ধূসর পান্ডুলিপি আর খুচরা পদাবলিতে সে বিরহের কথা আজ আর লেখা হয় না।
তুমি গঙ্গার বয়ে চলা স্রোতকে আজও অনুভব করতে পারো নি তাহলে কেমন করে প্রেমিক হবে?
তুমি একবারও নিশিযাপন করে অনুভব করো নি অপরাজিতার গন্ধ।
শূন্যের মাঝে তোমার ছায়াচিত্র দিয়ে যে আল্পনা আঁকা সেটা আজ অশোকের ফুলে ডাকা।
ভিজে যাওয়া বর্ষার পত্রবৃন্তের নির্যাসকে অনুভব করো।
একবার ভাবনায় রূপ দাও।
আমি তোমার কল্পনায় পূর্ণতা এনে দেব।
একবার আমায় অক্ষিপটে রাখো।
তোমার অশ্রু আগমনী পথ আমি রুদ্ধ করে দেবো।
এ ভরা বর্ষায় পিপাসিত পাহাড়ের ধারিত ঝর্ণা হও। আমি সবুজাভ পাহাড়ের দ্বীপ হবো।
তোমাকে চাইতে গিয়ে যদি নীলাকাশের বুকে
মেঘমালা ভিড় করে তবুও জন্মজন্মান্তর ভরে আগলে রাখব তোমায়।
কখনো যদি হারিয়ে যাওয়ার ইচ্ছে জাগে,
তবে শেষবেলায় তোমার স্মৃতিটুকু রেখে যেও।
যেমন করে প্রত্যাশা আর প্রাপ্তি একিভাবে গোছানো থাকে মরসুমি ভরা খামে।
আমি তোমার স্মৃতিটুকু রাখতে চাই হৃদমন্দিরে।
মুঠোভর্তি প্রেম হাজার বছর দিতে গিয়েও পারিনি দিতে। তোমাতে হয়েছি আমি নষ্ট নভোচারী।
নাও নি তুমি আপন করে আপনার বাহুডোরে।
তবুও সহিয়েছি সকল দুঃখ একাগ্রচিত্তে।
এতো বাতাস বহিছে,
এতো প্রেম হাওয়ায় উড়িছে।
এতো ধূলা লাগিয়াছে গায়ে,
এতো মরসুম আসে কার্নিশ বেয়ে।
জারুলের গাঁ বেয়ে সেই কবে বর্ষা এলো দুয়ারে দুয়ারে,
আমি যে আজও তোমার প্রতিক্ষায় চেয়ে থাকি চীনেরপ্রাচীরে প্রাচীরে।
আমি যে তোমাতে আজও সমর্পিত
তুমি তো তা জানো না প্রিয়।
..
ছবি: সংগৃহীত।
২৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অসম্ভব সুন্দর হয়েছে কবিতা। এতো সুন্দর বর্ণনায় মুগ্ধ হই বারবার। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দিদি
ভালো থাকুন অনেক।
সুরাইয়া পারভীন
দুর্দান্ত লিখেছেন দাদা।প্রত্যেকটা লাইন অনবদ্য
শেষের দুটো জাস্ট অসাম
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দিদি
ভালো থাকুন অনেক।
ফয়জুল মহী
নান্দনিক লেখনী । নিখুঁত প্রকাশ
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দাদা
ভালো থাকুন অনেক।
ছাইরাছ হেলাল
স্মৃতি আঁকড়ে বেঁচে থাকার নান্দনিক উপস্থাপন।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দাদা
ভালো থাকুন অনেক।
নিতাই বাবু
আহা প্রেম! আমি যে বিধাতার প্রেমেই হারিয়ে যাই আপনার কবিতা পড়ে। প্রেম শুধু আমার সেই শ্যামের সঙ্গে। কবে যে মিলিয়ে যাবো তাঁর অঙ্গে!
আপনার কবিতা, আর আমার নিজের অনুভূতি।
শুভকামনা থাকলো দাদা।
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
সাধুবাদ,দাদা
ভালো থাকুন অনেক।
পার্থ সারথি পোদ্দার
অনুভূতির অনবদ্য প্রকাশ।প্রতিটি পংক্তি বেশ ভালো লেগেছে।ধন্যবাদ এত সুন্দর সৃষ্টি দেয়ার জন্য।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দাদা
ভালো থাকুন অনেক।
মাহবুবুল আলম
দারুণ একান্ত অনুভূতি !
শুভেচ্ছা জানবেন। ভাল থাকবেন।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দাদা
ভালো থাকুন অনেক।
হালিম নজরুল
স্মৃতিরা ফিরে ফিরে আসে। ভাল থাকুন।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দাদা
ভালো থাকুন অনেক।
সাদিয়া শারমীন
মন ছুঁয়ে গেল!
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দিদি
ভালো থাকুন অনেক।
সুরাইয়া নার্গিস
অসাধারন কবিতা সত্যি মুগ্ধ হলাম ছোট ভাইয়া।
দারুন সব অনুভূতির প্রকাশ, হৃদয় ছুয়ে গেল লেখার প্রতিটা চরণ।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দিদি
ভালো থাকুন অনেক।
সাবিনা ইয়াসমিন
যে কখনো প্রেমের গভীরে ডোবেনি
সে প্রেমিক হবে কেমন করে!
অনুভবে যার উপলব্ধ ভাবনা নেই
সে কি করে বুঝবে অপেক্ষার আকুলতা!!
চমৎকার সব শব্দ সংযোজনায় দারুন লিখেছো প্রদীপ।
শুভ কামনা নিরন্তর 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
একদম!
.
সাধুবাদ,দিদি
ভালো থাকুন অনেক।
তৌহিদ
এ ভরা বর্ষায় পিপাসিত পাহাড়ের ধারিত ঝর্ণা হও। আমি সবুজাভ পাহাড়ের দ্বীপ হবো।
অসাধারণ লিখেছেন দাদা। শুভকামনা সবসময়।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দাদা
ভালো থাকুন অনেক।
আরজু মুক্তা
স্মৃতিকাতরতা, ভালো লাগলো
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ, দিদি।