
শুনছ তুমি টেপার মাতা
লিখছে গুগল কি?
চন্দ্রতে যে রাজরানী সে
বিশ্বে এলে ঝি!
কও কি ওগো টেপার বাবা
সব পুড়ে হোক ছাই,
চলো তবে আজ দু’জনে
চাঁদের দেশেই যাই!
টেপার বাবা বললো মোদের
মিটবে কি সে আশ!
সেথায় নাকি পুরুষ লোকের
নেই কোন গেট পাস!
আমি না হয় পরেই যাবো
আসলে সুযোগ ফের,
টেপার মাতা বললো ফিকির
পাইনি কি আর টের!
আজ যদি যাই চাঁদের দেশে
তোমায় দিয়ে হাল,
ঠিক তুমি ফের করবে বিয়ে
না পেরোতেই কাল!
১৯টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ ছন্দময় কবি দা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন কবি দা।
সুস্থ থাকুন ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
হা হা হা হা। সেটাই টেপার মায়ের জ্ঞান দেখে হয়ে গেলাম অজ্ঞান। পুরুষের ফন্দি ফিকির!!
চমৎকার রম্য ছড়া। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
বোরহানুল ইসলাম লিটন
জী প্রিয় কবি
টেপার মায়ের কাছে কোন ফন্দি ফিকির চলবে না।
সুন্দর মন্তব্য পেয়ে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ রইল অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
জিসান শা ইকরাম
রম্য ছড়া বেশ ভালোই হয়েছে।
শুভ কামনা।
বোরহানুল ইসলাম লিটন
খুব খুশি হলাম আপনাকে পাতায় পেয়ে।
কৃতজ্ঞতায় আন্তরিক ধন্যবাদ রাখলাম অন্তহীণ।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
শুভ কামনা অবিরাম।
মনির হোসেন মমি
আজ যদি যাই চাঁদের দেশে
তোমায় দিয়ে হাল,
ঠিক তুমি ফের করবে বিয়ে
না পেরোতেই কাল!
হা হা হা বিশ্বাস নাইরে পাগলা। মুগ্ধ।
বোরহানুল ইসলাম লিটন
সব জায়গায় সন্দেহ মনির ভাই।
মূল্যবান মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ রইল অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
আরজু মুক্তা
হা হা। টেপার মা আসল রহস্য বুঝছে।
ভালো লিখলেন রম্য।
শুভকামনা
বোরহানুল ইসলাম লিটন
স্বামী ভক্ত টেপার মা
তাইতো টেপার বাবাকে ছেড়ে কোথাও যেতে রাজি না।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অন্তহীণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
রোকসানা খন্দকার রুকু
হা হা হা হা কি অসাধারণ! মজা পেলুম।🥰🥰
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন অন্তহীণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
ছাইরাছ হেলাল
দারুন ছড়া লেখেন আপনি।
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
পপি তালুকদার
হাল ছেরে দিলে যা হয়! দারুন হয়েছে ছড়া।শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক ধন্যবাদ রইল অন্তহীণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বেশ চমৎকার লিখেছেন।
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্যে প্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ রইল অফুরাণ।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনিও সুস্থ আর ভালো থাকবেন। শুভ কামনা রইলো।