বাতাসে আজ ও গন্ধ পাই তোমার দেয়া ভালোবাসার
আজ ও শুনতে পাই তোমার আগমনের বার্তা।
হৃদয় অঙ্গনে ছাপ পড়ে তোমার চরণধূলির।
হাওয়ায় ভেসে বেড়ায় তোমার মধুমাখা কিছু উক্তি-
যা আজও আমার এই মনকে শিহরিত, দোলায়িত করে।
তোমার সেই স্মৃতি আমাকে এখনও সুখের স্বর্ণশিখরে পৌঁছায়-
হাসতে বলে আবার তোমাকে ভালোবাসতে বলে।
তোমাকে হারিয়ে সে-ই আমি আবার পাথরচাপা কষ্টে
হাহাকার করি, আর্তচিৎকারে জেগে উঠি।
বুকের চাপা দীর্ঘশ্বাসে কেঁদে ফেলি নিজের অজ্ঞাতেই।
তোমাকে হারিয়ে আজ আমি সত্যিই বড় অসহায়, একাকী।
তোমার একটু ছোঁয়া , একটু ভালোবাসা পাবার হাতছানিতে
নিজেকে আজ ও তোমার প্রতীক্ষার প্রহরে জাগিয়ে রেখেছি।
তুমি চলে গেছো দূর থেকে বহুদূরে আমার আতিথেয়তাকে, ভালোবাসাকে পর করে।
আমাকে কাঁদিয়ে তুমি কি সত্যিই সুখী হয়েছো?
পেরেছো কি আমাকে ক্ষণিকের তরে, চিরতরে ভুলতে?
হয়তোবা পেরেছো এই ভালোবাসার কাঙালীনিকে
মনের লালসা থেকে মুক্তি দিতে।
এতই কি তোমার ভালোবাসার অভাব?
আজ বুঝলাম তুমি আমাকে, আমার মনকে কখন ও
নিজের করে, আপন করে ভাবতে পারোনি।
তুমি চেয়েছো আমার এই ভোগ্যময়ী দেহটাকে।
হয়তোবা তোমার অনেক কিছুই আছে-
নেই শুধু একজনকে সুখী করার সম্পদ।
মনের দিক দিয়ে তুমি সত্যিই কাঙাল।
রচনাকাল-১৯৯৯ সাল
৩৮টি মন্তব্য
কামাল উদ্দিন
জীবন সব সময় নিজের আঁকা ছকে চলে না, চলার পথে হরেক রকমের মানুষ পথে পড়তেই পারে, তাদের মধ্যে কোন কাঙাল থাকাটাও অস্বাভাবিক নয়। তবে পেছনের ঐ সব দিন গুলোকে ভেবে সামনের সুন্দর ভবিষ্যত নষ্ট করার কোন মানেই হয় না। এগিয়ে চলাই বুদ্ধিমানের কাজ……..শুভ কামনা জানিয়ে গেলাম আপু।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। খুব ভালো লাগলো কথাগুলো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, আপনার জন্যও শুভ কামনা সব সময়।
শামীম চৌধুরী
খুব ভাল লাগলো কবিতাটি। শুভ কামনা রইলো দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। খুব ভালো লাগলো জেনে খুব খুশি লাগছে আমার। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা সতত
সুপায়ন বড়ুয়া
“তোমার সেই স্মৃতি আমাকে এখনও সুখের স্বর্ণশিখরে পৌঁছায়-“
যে স্মৃতি কষ্ট দেয় ভুলে যাওয়া ভাল।
যে স্মৃতি আনন্দ দে তা লালন করো।
ভাল লাগলো দিদি। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক বলেছেন দাদা। অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
সুপায়ন বড়ুয়া
আপনাকে ও ধন্যবাদ। শুভ কামনা।
কামরুল ইসলাম
চমৎকার লিখেছেন
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
ছাইরাছ হেলাল
সেই ১৯৯৯!!
এখন টানা ঘোর বৃষ্টিতে কান্নাকাটির প্রতিযোগিতা চালু আছে।
এত এত বছরেও ফুলটুল কিছুই ফুটে উঠল না!!
সুপর্ণা ফাল্গুনী
আপনি ই বুঝলেন আমার মনের কষ্টটা। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা তার জন্য। ভালো থাকবেন ভাইয়া। নিরন্তর শুভকামনা
ইঞ্জা
বাতাসে আজ ও গন্ধ পাই তোমার দেয়া ভালোবাসার
আজ ও শুনতে পাই তোমার আগমনের বার্তা।
হৃদয় অঙ্গনে ছাপ পড়ে তোমার চরণধূলির।
কিছু রোমান্স, কিছু আক্ষেপ নিয়ে কাব্যটি সত্যি মন্ত্রমুগ্ধ করলো আপু।
সুপর্ণা ফাল্গুনী
আপনার মন্তব্য খানি মনটা ভরিয়ে দিল ভালো লাগায়। আশীর্বাদ করবেন আমাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
ইঞ্জা
সবসময় আশীর্বাদ আপু, ভালো থাকবেন।
নিতাই বাবু
যদি ভালোবেসে থাকে, তাহলে কখনোই ভুলতে পারবে না নিশ্চয়!
আপনার সব লেখাই মনমাতানো! আমার খুবই ভালো লাগে, দিদি। শুভকামনা থাকলো।
সুপর্ণা ফাল্গুনী
দাদা আপনার এই ভালোলাগা আমার জন্য আশীর্বাদ, অনুপ্রেরণা জোগায় অবিরাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ অহর্নিশি
ফয়জুল মহী
অপূর্ব গাঁথুনিতে অনবদ্য লেখা পড়ে বিমোহিত হলাম।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন । শুভ সকাল
সঞ্জয় মালাকার
আমাকে কাঁদিয়ে তুমি কি সত্যিই সুখী হয়েছো?
পেরেছো কি আমাকে ক্ষণিকের তরে, চিরতরে ভুলতে?
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো। শুভ সকাল
রোকসানা খন্দকার রুকু।
“আমাকে কাঁদিয়ে তুমি কি সত্যিই সুখী হয়েছো?
পেরেছো কি আমাকে ক্ষণিকের তরে, চিরতরে ভুলতে?
হয়তোবা পেরেছো এই ভালোবাসার কাঙালীনিকে
মনের লালসা থেকে মুক্তি দিতে।”
কাউকে কাদিয়ে আসলেই সুখী হওয়া যায়না।
দারুন অভিব্যক্তি আপু।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো আপনার মন্তব্য। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরত
আলমগীর সরকার লিটন
ভালবাসা অমর থাক কোন বাদল ঝরা দিনে কিংবা চাঁদনীরাতে অভাব থাকবে না কোন ক্ষণে
অনেক শুভেচ্ছা রইল কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন অবিরাম
তৌহিদ
বাপরে!! ৯৯ সালের লেখা! আপনার লেখালিখি চালু থাকুক এটাই চাই। ভালোবাসা যে মরেনা লেখাটিই তার প্রমাণ।
চমৎকার লিখেছিলেন তখনো, এখনো! শুভকামনা রইলো আপু।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। আমার জন্য আশীর্বাদ করবেন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
তৌহিদ
প্রার্থণা সবসময়।
আরজু মুক্তা
কেউ কাউকে কষ্ট দিয়ে সুখি হতে পারেনা। আপনিও ভুলো যান। এগিয়ে যান প্রচণ্ড সাহস নিয়ে।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ নিরন্তর
রেজওয়ানা কবির
খুব ভালো লাগলো আপু,তবে আমি বাতাসে আজ লাশের গন্ধ পাই।
সুপর্ণা ফাল্গুনী
খুবই সত্যি কথা। খুব ভালো লাগলো আপু আপনার মন্তব্য। ভালো থাকবেন। শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
কাউকে কাঁদিয়ে কেউ সুখী হয় না বিশ্বাস করুন
এই যে এমন করুন আর্তনাদ, নিঃশ্বাস বন্ধ হওয়া দীর্ঘ এতোটুকুও যন্ত্রণা দেয়নি/দেয়না সেটা কি হতে পারে বলুন। একদমই না সুখ তার চতুর্দিকে ঘুরঘুর করলেও সে কিন্তু কখনো ই সুখী নয়।
সুপর্ণা ফাল্গুনী
খুব সুন্দর করে বলার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। খুব খুব ভালো লাগলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন। সতত শুভেচ্ছা ও শুভকামনা
অরুণিমা মন্ডল দাস
বাহ সুন্দর
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দিদি। ভালো থাকবেন সর্বদা। শুভ কামনা নিরন্তর। শুভ সকাল
সাবিনা ইয়াসমিন
যে ভালোবাসে সে কাঁদায় না। যে কান্নার কারন হয়, সে কখনো ভালোবাসেনি। সবটাই বোঝার ভুল ভেবে সবকিছু ভুলে যাওয়ার মাঝেই হৃদয়ের প্রশান্তি আসে।
সুন্দর কবিতা।
ভালো থাকুন সারাক্ষণ, শুভ কামনা নিরন্তর 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
বরাবরের মতই আপনার সুন্দর মন্তব্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর