খুব শীত কিম্বা বর্ষার
ঠান্ডা স্যাতস্যেতে রাতে
মাকে দেখতাম বাবার লুঙ্গি আর ফতুয়াটা!
আঁচলের নিচে লুকিয়ে শরীরের ওমে
গরম করে রাখতো!
ঠান্ডায় জড়সড় বাবা ঘরে ফিরতেই
লাজুক হেসে মা ওগুলো এগিয়ে দিতো।
বাবার অবাক চাহনির দিকে তাকিয়ে
মা বলতো বাইরে কি যে ঠান্ডা!
বিছানা বালিশ সব বরফ হয়ে আছে,
তাই ভাবলাম …..
বাবাকে কি যে পরিতৃপ্ত দেখাতো,
মনে হতো সমগ্র ভালবাসার
সাম্রাজ্য জুড়ে বাবাই তখন সম্রাট!
আমাদের ডানদিকের বাড়িটায়
বাপ মা হারা ভাইয়ের বোনটা
বিকেলের তীর্যক রোদে বসে পাহারা দিতো
টিনের চালের উপর নুয়ে পড়া গাছ
থেকে একটা পাখিও যেন চালে না নামে।
শব্দে যদি ভাই এর ভাতঘুমটা ভেঙে যায়!
পরিশ্রান্ত ভাইটা তার দুপুরের পর
একটু গড়িয়ে নিচ্ছে যে!
ওদিককার ঘরে থাকে এক দিদিভাই,
দাদাবাবু বিয়ের পর থেকেই দেশের বাইরে।
যাওয়ার আগে দুটো গোলাপ দিয়ে বলে গেছে,
অপেক্ষায় থেকো!
সেই থেকে দিদিভাই প্রতিদিনই
নিয়ম করে সকাল সন্ধ্যা
বইয়ের ভিতর ফসিল হয়ে যাওয়া
গোলাপ দুটো দেখে আর অপেক্ষায় থাকে।
রাস্তার ধারে ইট ভাঙে যে নারীটা
একমাসের বাচ্চাটাকে কুড়িয়ে পাওয়া
শতটুকরো কাপড়ে মুড়িয়ে শুইয়ে রাখে
কঠিন কংক্রিটের উপর
তবুতো চোখের সামনে থাক!
অদুরেই আরো একজোড়া ভাগ্যাহত বোন
নিয়তি কেড়ে নিয়ে গেছে সব
শুধু বুকজুড়ে ভালবাসাটাই আছে
ক্ষিধের জ্বালায় অস্থির তবু
কোত্থেকে কুড়োনো একপাশ পোড়া
রুটি টুকু মুখে ধরে আছে অসুস্থ বোনটার!
নিজে কি খাবে জানা নেই ওর!
চারপাশ জুড়ে প্রতিটি চরিত্র
প্রতিটি দিনের প্রতিটি ক্ষন
ভালবাসায় এমন জড়ানো যাদের,
তাদের কি আর দরকার বলো!
ভালবাসার একটা বিশেষ দিনের?
২১টি মন্তব্য
গাজী বুরহান
সত্যিই। ভালবাসা হোক প্রতিটা দিনের প্রতিটা ক্ষণে..।
সালমা আক্তার মনি
ধন্যবাদ ভাই আপনাকে!
নিহারীকা জান্নাত
বিভিন্ন সম্পর্কের ভালোবাসার সুন্দর উপস্থাপন।
খুব ভালো লেগেছে।
সত্যি ভালোবাসার কোন দিন লাগে না।
প্রতিটি দিন হোক ভালোবাসার।
সালমা আক্তার মনি
ধন্যবাদ আপু! শুভকামনা রইলো!
মিষ্টি জিন
প্রত্যেকটা দিন ই ভালবাসার। কোন বিশেষ দিনে ক্ষনের জন্য না।
মন ছুয়ে গেল কবিতা।
সালমা আক্তার মনি
অশেষ কৃতজ্ঞতা! ভালবাসা বেচেঁ থাক প্রতি মুহুর্তে!
জিসান শা ইকরাম
প্রতিটি দিন হোক ভালবাসার।
সালমা আক্তার মনি
অনেক ভয়ে ভয়ে লেখা জমা দিয়েছি, ভেবেছিলাম কঠিন একটা বকা খাবো দীর্ঘ অনুপস্থিতির জন্য! হতাশ হলাম!
জিসান শা ইকরাম
তাই নাকি ? 🙂
হতাশা কেটে যাক :@ :@ ^:^
সালমা আক্তার মনি
ভরসা পেলাম, ধন্যবাদ ভাইয়া!
আবু খায়ের আনিছ
বিরল এই ভালোবাসা, এখন কি তার ছিঁটেফোঁটাও আছে।
সালমা আক্তার মনি
আনিছ ভাইয়া ভাল আছেন আপনি? আছে এমন ভালবাসায় মোড়ানো আমাদের সবার জীবন! পার্থক্য শুধু এখন শুধু দৃশ্যমান গুলোর মূল্যায়ন হয় বেশি! তবুও এই বিরল ভালবাসা গুলো টিকিয়ে রেখেছে এ পৃথিবী!
বায়রনিক শুভ্র
প্রতিটা দিনই হোক ভালোবাসা দিবস। এরপরেও ডাল ভাতের জীবনে একদিন আয়োজন করে বিরিয়ানি খেলে কি এমন কী ক্ষতি?
ইঞ্জা
অসাধারণ লেখেন আপু, মুগ্ধ হলাম।
সালমা আক্তার মনি
ইন্ঞ্জা ভাই. অনেক অনেক ধন্যবাদ!
ইঞ্জা
ভালো থাকুন আপু।
মুহাম্মদ আরিফ হোসাইন
আপনার লেখা বারবারই বেশ লাগে
আজও তার ব্যতিক্রম হইলো না।
সালমা আক্তার মনি
আপনাদের ভাল লাগা আমার পাথেয়, সাথে থাকবেন সবসময়ই!
রিফাত নওরিন
আপু ভীষন ভালো লাগলো কবিতাটা পড়তে, কেমন যেন মায়া জড়ানো আছে পুরো কবিতাটায়!!!
সালমা আক্তার মনি
সত্যিই তাই রিফাত আপু, মায়া জড়াতেই
উদ্দেশ্য ছিলো, ভাল লেশেছে বলে আমারও ভালো লাগছে আপু! শুভেচ্ছা রইলো
নীলাঞ্জনা নীলা
আমার কাছে ভালোবাসা প্রতিদিনের।