তুমি আসবে বলে

সুপর্ণা ফাল্গুনী ১০ এপ্রিল ২০২০, শুক্রবার, ০৫:৩৮:৫২অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য

তুমি আসবে বলে  শাড়ি পড়েছি,
কপালে পড়েছি সিঁদুর রাঙা টিপ।
দু’চোখ মেখেছি কাজল কালিতে,
খোঁপায় গুঁজেছি একগুচ্ছ শ্বেত শুভ্র ফুল।
দু’হাতে পড়েছি কয়েক গুচ্ছ রেশমী কাঁচের চুড়ি।
অধরের পাপড়ি সেজেছে মিষ্টি অধরঞ্জনীতে।

আলতারাঙ্গা নগ্ন পায়ে জড়িয়েছি রূপালী মঞ্জীরদল।
তুমি আসবে বলে নীলাম্বর সেজেছে মেঘের গুচ্ছে-
তোমাকে আমাকে ভেজাবে বৃষ্টির শীতল পরশে।
চৈতালি থমকে গেছে দিগন্তের সীমানায়,
রবি ঢেকেছে মেঘের আড়ালে।

চাঁপা, হাসনাহেনা, গন্ধরাজ গন্ধে করেছে আকুল।
নব সুর বেঁধেছে দোয়েল, শ্যামা ,শালিক, বুলবুল ।
তুমি আসবে বলে বাতাবিলেবু, জামরুল গাছটা-
নতুন কুঁড়ির শতদল নিয়ে দাঁড়িয়ে আছে,
তুমি আসবে বলে কোলাহল মুখর শহরটা-
নিস্তব্ধতার চাদরে ঢেকে গেছে।

দূরের সমাধিক্ষেত্র বুনো ফুলের মাদকতায় বুঁদ হয়ে রয়েছে,
কিয়দংশ পড়া বইটা এখনো বিছানার এককোণে পড়ে আছে।
তুমি আসবে বলে-তোমারি পথপানে চেয়ে বসে আছি ।

৮৭৪জন ৬৬৯জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ