তোমার চোখ এতো লাল কেন?
……………………নির্মলেন্দু গুণ
আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য ।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত ।
আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক । আমি হাতপাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী -সেবার দায় থেকে ।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক :
আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না,
পাটশাক ভাজার সঙ্গে আরও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না ।
এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি ।
আমি বলছি না ভলোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক । কেউ আমাকে কিছু খেতে বলুক ।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক : ‘তোমার চোখ এতো লাল কেন ?’
১০টি মন্তব্য
জিসান শা ইকরাম
প্রিয় কবির একটি সুন্দর কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ ।
অনেক দিন পরে দেখা গেল আপনাকে । শুভকামনা।
বনলতা সেন
আপনাকেও ধন্যবাদ । ব্যাস্ত ছিলাম ভাই।
শিশির কনা
আমি বলছি না ভলোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক । কেউ আমাকে কিছু খেতে বলুক ।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক : ‘তোমার চোখ এতো লাল কেন ?………… অসাধারন ।
বনলতা সেন
ধন্যবাদ মন্তব্যের জন্য।
যাযাবর
কত আবেগ দিয়ে লেখা । গুণ এর পক্ষেই এমন কবিতা লেখা সম্ভব।
বনলতা সেন
আমি গুণ ভক্ত একজন 🙂
প্রজন্ম ৭১
আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য ।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত । …………… কবির কেউ নাই ? 🙂
বনলতা সেন
কেনো , আমরা আছিনা ? 🙂
জাতীয়তাবাদী বটগাছ দল
অসম্ভব সুন্দর একটি কবিতা। কিন্তু আমার মাথায় কিছুতেই ঢুকতেছেনা যে সারা জগত জানে জীবন বাবুর লতা সেনের প্রতি প্রেমিক হৃদয়ের প্রেমের কথা কিন্তু এই সময়ে কি দুজনের মাঝে কোন মনমালিন্য হচ্ছে যে গুন দাদার দিকে হেলে পরা? বেশ ভালো লেগেছে আমি বলছিনা ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক। এই লাইন্টি যদি লতা সেনের মনে দোলা দিয়ে থাকে তবে ধরে নিতে ব্রেকআপ অতি নিকটে কপাল খুলতে যাচ্ছে নির্মলেন্দু গুনের, আর কোপাল পুড়তে যাচ্ছে জীবনানদ দাসের শুভ কামনা রইলো বনলতা সেনের জন্য।
হতভাগ্য কবি
যতবার এই কবিতা পড়ি মনে হয় গুনদা কি কবিতাটা আমাকে নিয়ে লিখসে। কি অদ্ভুত মিল। এমন পোষ্ট চলতে থাকুক।