ঝুড়িওয়ালা

নাজমুল হুদা ১ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ১১:৪৭:৫৬পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

কথা ছিলো-
আলপথে এক ঝুড়িওয়ালা আসবে উঠোনে;

না থাকবে ফল, রস ঝুড়িতে
উঠোন জুড়ে কথা থাকবে শুধু কথার গন্ধে।

বর্ষা আসলে হিংস্র বাঘের মতো
জ্বর আর হাঁচি জারি হবে
বৃষ্টি তাপে ছায়া নামবে অপ্রস্তুত চির সবুজে।

কথা ছিলো-
দীর্ঘমেয়াদে মালিকানা হবে একদিন
আর চেনা আমি দাঁড়ালে
দরপত্রহীন তাপ নিবে; দু’হাত ভরে দু’ হাতে।

নেত্রকোনা, ময়মনসিংহ।

১জন ১জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ