোষ্টে প্রিয় গানটার জন্য।
স্বপ্ন
ধন্যবাদ উম্মাদ ভাইয়া।
শিশির কনা
লগার সজীব বলেছেনঃ এই গানটি সোনেলা সঙ্গীত করা যায় না? 🙂
স্বপ্ন
করলে ভালোই হয়।রোজ একবার গাইবো আমরা।
জিসান শা ইকরাম
গানটি শুনলাম আবারো
এটি সোনেলা সঙ্গীত হলে মন্দ হয়না 🙂
স্বপ্ন
🙂