আজকাল ভালই কাটছে দিন আমার!
সকালের রোদের উষ্ণতা
তারিয়ে তারিয়ে খেয়ে ফেলে
আলসেমিতে চুমুক দেয়া!
নিঃস্পৃহতার চাদরে জড়িয়ে
দিনমান ফুসফুসে অন্ধকার টেনে নেয়া,
আর অদৃশ্য হওয়ার অদম্য রোখ!
বিকেলে, মৌনতার দেয়াল ভেঙ্গে আসা
অনাহুত সব অপারগতার সাথে
ইচ্ছাহীন, বিতৃষ্ণ, বিমর্ষ আড্ডা!
কখনও বা ছেলেবেলার সাথে ফেলে আসা
রোদ্দুর মাখা স্বপ্নের তুমুল নেশা চোখে নিয়ে
টলতে টলতে নিজের কাছেই ঘুম ভিক্ষে চাওয়া!
সব শেষে,
নিশুতি রাত্তিরে বদ্ধ ঘরে শুয়ে থেকে
ছাদে নক্ষত্রের অন্ধকার দেখা!
সত্যিই, আজকাল ভালই কাটছে দিন আমার!
২৬টি মন্তব্য
শুন্য শুন্যালয়
সত্যিই আপনার দিন অনেক ভালো যাচ্ছে। দুনিয়া অনেক নির্মম জায়গা ভাইয়া। আপনার এমন দিনলিপি পড়েও কস্টের পরিবর্তে মনে হলো, বাহ চমৎকার লেখা।
বোকা মানুষ
ধন্যবাদ!
মামুন
অনেক সুন্দর লিখেছেন। আপনার দিনগুলো সব সময় ভালো কাটুক।
শুভেচ্ছা নিরন্তর…
বোকা মানুষ
শুভ কামনার জন্য কৃতজ্ঞতা!
জিসান শা ইকরাম
আপনি এমন লেখা থেকে আমাদের এতদিন বঞ্চিত করেছেন।
গন আদালতে আপনার বিচার হওয়া উচিৎ।
খুবই ভালো লেগেছে কবিতা
দিন গুলো এমনই ভালো কাটুক জিয়া ভাই।
শুভ কামনা।
বোকা মানুষ
ভালবাসার বিচারের রায় মাথা পেতেই নেব সব সময় জিসান ভাই! 🙂
জিসান শা ইকরাম
সোনেলা সোনার শিকল দিয়ে বাইন্ধা রাখতে চায় আপনাকে 🙂
বোকা মানুষ
🙂
মরুভূমির জলদস্যু
-{@ -{@ রোদ্দুর মাখা স্বপ্নের তুমুল নেশা চোখে নিয়ে -{@ -{@
অসাধারণ
বোকা মানুষ
আপনাকে ধন্যবাদ! 🙂
অরণ্য
জিয়া ভাই, ভাল লেগেছে আপনার লেখাটি – যা নাজিল হয় আপনার উপর। কোথায় যেন আপনি বলেছেন কে যেন আপনাকে মাঝে মাঝে টেনে নিয়ে বসায় লিখতে – আপনি নিয়মিত ভাবে কখনও লিখতে পারেন না। এই লেখাগুলি পড়তে এবং বোঝার চেষ্টা করার মজাটা আমি একটু আলাদা করেই পাই। বোকা মানুষটিকে নাম ধরে ডাকছি জিসান ভাই এর মন্তব্যের কৃপায়। ভালকাটুক আপনার দিনগুলি। মন্দনকেও অনেকে ত্বরণ হিসাবে পায় – ঋণাত্বক ত্বরণ। ভাল থাকবেন।
বোকা মানুষ
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ! 🙂
নওশিন মিশু
সুখী মানুষ আরো বেশি সুখী হোক এই কামনা রইলো …. 🙂
বোকা মানুষ
ভাল বলেছেন! হা হা হা! ধন্যবাদ!
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সত্যিই, আজকাল ভালই কাটছে দিন আমার!
হুম শুভ কামনা।
বোকা মানুষ
শুভকামনার জন্য ধন্যবাদ!
অদ্ভুত সেই ছেলেটি
চমৎকার লিখা ।
বোকা মানুষ
লেখার প্রশংসা করার জন্য ধন্যবাদ!
খেয়ালী মেয়ে
ভাল থাকতেও জানতে হয়, সব সময় কষ্টে আছি বলতে নেই,
দিনকাল ভাল কাটছে জেনে ভাল লাগল..
ভাল থাকুন সব সময়, আনন্দ/কষ্ট/সুখ/দুঃখগুলোকে সাথে নিয়ে ভাল থাকতে পারাটাই বোধ হয় জীবনের সার্থকতা..
শুভকামনা রইলো–
বোকা মানুষ
নিজেকে নিজে বিদ্রুপ করা ছাড়া কিই বা করার থাকে ব্রাত্য জনের? শুভকামনার জন্য ধন্যবাদ!
ছাইরাছ হেলাল
নাহ্, আপনার দিন কাল আসলেই ভাল যাচ্ছে না।
নক্ষত্রের আশেপাশে অন্ধকারের সাথে একটু চাঁদ ও যে দেখতে হবে , তা হলেই দিনকাল ফকফকা হয়ে ধরা দেবে।
এই নিকের ব্যবচ্ছেদ করে দেখাবেন অবশ্যই ।
বোকা মানুষ
নিকটাই আসল রে ভাই, আসলটা শুধুই মায়া…. 🙁
মেহেরী তাজ
এত সুন্দর দিনলিপি, ভালো না কেটে উপায় কি?
বোকা মানুষ
ঠিক! ধন্যবাদ 🙂
মরুভূমির জলদস্যু
ভালো হয়েছে।
বোকা মানুষ
শুভেচ্ছা নেবেন! 🙂