গানটি শুনুন এখানে ক্লিক করে । প্লেয়ারে প্লে করুণ,চলতেই থাকবে বালাম এর এই গানটি।
তোমার জন্য
সিন্ধুর নীল আরো হবে স্বপ্নীল
উদাস দুপুরে রাগ বসন্ত গাইবে সোনালী চিল ।।
তোমার যত ভুল সব নিমিষে হবে ফুল
তবু ভালবাসি শুধু তোমায় নিশিদিন সারা বেলা
তোমার জন্য
সিন্ধুর নীল আরো হবে স্বপ্নীল
উদাস দুপুরে রাগ বসন্ত গাইবে সোনালী চিল
তোমার জন্য
মরুর বুকে আবেশ ছড়াবে সবুজ
তোমার জন্য শান্ত নদীটা হয়ে যাবে আরো অবুঝ ।।
তোমার যত ভুল সব নিমিষে হবে ফুল
তবু ভালবাসি শুধু তোমায় নিশিদিন সারা বেলা
তোমার জন্য
সিন্ধুর নীল আরো হবে স্বপ্নীল
উদাস দুপুরে রাগ বসন্ত গাইবে সোনালী চিল
তোমার জন্য রাতের মহাকাল হাজার তারা ঝিকমিক
দস্যু ছেলেটা পথ হারিয়ে হাটবে দ্বিকবিদ্বিক ।।
তোমার যত ভুল সব নিমিষে হবে ফুল
তবু ভালবাসি শুধু তোমায় নিশিদিন সারা বেলা
তোমার জন্য
সিন্ধুর নীল আরো হবে স্বপ্নীল
উদাস দুপুরে রাগ বসন্ত গাইবে সোনালী চিল
বালামের এই গানটি বেশ পুরান।তবে আমার কাছে এটি সব সময়ই নতুন। প্রায়ই শুনি আমি।
উৎসর্গঃ গান পাগল এই সমস্ত ব্লগারগনকে। নামে ক্লিক করলেই দেখতে পাবেন এনাদের পোষ্ট 🙂
অরণ্য – সবার পোষ্টে অরণ্য ভাইয়া যেভাবে মন্তব্যে গানের লিংক দেন,অবাক হয়ে যাই আমি।
শুন্য শুন্যালয় – আপু অনুমতি ব্যাতীত আপনার একটি ফুলের ফটো নিয়েছি আমি।
খেয়ালী মেয়ে = জানিনা আপুটার চিঠি কবে পাবে বুদ্ধু ভাইয়া।
ব্লগার সজীব – একটা ছেঁড়া দিন এর পর আর কোন পোষ্ট নেই কেন ভাইয়া ?
শিশির কনা – এ যুগের মেয়ে হয়ে সারাক্ষন রাধারমনে মুগ্ন হয়ে আছেন আপু।
লীলাবতী – তার বন্ধু এবং বৃষ্টির গানের এ্যালবাম দারুন দুটো কালেকশন
এবং মিথুনকে , স্মৃতি কি থমকে গিয়েছে ? প্রথম দেখার স্মৃতি এখনো জীবন্ত, সারাক্ষণ দেখছি (3
৫০টি মন্তব্য
মিথুন
গানটিতো আরো প্রিয় হয়ে গেল। আপনার ছবি সিলেকশান প্রশংসনীয়। সব ছবিই খুব সুন্দর মিলে গেছে।
এমন উপহার পেয়ে দিন শুরু করলে মন এমনিতেই ভালো হয়ে যায়। স্মৃতি কি কখনো থমকে যায় স্বপ্ন ভাইয়া? 🙂
স্বপ্ন
আপনার ভালো লেগেছে জেনে ধন্য হলাম 🙂 স্মৃতি থমকে গিয়ে চলমান থাকে ভালোবাসায় 🙂
মোঃ মজিবর রহমান
গান সবার ভাল লাগে কেউ কেউ হইত সুন্দর ভাবে সাজিয়ে রাখতে পারেনা।
তোমার জন্য সিন্ধুর নীল আরো হবে স্বপ্নীল, উদাস দুপুরে রাগ বসন্ত গাইবে সোনালী চিল।
খুব ভাল লাগা রেখে গেলাম।
স্বপ্ন
ধন্যবাদ ভাইয়া।
ব্লগার সজীব
উৎসর্গ দেখে খুশী হলাম।গানের সাথে ছবি কালেকশন চমৎকার হয়েছে। সবার গান গুলো আবার শুনবো।
স্বপ্ন
ধন্যবাদ সজীব ভাইয়া।আবার শুনুন তাহলে 🙂
স্বদেশী যোদ্ধা
দারুণ লেগেছে ভাইয়া ।
স্বপ্ন
ধন্যবাদ যোদ্ধা ভাইয়া 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
গান পাগল শুধু ঐ কয়জনকেই দিলেন।আমরাও শুনি তবে পাগল হইনি এখনো।বালাম বাপ্পা টুটুল এদের গানে সূরের পাগল করা টান আছে।ভাল লাগল আপনার পোষ্টটি।কিছু গান শুনার সৌভাগ্য হলো।
স্বপ্ন
এনারা সবাই গানের পোষ্ট দিয়েছেন এর পুর্বে,আর অরন্য ভাইয়া তো কথায় কথায় গান 🙂
অরণ্য
চমৎকার।
আর কিছু না বলি।
আমার চার বছরের ছেলেটা শ্রেয়ার প্রেমে পড়েছে বেশ।
একটা গান শুনছে সুযোগ পেলেই – জানি দেখা হবে… ।
https://www.youtube.com/watch?v=ELtytlnVvAI&spfreload=10
ছেলেটির বাবাও অবশ্য শ্রেয়ার প্রেমে পাগল 😀
ভাল থাকবেন।
স্বপ্ন
শ্রেয়া ঘোষাল আমারও খুব প্রিয় একজন শিল্পী। এই সুন্দর গানের লিংক দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে অরন্য ভাইয়া।
সোনিয়া হক
গানটি আমারো প্রিয়।ছবি কালেকশনে মুগ্ধ 🙂
স্বপ্ন
মুগ্ধ করাতে পেরে ধন্য হলাম আপু।
লীলাবতী
সুন্দর,ছিমছাম,গুছানো পোষ্ট।আমি কিন্তু ঠিকই বুঝেছি এই গানের পোষ্ট কার জন্য দেয়া 🙂
কানু হারামজাদা এখনো কদম গাছে উঠে বসে আছে। একারনেই রাখা নদীতে যেতে পারে না 🙁
স্বপ্ন
আপু ভুলে আপনার লিংক আসেনি, আমি স্যরি আপু।বললেই তো পারতেন আমাকে 🙂
লীলাবতী
ইচ্ছে করে বলিনি,দেখলাম কেউ লক্ষ্য করেন কিনা? 🙂
মেহেরী তাজ
লিরিক অনুযায়ী ছবি সাজানো,উৎসর্গ, লিঙ্ক সব মিলিয়ে সুন্দর একটা পোষ্ট।
লিঙ্ক টার জন্য ধন্যবাদ।
স্বপ্ন
আপনাকেও ধন্যবাদ আপু 🙂
অলিভার
অনুমতি ছাড়াই ছবি গুলি ব্যবহার করে একটা ইমেজ স্লাইড মিউজিক ভিডিও তৈরি করে ফেললাম। গানটি আগে থেকেই পছন্দের তালিকায় ছিল। আজ আপনার ছবি গুলি দেখে মনে হল কাজটা করে নেয়াই যায়।
http://youtu.be/KIsLE-sgRsU
অরণ্য
ভাই অলিভার, আমি মুগ্ধ। সেলাম ব্রাদার।
থাম্বস আপ আপনার জন্য। (y)
অলিভার
ধন্যবাদটি আসলে ব্লগার “স্বপ্ন”রই পাওনা। আমি শুধু তার কাজটাকে একটা ফ্রেমে নিয়ে আসার একটা চেষ্টা করেছি।
তবে কাজটা যে একেবারেই ফেলনা হয়নি তা আপনার মন্তব্য পেয়ে বুঝলাম কিছুটা। শুভেচ্ছা জানবেন 🙂
অরণ্য
‘স্বপ্ন’ র জন্যও অবশ্যই থাম্বস আপ আছে। (y)
স্বপ্ন
ভাইয়া আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার কালেকটেড ফটো দিয়ে এটি করেছেন 🙂 অনেক অনেক ধন্যবাদ।
আশা জাগানিয়া
দেখলাম ভাই, সুন্দর হয়েছে 🙂
খেয়ালী মেয়ে
উফফফফফ পোস্টটাতো সাংঘাতিক সুন্দর হয়েছে—গানটা আগেও শুনেছি, অনেকবার শুনেছি, আপনার পোস্টের মাধ্যমে অনেকদিন পর আজ আবার গানটাকে নতুন করে শুনলাম…..সাথে চোখ জুড়ানো ছবিগুলো, সবমিলিয়ে দারুন (y)
উৎসর্গ পর্বে প্রিয় কিছু ব্লগারের নামের পাশে নিজের নামটা দেখে আমি মুগ্ধ–আর এজন্য আপনেকে অনেক ধন্যবাদ 🙂
আপনার মতো আমিও জানি না বুদ্ধুটা কখনো আমার চিঠি পাবে কিনা 🙁
লীলাবতী আপুর নামে ক্লিক করলে শিশির কনার পোস্ট আসছে, এমনটা কেনো হচ্ছে ;?
আপনার সাম্রাজ্যের সম্রাজ্ঞীর প্রথম দেখার স্মৃতি লেখাটা অসাধারন হয়েছে….শুভকামনা রইলো আপনাদের জন্য -{@
স্বপ্ন
ধন্যবাদ আপু,দোয়া করবেন আমাদের জন্য।
লীলাবতী আপুর নামে ক্লিক করলে শিশির কনার পোস্ট আসছে- এটি আসলে তাড়াহুড়ায় হয়েছে।ঠিক করে দিচ্ছি 🙂
লীলাবতী
প্রমান হলো যে আমাদের পরী আপু ঠিক ভাবেই পোষ্ট পড়েন।ইচ্ছে করে আমি বলিনি আগে 🙂
খেয়ালী মেয়ে
লীলাবতী আপু আমি লিখতে না জানলে কিভাবে, পড়তে জানি কিন্তু–আর আমি যাদেরকে একবার আমার প্রিয়র তালিকায় যোগ করে ফেলি, তাদের কোনকিছু কিন্তু আমি মিস করতে চাই না 🙂
জিসান শা ইকরাম
এই গানটি আমারো খুব প্রিয়
গান পাগল সবাইকে জরো করলেন এক পোষ্টে।
ভাবছি সবার পোষ্টের ছবি গুলো দিয়ে আলাদা আলাদা গানের সাথে আলাদা ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে দেবো।
শুভ কামনা।
স্বপ্ন
ধন্যবাদ জিসান ভাইয়া। অলিভার ভাইয়া আমার ছবি দিয়ে বানিয়ে ফেলেছেন একটি 🙂
অনিকেত নন্দিনী
পোস্টটা দেখে এক ঝটকায় কয়েক বছর পেছনে চলে গেলাম কয়েক পলকের জন্য। এই গানের আবেদন অফুরান। জীবনে প্রথম শুনেছি সময় যেমন আনমনা লাগতো, এখনো তাই লাগে।
গান আর সবগুলো ছবি মিলিয়ে দারুণ সমন্বয়!
স্বপ্ন
অনেক অনেক ধন্যবাদ আপু।গানটি আমার প্রিয় গানের শীর্ষে এখন 🙂
ব্লগার সজীব
স্বপ্ন মিথুন যেখানে আমরা আছি সেখানে-
স্বপ্ন মিথুনের জন্য সোনেলা ধন্য 🙂
মিথুন
সজীব ভাইয়া, কোন ঘুষ টুষ দেবনা কিন্তু :p
আশা জাগানিয়া
ও তাহলে এই ব্যাপার?কি দিনকাল আইলো,আগে প্রেম ট্রেম করতাম লুকিয়ে লুকিয়ে,এ দেখি প্রকাশ্যে 🙂
কলি কাল, ঘোর কলি কাল 🙂
মিথুন
না আপু আগে কলিকাল ছিলো, এখন ফুলকাল 🙂
আশা জাগানিয়া
ভালো ভালো,কলি এখন ফুল হয়ে গিয়েছে।ফুল হয়েই থাকুক,এরপরের ধাপ তো ঝরে যাওয়া। ফুল হয়ে থাকুন স্বপ্ন মিথুন -{@
আশা জাগানিয়া
খুব সুন্দর এক গানের পোষ্ট।গান শোনা আর কথা গুলো দেখা একই সাথে হলো।
স্বপ্ন
ধন্যবাদ আপু।
শিশির কনা
আমরা কেউ অবশ্য বুঝিনি যে এটা মিথুনের জন্য পোষ্ট।আমরা সবাই বুঝেছি এখানে যাদের যাদের নাম উৎসর্গে লেখা আছে,তাদের সবার জন্যই এই গান 🙂
খুবই সুন্দর একটি পোষ্ট হয়েছে।নিজের নামটা দেখে অবশ্য ভালোই লেগেছে।এত গান পাগল আমাদের এখানে আছে জানা ছিল না।
স্বপ্ন মিথুন ভালো থাকুন।
স্বপ্ন
আপনি এত সঠিক ভাবে বুঝলেন কিভাবে?চোর ধরা পরেছি চুরি করে।ধন্যবাদ আপনাকে।
শুন্য শুন্যালয়
ছবিগুলোর অসাধারন কম্বিনেশন স্বপ্ন। এ পোষ্টে আমাকে যুক্ত করেছেন দেখে খুশী হলাম। ফুলগুলো আমি লীলাবতীদি কে দিয়ে দিয়েছি, অনুমতি নিলে তার থেকে নিতে হবে। তবে এতো সুন্দর পোস্ট দেখলে সে খুশি না হয়ে পারে!! তাও আবার যদি ছবি ইউটিউবে চলে যায় 🙂
এমন পোস্ট আরো চাই।
স্বপ্ন
লীলাবতী দিদি কি ফুল আমাকে দিবেন?আপনার কাছে সবকিছু চাওয়া যায় 🙂 আমাদের জন্য দোয়া করবেন আপু।
ব্লগার সজীব
আবার দেখলাম পোষ্ট।আমার এমন কেউ নেই যাকে নিয়ে আমি এমন পোষ্ট দিতে পারি 🙁
স্বপ্ন
ধন্যবাদ ভাইয়া 🙂
ইমন
🙂
স্বপ্ন
🙂
অরুনি মায়া
আমার প্রিয় শিল্পীর প্রিয় গান,,,,
অনেক দিনপর মনে করিয়ে দিলেন নতুন আঙ্গিকে,,,,,
ভাল লেগেছে,,,
স্বপ্ন
ভালো লাগাতে পেরে ধন্য হলাম আপু।