নব বর্ষের নতুন সূর্য
আবার উঠিল ভূমে,
পুরান বছর হারিয়ে গেল
মহাকাল মহাধুমে ।
সময় চাকার নাহিকো বিরাম
আবিরাম চলে ছুটে,
মানব জীবন কুঁড়ে কুঁড়ে খায়
কালের ধরালো ঠোটে ।
হতাশ মানব বিরস মনে
আশার স্বপন বুনে,
নতুন বছর দ্রুত ফুরিয়ে
বিদায়ের দিন গোনে ।
পুরানো সকল বেদনা সুখের
স্মৃতির ফলক রেখে,
নতুন বছর যাত্রা করে
সুখের স্বপন দেখে ।
কদিন যেতেই নতুন ঝিমায়
সেই পুরাতন রোগে,
মানুষ আবার নিরাশার জালে
হতাশার বানে ভোগে ।
জানুয়ারী ২০০৯ সালে লেখা / ছবি গুগল মামু থেকে ধার নেওয়া
২৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
শুভ নববর্ষের শুভেচ্ছা অবিরাম। নতুন সূর্য উদিত হয় আবার অস্তমিত হয়, জীবনের নানান ঘাত প্রতিঘাতে সব ই চলছে প্রকৃতির নিয়ম মেনেই। ভালো লেগেছে কবিতা
কামাল উদ্দিন
নববর্ষের শুভেচ্ছা জানবেন আপু
ছাইরাছ হেলাল
আশা নিরাশার মাঝেই আমাদের জীবন, থেমে না-থাকা জীবন।
শুভেচ্ছা আপনাকে নূতন বছরের।
আপনার কবিতা দেখে আবার আপনার প্রোফাইল চেক করে বুঝলাম, আপনি আপনি-ই।
কবিতায় স্বাগতম। কা কা!!
কামাল উদ্দিন
আজ আমিও হলাম কাক বাসী 😀
সুপায়ন বড়ুয়া
“কদিন যেতেই নতুন ঝিমায়
সেই পুরাতন রোগে,
মানুষ আবার নিরাশার জালে
হতাশার বানে ভোগে । “
ওয়াও ! অসাধারন !
কষ্টের কথা বলি
এতই সাধারন ??
কামাল উদ্দিন
আমরা অনেক আশা ভরসা নিয়ে শুরু করলেও কদিন পরই দেখা যায় যেই লাউ হেই কদু………নববর্ষের শুভেচ্ছা জানবেন দাদা।
সাবিনা ইয়াসমিন
কদিন যেতেই নতুন ঝিমায়
সেই পুরাতন রোগে,
মানুষ আবার নিরাশার জালে
হতাশার বানে ভোগে ।…..
সত্যিটাই তুলে ধরেছেন। এসব নিয়েই প্রতিদিন পার হয় নতুন দিনের আশায়। আপনার লেখা কবিতা প্রথম পড়লাম। মাঝে মাঝে আরও লিখবেন ভাই।
নতুন বছরের অনাগত দিনগুলো শুভ হোক।
শুভ নববর্ষ ২০২০ 🌹🌹
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, শুভ নববর্ষ ২০২০
জিসান শা ইকরাম
কবিতা ভাল হয়েছে।
নতুন বছরের শুভেচ্ছা জানবেন 🌹 🌹
কামাল উদ্দিন
আমি কবিতার মানুষ না ভাইজান, এটা আজ থেকে দশ বছর আগে অন্য ব্লগে লিখেছিলাম তারই কপিপেষ্ট………শুভ নববর্ষ ২০২০
সুরাইয়া পারভীন
কদিন যেতেই নতুন ঝিমায়
সেই পুরাতন রোগে,
মানুষ আবার নিরাশার জালে
হতাশার বানে ভোগে ।
তবুও নতুন নতুন রূপে আসে বারে বারে
চমৎকার উপস্থাপন।
কামাল উদ্দিন
নতুন আশা নিয়েই আমাদের বেঁচে থাকা আপু………শুভ নববর্ষ ২০২০
নিতাই বাবু
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানবেন।
কামাল উদ্দিন
আপনাকেও নববর্ষের শুভেচ্ছা দাদা।
মোঃ মজিবর রহমান
কামাল ভাই নতুন সুর্য্য উঠার আগেই পোস্ট দিলেন ভাই।
নতুন বছর সবাই কপালে সুভাগ্য হোক।
কামাল উদ্দিন
হুমম, একটু অগ্রীমই দিয়া দিলাম ভাই 😀
মোঃ মজিবর রহমান
নব বর্ষের শুভেচ্ছা কামাল ভাই।
রাফি আরাফাত
নতুন বছরের শুভেচ্ছা ভাই। মুছে যাক সব গ্লানি, ভালো মানুষটা যেন ২০২০ এ হতে পারি।
ভালো থাকবেন
কামাল উদ্দিন
ধন্যবাদ রাফি ভাই, আপনিও ভালো থাকুন, সব সময়।
রুমন আশরাফ
নতুন বছরের শুভেচ্ছা রইলো।
কামাল উদ্দিন
আপনার জন্যও নতুন বছরের শুভেচ্ছা
তৌহিদ
শেষ পর্যন্ত আপনিও কবিতার ঘরে নাম লেখালেন কবি? সোনেলায় কবিদের অবাধ বিচরন মনে ভয় ঢুকিয়ে দিচ্ছে। এইবার বুঝি পালাতেই হবে।
নববর্ষের শুভেচ্ছা রইল ভাই। কবিতা ভালো লেগেছে।
কামাল উদ্দিন
হুমম, কাক-বাসী হয়েই গেলাম তৌহিদ ভাই 😀
সঞ্জয় মালাকার
দাদা চমৎকার লেখা, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন আপনার জন্য শুভ কামনা রইলো।
পুরানো সকল বেদনা সুখের
স্মৃতির ফলক রেখে,
নতুন বছর যাত্রা করে
সুখের স্বপন দেখে ।
কদিন যেতেই নতুন ঝিমায়
সেই পুরাতন রোগে,
মানুষ আবার নিরাশার জালে
হতাশার বানে ভোগে ।
কামাল উদ্দিন
ধন্যবাদ দাদা, এটা আমার ১০ বছরের পুরোনো লেখা, এখন আর আপনাদের মতো কাব্য চর্চার সাহস পাই না।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা,
দাদা আপনি চমৎকার কাব্য লেখে, আপনার মতো আমরা হতেগেলে আর কত বছর লাগবে ঠিক জানিনা, যা কিছুশিখেছি তা তো আপদের কাছে থেকে, শুভ কামনা দাদা দিনে শেষ শুভেচ্ছা রইলো।
কামাল উদ্দিন
বলেন কি দাদা!!!!!!!!
ছাইরাছ হেলাল
মহাকালের নিকুচি করে কিছুই হারাতে দেব না।
কামাল উদ্দিন
সব কিছু ধরে রাখতে পারলে তো ভালো, তবে করোনাকে হারাতেই হবে বড় ভাই।