কথা ছিলো-
আলপথে এক ঝুড়িওয়ালা আসবে উঠোনে;
না থাকবে ফল, রস ঝুড়িতে
উঠোন জুড়ে কথা থাকবে শুধু কথার গন্ধে।
বর্ষা আসলে হিংস্র বাঘের মতো
জ্বর আর হাঁচি জারি হবে
বৃষ্টি তাপে ছায়া নামবে অপ্রস্তুত চির সবুজে।
কথা ছিলো-
দীর্ঘমেয়াদে মালিকানা হবে একদিন
আর চেনা আমি দাঁড়ালে
দরপত্রহীন তাপ নিবে; দু’হাত ভরে দু’ হাতে।
নেত্রকোনা, ময়মনসিংহ।
১৬টি মন্তব্য
নাজমুল হুদা
অর্থলোভী স্বামী নামক জন্তুগুলো মানুষ হোক
কবিতা পড়ুক, কবিতা হোক শান্তির দূত।
শামীম চৌধুরী
আমিতো ভেবেছিলাম ঝুড়িওয়ালা ঝুড়িতে করে অপর্যাপ্ত প্রেম নিয়ে আসবে আর আপনি সেই প্রেমে হাবুডুবু খাবেন। যাহোক কবিতাটা খুব সুন্দর হয়েছে। অর্থবহ।
নাজমুল হুদা
ঝুড়িওয়ালা তা নিয়ে আসে নাই কথা থাকার পরেও । অপেক্ষারত নায়িকা আজ হতাশ। ধন্যবাদ ভাইয়া 😍
শবনম মোস্তারী
বাহ্। দারুন লিখলেন
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 😍
ছাইরাছ হেলাল
বুঝছি, একটু বেশি বেশি বৃষ্টি লাগবে।
নাজমুল হুদা
বৃষ্টি হয় না; ওদের আকাশ নাই
সাবিনা ইয়াসমিন
ছোট কবিতা ভালো লাগলো। শুভ কামনা 🌹🌹
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 😍
শাফিন আহমেদ
অল্প কথায় সুন্দর অনুভূতি ছড়ানো । ভালো লেগেছে।
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ ভাইয়া 😍
মনির হোসেন মমি
কথা ছিলো-
দীর্ঘমেয়াদে মালিকানা হবে একদিন
আর চেনা আমি দাঁড়ালে
দরপত্রহীন তাপ নিবে; দু’হাত ভরে দু’ হাতে।
চমৎকার উক্তি।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
শাহরিন
ঝুড়িওয়ালা অনেক সুখ আর সমৃদ্ধি নিয়ে আসুক আপনার জীবনে।
নাজমুল হুদা
সবার জীবনেই শান্তি নিয়ে আসুক ঝুড়িওয়ালা ।
আপু ধন্যবাদ আপনাকে 💕
রেহানা বীথি
বাহ্, ভালো লাগলো খুব