টানাপোড়েন//

বন্যা লিপি ১৭ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ১২:৪২:০৭পূর্বাহ্ন কবিতা ৩২ মন্তব্য

হয়তো লিখবো আবার কখনো…..
নয়তো বন্ধ করে ডায়রীর পাতা ফিরে যাবো অন্যকোনো পৃষ্ঠায় লিখতে বাজার ফর্দ।
নির্বাসনের এক মহা গারদের ঘুলঘুলিতে আটকা থাকুক যাবতীয়
কাব্যের বর্ণমালা।
লিখবো……
সময়কে হাতে ধরে ঠাঁসবুনটে লিখে রেখে যাবো যাবতীয় প্রাপ্তি-অ-প্রাপ্তির
খেরো খরচা।
খুব করে দোটানা নয়! টানাটানি’র টানাপোড়েনে নিঃশ্ব ভালবাসার রম্যকথন নয়তো জলকাব্য।

খুব ইচ্ছের কাছে হেরে যাওয়া এক বিকেলের কাশফুল প্রণয়ের গল্প!
লিখবো…….
কষ্ট পেয়ে নষ্ট হওয়া অরন্যরোদনের ইতিকথা। বুকপাঁজরে জমিয়ে রাখা নিমতিতার উপকারী তিক্ততা।

৮৫০জন ৬৮০জন

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ