এই নাও,
আমার হাত খানা তোমাকে দিলাম।
একবার প্রেম জেনে ছুঁয়ে দিতে পার,
একবার ছুঁয়ে দিলেই, এই পাংশুটে জীবন থেকে-
স্বেচ্ছায় নির্বাসন নেবো মৃত্যু উপত্যকায়।
এখানে জীবন বড় আঁশটে গন্ধ মাখা।
বড় এক ঘেয়ে আর আটপৌঢ়ে জীবন।
কোথাও এক চিলতে খোলা আকাশ নেই।
বৃক্ষরা বিবর্ণ আর কষ্টে ফোটা ফুল গুলো রঙহীন!
এখানে সূর্যের হাসি নেই ,পাখিরাও গান ভুলে গেছে।
এখানে নদীতে জীবন থমকে আছে –
শ্যাওলা জমা পুরোনো নৌকার মত!
পানকৌড়ি মাছরাঙাও পালিয়েছে জীবনের খোঁজে!
এখানে সন্ধ্যা হয় তারাহীন রাতের গভীরে!
বিমর্ষ চাঁদে জ্যোৎস্নার ফুল ফোটেনা বহুদিন!
তুমিই বলো ,এমন প্রাণহীন জীবনের মূল্য কতটুকু?
কি আশ্চর্য
একমাত্র তুমি ছাড়া বাঙময় জীবন দেখিনা একটাও
শেষ পর্যন্ত এই তবে সাব্যস্ত হলো
একবার ছুঁয়ে দাও তুমি
ঈশ্বর সাক্ষী, তুমি ছুঁয়ে দিলে অমরত্ব পাবো।
১১টি মন্তব্য
মনির হোসেন মমি
লেখাগুলো একটু ঠিক করুন।
সালমা আক্তার মনি
বুঝলাম না কিছুতেই স্পেস দিতে পারছি না
মনির হোসেন মমি
এইতো হয়ে গেছে।তবে লাইনগুলো আরো চেপে আনতে লাইন শেষে সিফট ধরে এন্টার দিবেন।কবিতা ভাল লেগেছে।ভালবাসতে এমনি ভালবাসতে হয়।
ছাইরাছ হেলাল
সমস্যা কী তাই বলুন!!
সালমা আক্তার মনি
হেলাল ভাই কি সমস্যা মনে হচ্ছে?
ছাইরাছ হেলাল
এখন তো লেখা ঠিক-ই দেখাচ্ছে।
অবশ্য যে ভাবে মরে-টরে অমরত্ব ছিনিয়ে নিতে চাইছেন তাতে
লেখা আর কোথায় পালাবে।
জিসান শা ইকরাম
তুমি ময় কবিতা ভালো লেগেছে খুব।
প্রথমে লেখার শব্দগুলো আলাদা ছিল না, লিখতে কোন ধরনের সমস্যা বোধ করলে, সমস্যাটি এখানেই বলুন। অন্য ব্লগারগনও পরামর্শ দিতে পারেন।
সালমা আক্তার মনি
ভাইয়া লেখার কপি/ পেষ্ট করলে শব্দ গুলো একসাথ্ হয়ে যাচ্ছে! আবার দু’লাইনের মধ্যে স্পেস অনেক বেশি কি করবো ? আমি মোবাইলে লগিন করি! সে জন্য সব কিছু বুঝে উঠতে সময় লাগছে!
জিসান শা ইকরাম
কপি পেস্ট করলে যা করতে হবে-
লেখা কপি করুন, লেখার বক্সের উপরে দেখুন visual, লেখা শব্দ দুটো আছে। লেখা শব্দে ক্লিক করুন, এরপর লেখার বডিতে কপি পেস্ট করুন। visual এ ক্লিক করে লেখা প্রকাশ করুন।
ঠিক হয়ে যাবে সব।
তৌহিদ
লিখুন আপু, আরো বেশি করে। আর ব্লগ সম্পর্কিত যে কোন সমস্যা সমাধানে বিজ্ঞ এডমিন প্যানেল আমাদের সাথেই আছেন।
মোঃ মজিবর রহমান
শ্যাওলা জমা পুরোনো নৌকার মত!
পানকৌড়ি মাছরাঙাও পালিয়েছে জীবনের খোঁজে!
এখানে সন্ধ্যা হয় তারাহীন রাতের গভীরে!
বিমর্ষ চাঁদে জ্যোৎস্নার ফুল ফোটেনা বহুদিন! জীবন খোজে কি আপু??? আমিতো জিবেনের অর্থ হারায়ে ফেলি কি পাংশেটে বলুন!!! খুব খুব ভাল লাগ্ল আপু।