যমুনার কালোজল আয়না হয়ে ওঠে
ধীরে ধীরে ফুটে উঠে কিংবদন্তী উপাখ্যান
বাইজীর মুজরায় মশগুল
আয়েশী মদ্যপ মোগলের
হঠাৎ বদলে যাওয়া নিদারুণ আত্মদান
যুগলবন্দি প্রেম
আর প্রণয়ীর অপরূপ মানসকল্প
পাথরের বুকেও জাগে ভালোবাসা
জোসনা রাতে যমুনার জলে তার প্রতিকৃতি
শ্বেতপদ্ম- তাজমহল
৮টি মন্তব্য
প্রিন্স মাহমুদ
ভাল লিখেছেন ।
সাদিক মোহাম্মদ
ধন্যবাদ……
জিসান শা ইকরাম
” পাথরের বুকেও জাগে ভালোবাসা ” – সুন্দর ।
সাদিক মোহাম্মদ
ধন্যবাদ…… -{@
খসড়া
পাষানেরও ঘুম ভাঙালেন।
সাদিক মোহাম্মদ
ধন্যবাদ
শুন্য শুন্যালয়
খুব ভালো লেগেছে, অল্প কএকটা লাইনে সুন্দর প্রকাশ।।
সাদিক মোহাম্মদ
-{@