একি আমি কোথায় যাচ্ছি!আজতো ঢাকা বই মেলায় যাবার কথা।সেখানে সোনেলার কত কত প্রিয় মুখ অপেক্ষায় আছে…আর অপেক্ষায় থাকবেন না কেনো,আজ যে সোনেলা ব্লগের ভার্চুয়াল জগৎতের মানুষেরা একত্রে আড্ডা দিবেন,বই মেলায় প্রিয়দের বই সংগ্রহ করবেন,বাদাম ফুসকা আরো কত কি খেতে খেতে গল্পে কবিতায় মসগুল থাকবেন সবাই,সে এক জীবনের অন্য রকম মুহুর্ত…কিন্তু আমি যে দিকে যাচ্ছি শুধু যাচ্ছি আর যাচ্ছি…. পথতো ফুরোয় না আর যা দেখছি সবিই কেমন যেনো অচেনা অচেনা লাগছে এ সব জায়গাতো আমার দেশের নয় মনে হচ্ছে…চোখের সামনে এতো বড় মরুভুমিতো….আমার দেশে নেই, তাহলে!তাহলে কি আমি ভিন দেশে?এর মধ্যে মিষ্টি জিন আপুর মতো কেউ একজন যেনো হঠাৎ কাছে এসে বললেন….কি ব্যাপার মমি ভাইয়া সোনেলা আড্ডায় যাবেন না সময়তো চলে যাচ্ছে?যদিও প্রথমে তাকে দেখে একটু সাহস পেয়েছিলাম কিন্তু পরক্ষণেই তার অদৃশ্য হয়ে যাওয়া কিংবা তাকে দেখতে না পেয়ে অবাক হলাম এ কাকে দেখলাম আমি!সেতো ব্লগের মিষ্টি জিন আপু,যিনি বিদেশ বিভূয়ে তাহলে কি আমি অন্য দেশে চলে এসেছি!না না তা কি করে হয়?ভাবছি আর হাটছি কোন দিকে যাচ্ছি কোথায় যাবো ঐ মুহুর্তে ঠিক মনে নেই শুধু হেটেই যাচ্ছি..তবে গন্তব্যের দৃশ্যপট ঘটে যেখানে এতক্ষণ মরুভুমির মতো এলাকাটি দেখছিলাম তা এখন গভীর সমুদ্রের রূপ নেয়…প্রচুর বাতাসের দুষ্টুমিতে মাথার আমার চুলগুলো এলোমেলো দেখাচ্ছে…হঠাৎ দৃষ্টি পড়ে সমুদ্রের মধ্যাকাশেঁ,বেশ লম্বা দুটো ডানা মেলে সমুদ্রের বিশাল একটি পাখি ধেয়ে আসছে আমার দিকেই..আমি হত ভম্ভঃ পাখিটা কি আমার দিকেই আসছে! মনে হয় তাই কিন্তু কেনো?মনে পড়ল শুন্য আপুর কথা…এখানে শুন্য আপু থাকলে নিশ্চয় এতো সুন্দর পাখিটাকে ক্যামেরা বন্দি করতে।যেই ভাবনা সেই মুহুর্তে তার উপস্থিতি…সে দৌড়ে এসে হঠাৎ এক গাল মিষ্টি হেসে বললেন ‘আমি তোকে ছাড়ছি না তোকে আমার ক্যামেরায় বন্দি করবই করব…এমন সব জিদালো মন্তব্য করে না দেখার ভান করে আমায় পাশ কেটে ক্যামেরা হাতে নিয়ে গুড সর্টের আশায় উড়ন্ত পাখিটির পিছু নিলেন।আমিতো অবাক বোবা মুখে শুধু চেয়ে চেয়ে দেখলাম আর ভাবলাম….অবাক সব কান্ড শুন্য আপু এখানে?তাহলে আমি এখন কোথায়?
গন্তব্যের অনিশ্চয়তায় ভয়ে শরির কাপছে… মাথা ঘুরছে পা বলছে…এগুবো না আর।আড্ডায় যোগ দিতে না পারার তীব্র উত্তেজনা মন বিষিয়ে উঠে।দূর ছাই কখন যে আড্ডায় যাই।
হঠাৎ ফোনের রিং টুনের শব্দে চমকে উঠে কিছুক্ষণ নিশ্চুপ।ঘুমের চোখেই ফোন রিসিভ করলাম।অপর প্রান্ত হতে
-হ্যালো ভাইয়া আজকে যে সোনেলার মিলন মেলার হবার কথা ছিল তা বেশ কয়েক জন প্রিয় ব্লগারদের সময় ও সুযোগের করনে আজ তা হচ্ছে না।পরবর্তী তরিখ নির্ধারিত হয়েছে ২৪শে ফেব্রুয়ারী।
আমি কিছুই বলতে পারলাম না শুধু কান থেকে ফোনটি নামিয়ে তা ছুড়ে মারলাম বিছানায়।ফোনের অপর প্রান্তের লোকটি বলেই যাচ্ছে হ্যালো হ্যালো ভাইয়া শুনতে পারছেন…শুনতে পারছেন।আমি বিছানায় বসে অসুস্থ মুরগীর মতো মাথা নীচু করে ঝিমুচ্ছি।ঝিমুনির এক ফাকে ফোনটি হাতে নিয়ে দেখছি কে কলটি করেছিল….মজিবর ভাইয়া।
আজ সেই দিন
“শুভ হউক আড্ডার সকল আয়োজন”
ধন্যবাদ ও কৃতজ্ঞ নিবেদন
সোনেলা কর্তৃপক্ষে
২১টি মন্তব্য
মিষ্টি জিন
মনির ভাই আমি তো জীন মরুভূমিতেই আমার বাস তাই হটাৎ দেখা দিয়ে আবার হারিয়ে যাই।
ইনশাআল্লাহ পরের বার দেখা হবে।
সবাই মিলে আড্ডাদিন,মজাকরুন। আমার নাম করে এক প্লেট ফুসকা বেশী খাবেন।
আর বেশী বেশী করে ছবি দিবেন।
অনেক সুন্দর লিখেছেন। -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
দিদিরা নেই ফুসকা কি মুখে যাবে -{@
নীহারিকা জান্নাত
কাল ঈদ।
সোনেলার ঘরে ঘরে আনন্দ 😀 \|/
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
খুব ভাল লাগল মিলন মেলায় আপনার সাথে কথা বলে।এবার পরবর্তী পদক্ষেপের জন্য এগুতে হবে। -{@
নীহারিকা জান্নাত
সবাইকে দেখে আমারও খুব ভালো লেগেছে।
আবারও দেখা হবে ইনশাআল্লাহ।
জিসান শা ইকরাম
অপেক্ষায় আছি -{@
সৈয়দ আলী উল আমিন
শুভ হোক মিলন মেলা।
রিমি রুম্মান
আহা রে ! কত অভাগী আমি ! 🙁
নীহারিকা জান্নাত
এভাবে বলবেন না আপা। কোন একদিন নিশ্চই দেখা হবে সবার সাথে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হয়তো হবে দেখা
কেউ থাকবে
কেউ বা থাকবে না -{@
ধন্যবাদ আপু
ইকরাম মাহমুদ
প্রিয়মুখ মেলা জমেছে বেশ, মনে হচ্ছে
বায়রনিক শুভ্র
নিমন্ত্রণ পাই নাই । ;(
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
তাই প্রস্তুত থাকবেন বড় কোন আয়োজনে। -{@
মৌনতা রিতু
আমি এবার জোর করে নিমন্ত্রন নিছি। মোরে কেউ দাওয়াত দেয় নাই। তাই কাইল কেউ একটা ফোনও দেয় নাই।
না দিক।
শুন্যের এই ছবি তোলার নেশাটা জব্বর একটা নেশা।
হুম, খুব ভাল। সবাই এক হয়েছেন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
পরিবারে কিছু লোক থাকেন যারা সারা জীবন কেবল মেহমানদারীই করে থাকেন দাওয়াত পান না অথচ তারে ছাড়া ঐ অনুষ্ঠানই অচল।আপনি ঠিক তেমনি।একটু অসময়েই এসেছিলেন বই মেলায়।ধন্যবাদ। -{@
ছাইরাছ হেলাল
সত্যিই টানটান উত্তেজনা,
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
মিলন মেলার ঠিকানা অনেকেই খুজেঁও ব্যার্থ হয়েছেন তবুও কেউ খুজেঁ েয়েছেন কেউ বা পাননি এমন উত্তেজনা কেবলি মনের টান -{@ ধন্যবাদ ও কৃতঞ্জ সুন্দর একটি মুহুর্ত উপহার দেয়ায়।
শুন্য শুন্যালয়
হি হি বুঝতে পেরেছি আড্ডা শুনেই মনির ভাইয়া জ্বীন আপু আর আমাকে মিস করেছে 🙂
ইশ তাইতো অইসময় আপনার জন্যেই পাখিটা মিস করে ফেললাম। পাখির ছবি তুলতে গিয়ে আপনাকে দেখে ক্যামেরাই পড়ে গেলো হাত থেকে 😀
উত্তেজনা না ছাই, আমি ছাড়া আড্ডা আবার জমে নাকি? :p
মজারু পোস্ট মনির ভাইয়া 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ঠিক তাই শুন্য ছাড়া লক্ষ কোটি হয় কি করে।ধন্যবাদ। -{@
নীলাঞ্জনা নীলা
মনির ভাই ঠিকই বলেছেন শুন্য আপু ছাড়া লক্ষ কোটি হয় কি করে! 🙂
চাটিগাঁ থেকে বাহার
ভালো লাগলো। -{@ -{@