বহুদিন আগে জানতে চেয়েছিলাম ,
তোমার কাছে —
আচ্ছা বলতে পারো কোন ব্র্যাণ্ডের অ্যালকোহলে খুব বেশী নেশা আছে ?
তুমি বললে , “আদরে…।”
বোকার মতো বললাম , কিনে এনে দেবে ? কতো দাম ? তা নইলে আমি-ই গিয়ে নিয়ে আসবো…
আচ্ছা কি বলতে হবে ? আদর ? এই বানানটা লিখে দাও তো ।
তুমি তখন হো হো করে হেসে উঠলে ।
বললাম কি হলো , হাসছো কেন ?
—সূচী , ওই ব্র্যান্ড দোকানে পাওয়া যায়না ।
—তাহলে , কোথায় পাবো আদর ?
—এখানেই আছে সেটা ।
—ওহ তাই ? কবে এনেছো ? আমাকে বলোনি কেন ?
—যেদিন তোমার সাথে পরিচয় হয় । যেদিন আমি তোমার ঘর হতে চেয়েছিলাম , সেদিন থেকে তো এই একটাই নেশা করে যাচ্ছি ।
—আমি সত্যি বুঝতে পারছি না । দাওনা আমাকে । এ জীবনে একটিবার এমন নেশা করতে চাই ,
যাতে না-পাওয়াগুলো আর ভ্যাংচি না কাটে ।
—আমি তো সেই নেশা তোমাকে দিতে পারবোনা সূচি ; কেন যে আমি বারান্দা হয়েই রইলাম না !
—উফ এমন ন্যাকামো করোনা তো…দেবে এনে ? আদর খেয়ে আজ আমি মাতাল হবো ।
আরাধ্য আজ তুমি কোথায় আছো , জানিনা । কিছু কথা খুব মনে পড়ে , তবে মনের কোথাও গেঁথে নেই । আমিও জানি তোমারও মনের কোথাও এখন আর আমি নেই । একটুকুও খারাপ লাগে না তাতে । সবকিছুরই তো বিপরীত এবং সমান প্রতিক্রিয়া আছে , তাই না ? তবে কখনো কখনো খুউব হাসি পায় ওই কথাটা মনে পড়লে , নেশা কোনটায় বেশী…তোমার সেই শান্ত চোখের নীরবতায় বলে ওঠা , “সূচির আদরে…।”
হ্যামিল্টন , কানাডা
২৪ আগষ্ট , ২০১৩ ইং ।
**গদ্য এই কবিতাটি যদিও প্রেমের। একটি ছেলে এবং মেয়ের কথোপকথন। কিন্তু একটা পার্টিতে বেশ আড্ডা হচ্ছিলো সব বন্ধুরা মিলে, তখন জানতে চাইলাম আচ্ছা কোনটায় বেশী নেশা হয়? আমি আসলে হার্ড ড্রিঙ্কের নাম জানতাম না। আমার একটা বন্ধু বললো, ব্র্যান্ডের নাম “রাগ।” ওটা মারাত্মক নেশার। আর আমার আরেকটা বন্ধু বললো, “আদরে।” আমি সত্যি ও দুটোকে অ্যালকোহল ভেবে নিয়েছিলাম। অনেক হাসি হলো। বড়ো আনন্দের দিন ছিলো। হঠাৎ করে লেখাটি চোখে পড়ে গেলো। আজকাল আমরা সবাই ব্যস্ত। এতোটাই ব্যস্ত যে কথা হয়না। ওরা এখন দেশে চলে গেছে। “আদর” শব্দটি লিখিয়ে নিলো এই কবিতাটি।
৫০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ব্যস্ততায় অনেক কিছু কেড়ে নিলেও ‘আদর’ কেউ নিয়ে নিতে পারেনি তা লেখার
উচ্ছলতা থেকেই টের পাচ্ছি। আপনার আবেগময়তা আমাদের ও ছুঁয়ে যাচ্ছে।
চলতে থাকুক।
নীলাঞ্জনা নীলা
এভাবে প্রতিটি লেখার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। -{@
নীতেশ বড়ুয়া
‘আদর’ নেশায় সবাই আচ্ছন্ন থাকে।
ভাল লেগেছে এই আদরের ব্রান্ড নিয়ে বলা কথাগুলো 😀
নীলাঞ্জনা নীলা
ওই আড্ডায় থাকলে হাসতে হাসতে শেষ হতেন। আমি সত্যি ভেবে নিয়েছিলাম ‘আদর’ একটা কোনো অ্যালকোহল বুঝি। :D)
ধন্যবাদ আপনাকে।
নীতেশ বড়ুয়া
আড্ডার পুরো কথোপকথন তুলে আনেন আপনার লেখায়। শুধু একটা ব্রান্ড নিয়ে থাকলে হবে না, পুরোটাই চাই প্লীজ 😀
নীলাঞ্জনা নীলা
কোনো ব্যাপারই না। আমাদের বন্ধুদের আড্ডায় আমি হলাম দুষ্টু নাম্বার এক। কিন্তু সেসব দুষ্টুমী হলো পটর পটর করা। তো কথায় কথায় উঠলো কেউ কি কখনো ড্রিঙ্ক করেছে? স্বাভাবিক উত্তর আমি করিনি। নামের মধ্যে জানতাম ওয়াইন কারণ ওটা নাকি আঙ্গুর ফলের রস। আর বিয়ার। ওয়াইন/বিয়ার যে অনেক নামের সেটাও জানতাম না। যখন জানলাম জিজ্ঞাসা করলাম কোনটায় বেশী নেশা হয় তোরা জানিস? আমার রাগ অনেক বেশী, তাই একটা বন্ধু বললো রাগে অনেক নেশা। বললাম ওটা কি ওয়াইন/বিয়ার? বললো এটা আলাদা ব্র্যান্ড। আরেকটা বললো, না রে নীলা আদরে নেশা বেশী। আমি বললাম কি অদ্ভূত তাই না? আমাদের বাংলা শব্দ দিয়ে এলকোহলের নাম। ওরা খুব হাসলো। এরপর মাথায় একটা চাঁটি দিয়ে বললো, “যাদের রাগ বেশী, ওদের মাথা মোটা হয়।” :D)
:D)
:D)
:D)
:D)
নীতেশ বড়ুয়া
সেদিন জানতে পেরেছিলাম,
-তোমার আছে।
-কি আছে জানলে!
-জানলাম আমার আদরের নেশার ব্রান্ডটি একমাত্র তোমার কাছেই আছে, আর…
-হুম?
-কিছু না; থাক, আমি সেই নেশায় বুঁদ হয়ে আছি! থাকতে চাই।
সেই যে আমি ‘কিছু না, থাক’ বলে তোমার কাছে নেশা চেয়ে নিলাম আর তুমিও অকাতরেই দিয়ে গেলে, জানতে চাইলে আমি কি রেখে দিয়েছিলাম।
-নেশার ঘোর কেটেছে বুঝি!
-না বরং নতুন নেশায় ডুবেছি।
-পুরনো হলাম বুঝি?
-তা নয়, তবে
-তবে কি?
-তবে আদরের নেশায় ডুবিয়ে দিতে গিয়ে ভুলেছো তুমি কিসের নেশায় ডুবেছো!
হা হা করে হেসে উড়িয়ে দিয়েছিলে, নেশার চাঁদিতে চাঁটি মেরে বলেছিলে-
-আমি ডুবিনি তবে তুমি ভুলেছো, আদরে আদরে শুধু আদরই চিনেছো।
-তাই বুঝি!
-তা নয় তো কি শুনি! রোজ সেই একই আদর আর একই নেশা, ভাল লাগে খুব!! ক্লান্তি আসে না?
-আসে তবে সেটা ক্লান্তির নয় রাগের।
-এও কি তবে নতুন নেশা তোমার! পুরনো নেশাকে ছাড়ার?
-হবে হয় তো!
বেশ ক’দিন হয়ে গেলো, বেশ কিছু মাস হয়ে গেলো। বিপরীত এবং সমান প্রতিক্রিয়ায় ‘সূচীর আদর’ নামের নেশাটি স্মৃতি হয়ে গেলো অন্য নেশায়; আরাধ্যের ‘রাগের নেশায়’!
এখন আমি জানি এই নেশা কোথায় পাওয়া যায়… (-3
নীলাঞ্জনা নীলা
ওয়াওওওওওওওওওও… (y)
আমি মুগ্ধ। অসাধারণ! -{@
নীতেশ বড়ুয়া আপনি ভালো লেখেন আগেও পড়েছি, আজ আবারও বলছি ওয়াও। একজন স্থায়ী ভক্ত আপনার হয়ে গেলাম।
নীতেশ বড়ুয়া
উঁহু, আমি আপনার এই কথোপকথনের অনুলিপি রুপ দিলাম আপনার আড্ডার কথাগুলোকে। আমার কিছু না সবই আপনার 😀
নীলাঞ্জনা নীলা
কিন্তু সূচী-আরাধ্যের কথোপকথন আপনি অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এটা যে কেউ বলবে। জিজ্ঞাসা করেই দেখুন। -{@
নীতেশ বড়ুয়া
বলবেই কারণ এটা আপনার লেখারই অনুলিপি (3 😀
নীলাঞ্জনা নীলা
অনুলিপি হোক কিন্তু যা থেকে প্রাপ্ত তাকে ছাড়িয়ে গেছে। যেমন অনুবাদ মাঝে-মধ্যে মূল লেখাকেও ছাড়িয়ে যায়। বোঝাতে পারলাম?
নীতেশ বড়ুয়া
উঁহু! আমি বুঝি কম… অনুলিপি কোনদিন মূলকে ছাড়িয়ে যেতে পারে না। অনুলিপি ভাল হয় একমাত্র মূলের কারণে। আর অনুবাদ কিন্তু ভিন্ন জিনিষ। 😀 :p 😀
নীলাঞ্জনা নীলা
অনুবাদ ভিন্ন সে তো জানি। আমি উদাহরণ দিতে বলেছি কথাটি। ঠিক আছে কি আর করা প্রশংসা নিতে যখন এতোই গররাজি। তাও যা সত্যি তা তো অস্বীকার করা যায়না। তাই না? 🙂
নীতেশ বড়ুয়া
সত্য হচ্ছেঃ আপনার কথোপকথন এতই সহজ ছিলো যে আপনার আড্ডার বাকি অংশকেও সেখানে মানসপঠে নিয়ে যেতে বিন্দুমাত্র কঠিন হয়নি। ঠিকাছে? 😀
নীলাঞ্জনা নীলা
ঠিক আছে মেনে নিলাম। ভাগ্য ভালো সূচী-আরাধ্য বলে কেউ নেই, তাহলে এই লেখা পড়ে :c দিতো। আর আবার ওদের আড্ডা হতো।
নীতেশ বড়ুয়া
:c :v সূচী, আরাধ্য নেই তো কি হয়েছে! তাঁদের জনক তো আছেন! বারেবারেই নানান আড্ডার মাঝে হাজিরা দিবে 😀
নীলাঞ্জনা নীলা
বেশ মজা পাচ্ছি আপনার সাথে কথোপকথনে। হুম এমন আড্ডা হলে মন্দ কি! 🙂
নীতেশ বড়ুয়া
আরে আড্ডা দিতেই আমি এমন তর্ক করে যাচ্ছি। মন্দ কি ‘আদরের নেশা’ ব্র্যান্ডে থেকে ‘রাগের নেশা’ ব্র্যান্ড ভুলে থাকা 😀
নীলাঞ্জনা নীলা
হাসতে হাসতে আমি শেষ। :D) এমন কথার পরিবর্তে কি বলবো, সেটা যে বুঝে পারছি না। তবে রাগের নেশা আমার সবার জন্য নয়। তাই নিশ্চিন্ত থাকতে পারেন। 😀
নীতেশ বড়ুয়া
সে কি! ‘আদরের নেশা’ ব্র্যান্ডের টিকি ধরতে না পারলেও ‘রাগের নেশা’ ব্র্যান্ডটি কিন্তু আমার জন্মগত অধিকারে আছে… কবে ধার নিয়েছেন সেটা বলে দিলেই হয় ;?
নীলাঞ্জনা নীলা
আমার তো মনে হয় আপনি আমার থেকেই রাগ ব্র্যান্ডটা ছিনতাই করেছেন! তাইতো এখন হাসছি। এটা ঠিক না কিন্তু। ফিরিয়ে দিন তাড়াতাড়ি, নয়তো… :@
নীতেশ বড়ুয়া
নো ওয়ে… এতা আমার। আপনি ধার নিয়েছেন কারণ নীল রাগের নেশা না। এখন আমার নেশা ফেরত দিন ;?
নীলাঞ্জনা নীলা
বাহ মগের মুল্লুক নাকি! আমার থেকে নিয়ে আমাকেই বলা? :@ আগুণ জ্বলছে এরপর কিন্তু পুড়ে ছারখার হয়ে যাবে।
নীতেশ বড়ুয়া
যে জলে থুক্কু নীলে আগুন জ্বলে আমি জলে নাই তাই আগুন জ্বলবে না বরং আমার রাগের নেশায় সব উচ্ছন্নে পাঠিয়ে দেবো :@
নীলাঞ্জনা নীলা
আচ্ছা? দেখি উচ্ছন্নে কিভাবে পাঠান। :@
আমি কি করি সেটা বলবো না। যতো গর্জে ততো কিন্তু বর্ষে না এটা সকলেই জানে।
নীতেশ বড়ুয়া
বর্ষনের দরকার কি যদি গর্জনেই সব হয়ে যায়? দেখেন না বাঘ সিঙ্ঘের গর্জনে সবাই দুদ্দাড় পালায় :D)
নীলাঞ্জনা নীলা
আপনি কোনটা? বাঘ নাকি সিংহ?
মারজানা ফেরদৌস রুবা
আদর এক স্বর্গীয় সুধা! বাবু থেকে বুড়ো, জীবনের শুরু থেকে শেষ প্রতি মুহুর্ত মানুষ আদরকে উপভোগ করে।
নীলাঞ্জনা নীলা
খুব সত্যি। আদুরে ব্যবহার দিয়ে সব ভালো পাওয়া যায়।
ধন্যবাদ মারজানা ফেরদৌস রুবা 🙂
অরণ্য
বেশ তো।
আদরে!
মজা পেলাম। একটু জানতে মন চাইলো “আদর” নিয়ে কিছু থাকতেও পারে।
http://www.bystudio.com/portfolio/wine-label-design-adore-cider/
নীলাঞ্জনা নীলা
কই ওটা তো ‘এরডোর’!
আমার বন্ধুরা আমার ওই বোকামী নিয়ে এখনও হাসাহাসি করে। :D)
ধন্যবাদ অরণ্য। 🙂
তানজির খান
আপি, ভাল লেগেছে এই গদ্য কবিতা।
নীলাঞ্জনা নীলা
ভাইয়া অশেষ ধন্যবাদ এবং ভালোবাসা। -{@
মেহেরী তাজ
আদরে নেশা হয়? সত্যি?
আমি তো জানতাম হাসি আর কান্নাতে ভরপুর নেশা আছে। এখন আর একটা যোগ হলো। “আদর”। তার জন্য অনেকটা পথ পারি দিতে হবে আর অনেকটা অপেক্ষাও করতে হবে। :p :p :p
নীলাঞ্জনা নীলা
এ পথ পেড়িয়ে যাবে দেখতে দেখতে।
“ওই শোনো পাখীরা বলছে কথা, একই কথা বলছে সে বারবার
এইতো এসেছে দিন ভালোবাসবার।” (3
অনিকেত নন্দিনী
নেশাচ্ছন্ন কবিতা।
আদর দেয়ার মতো কেউ ঝুলবারান্দা হয়ে থাকলে খুব খারাপ হতো কি? সময়ে অসময়ে নানা অজুহাতে ঝুল বারান্দায় যাওয়া হতো নিয়মিত। ছুতো বাড়ানোর কূটকৌশলে বারান্দা ভরে উঠতো চমৎকার সব ফুলের গাছ আর অর্কিডে।
নীলাঞ্জনা নীলা
আসলেই। একটা ঝুল-বারান্দা হয়ে কেউ যদি আসতো! 🙁
খেয়ালী মেয়ে
বাহ!!! নতুন একটা নেশার নাম জানলাম আদরে..
আপু তোমার লেখা পড়ে কতো কি জানি…..
আদরে এই নেশাটা বোধ হয় অনেকের জন্য নিষিদ্ধ, তারপরও তোমার লেখা পড়ে ভালোই বুঝতে পারছি যে নেশাটা খারাপ না 🙂
নীলাঞ্জনা নীলা
‘আদর’ নেশাটা খারাপ না। আদর এটা জীবনে পেয়েছি বাবা-মা-দিদি-দাদা-ভাই-বোন-বন্ধু তাইতো ভালোবাসতে পারি। আদর কি শুধু লাইসেন্স প্রাপ্ত মানে স্বামী/স্ত্রী?
আমি রোজ আমার গাছেদের আদর দেই।
খেয়ালী মেয়ে দিদিটাকেও আদর (3
লীলাবতী
দিদি,এত ভালো করে কিভাবে লেখেন?কত কিছু নিয়ে লেখেন আপনি!! আজ আদরকে পেলাম ভিন্ন আঙ্গিকে।
নীলাঞ্জনা নীলা
নিজের লেখা পছন্দ না আমার। প্রেমের লেখা ছাড়া লিখতে পারিনা। কি যে বিরক্তিকর!
“এ কোন প্রেম দিলে বিধাতা আমায়!” ^:^
এটা আপনার জন্যে লীলাবতী দিদি (3 -{@
শুন্য শুন্যালয়
নতুন আরেকটা ব্র্যান্ড বাজারে এসেছে আপু। আমরা সবাই এখন সেই নেশায় আক্রান্ত। নীলা ব্র্যান্ড। 🙂
আদরে নেশা আছে সত্যি কথা, কিন্তু রাগেও? হা হা হা। মাথা মোটা নীলা আপুর জন্যই না আজ আদর পেলাম। বেশ বেশ। -{@ -{@
নীলাঞ্জনা নীলা
হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা।
:D)
:D)
:D)
:D)
:D)
:D) ও মাই গড। এতো হাসি আসছে, কিন্তু শব্দ করে হাসতেও পারছি না। সবাই ঘুমে। নীলা ব্র্যান্ডের নেশা ক্ষণস্থায়ী হয় কিন্তু। আগেই জানিয়ে দিলাম। :p অবশ্য এই ব্র্যান্ডের পক্ষ থেকে শুন্য শুন্যালয়কে -{@ (3
স্বপ্ন
আদরের চেয়ে শক্তিশালী নেশা আর আছে নাকি? 🙂
নীলাঞ্জনা নীলা
অবশ্যই নেই। ভালোই জানা আছে দেখছি! :p 😀
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হ্যা ঠিক বলেছেন দিদি পৃথিবীর সেরা এটি তবে সম্পর্কের ভিন্নতায় এর প্রকার ভেদ ঘটে -{@ ।
নীলাঞ্জনা নীলা
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। -{@
ইমন
বাহ! অনেক প্রাঞ্জল লেগেছে। ভালো লাগলো পড়ে -{@
নীলাঞ্জনা নীলা
অসংখ্য ধন্যবাদ আপনাকে ইমন। -{@