জাকিয়া জেসমিন যুথি আপুর কাছে আমি কৃতজ্ঞ। আপুকে ধন্যবাদ দিতেই হয় আমাকে সোনেলার মত একটি ব্লগের সাথে পরিচয় করিয়ে দিয়েছে বলে।জিশান ভাইয়ার সহায়তায় হয়ে গেলাম সোনেলার ব্লগার। ভাবতেই ভালো লাগে আজ আমি সোনেলার একজন। কিন্তু মনে মনে লজ্জিতও হই এই ভেবে,যেভাবে সোনেলায় সময় দেয়া উচিত সেভাবে একদমই সময় দিতে পারি না। সংসারের কাজ,বাচ্চাদের সামলানো তো আছেই এছাড়া ছোটো একটা অনলাইন বিজনেস আছে।যেটাতেও সময় দিতে হয়। এরমাঝে সময় পেলে একটু উঁকিঝুকি দিয়ে যায় প্রিয় ব্লগ সোনেলায়।
সোনেলার কাছে আমি কৃতজ্ঞ । আমার প্রতিটা লেখায় সোনেলার ব্লগারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি।বিশেষ করে এডমিন প্যানেলের উৎসাহ আমাকে লেখার প্রতি আগ্রহী করেছে। “স্বপ্ন” শিরোণামে আমাকে গল্প লেখার সুযোগ করে দিয়েছে সোনেলা।যে মানুষ আমি গল্প লিখতে ভয় পেতাম,সেই মানুষটির ভেতর থেকে লেখা টেনে এনেছে সোনেলা। আর সেই লেখায় অসংখ্য উৎসাহমূলক মন্তব্য আমাকে আপ্লুত করেছে।আর গল্প লেখার তাগিদও অনুভব করছি প্রতি ক্ষণে ক্ষণে।যদিও সোনেলার জন্য একটা গল্প ধরেও শেষ করতে পারিনি সময়ের অভাবে।বুঝে গেছি সোনেলার ব্লগার ও এডমিন প্যানেলের উৎসাহ,অনুপ্রেরণা একজন ব্লগার লেখার আগ্রহ পায়।
একটা কথা বলতেই হয়,ফেইসবুকের অনেক পেইজ আছে লেখালেখির জন্য তার ভিতর কছু পেইজে অনেক আগে থেকেই আমার লেখালেখির চেষ্টা অব্যাহত আছে।সোনেলার কাছে যে ভালবাসা ও অনুপ্রেরণা পেয়েছি তা অন্য কোনো পেইজে জোটেনি। তার কারণ এখানকার এডমিন,মডারেটর এবং ব্লগারগণ খুবই এক্টিভ। তাঁরা প্রতিটি ব্লগারের লেখা মন দিয়ে পড়েন এবং খুব সুন্দর করে মূল্যায়ন করেন।
খুব বেশি দিন হয় নি আমি সোনেলার একজন হতে পেরেছি। কিন্তু ভালোবেসে ফেলেছি বহুগুণ পরিমাণে। সোনেলার এই জন্ম মাসে বার বার বলতে ইচ্ছে হয়- জয়তু সোনেলা,জয়তু সোনেলার এডমিনবৃন্দ,মডারেটর ও ব্লগারগণ।
৩৩টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
দারুন আমি ও যূথীর মাধ্যমে সোনেলাকে পেয়েছি আর হাতেখড়ি দিয়ে পাশে থেকেছে ইকরাম দাদা ভাই। আর সোনেলার ব্লগারগণ তো আমার আশীর্বাদ ও অনুপ্রেরণা। খুব ভালো লিখেছেন আপু। ভালো থাকুন সবাইকে নিয়ে। শুভ কামনা রইলো
সাদিয়া শারমীন
তাহলে তো আপনার সাথে আমার দারুণ মিল! ভালো লাগলো আপনার মন্তব্য।আপনিও ভালো থাকবেন দিদি।
আরজু মুক্তা
জয় হোক সোনেলার।
আপনিও সুস্থ থাকুন
সাদিয়া শারমীন
আপু আপনার জন্য শুভ কামনা।ভালো থাকবেন।
সুপায়ন বড়ুয়া
আপনার জয়যাত্রা অব্যাহত থাকুক
সোনেলার সাথে।
লেখার চেষ্টায় থাকুন
দিনে ও রাতে।
শুভ কামনা।
সাদিয়া শারমীন
দাদা,আপনার প্রতিটি মন্তব্য আমাকে লেখ্র উৎসাহ যোগায়। ভালো থাকবেন।
রোকসানা খন্দকার রুকু
জয় হোক সোনেলার।জয় হোক আমাদেরও এটাই কামনা।
শুভ কামনা রইলো।
সাদিয়া শারমীন
জ্বি আপু ।আমাদের সকলের কামনা সোনেলার জয় হোক।
আলমগীর সরকার লিটন
এ কেমন আছেন নিয়মত হন অনেক অভিনন্দন ও শুভেচ্ছা নিবেন———
আলমগীর সরকার লিটন
মন্তব্য করেছি জাকিয়া জেসমিন যুথি আপুর জন্য
সাদিয়া শারমীন
আপু ভালো আছেন।অন লাইনে গ্রাফিক্সের ক্লাস করান। তাই ব্যস্ত আছেন।
শামীম চৌধুরী
আপনার সাজানো গুছানো অনুভূতির প্রকাশ দেখে আপ্লুত হলাম। সোনেলা শুধু তিন অক্ষরে কোন নাম না। সোনেলা লেখক তৈরীর কারখানা। যা কিনা সোনালী ভালোবাসায় গুনীজনদের আবৃত করে রাখে।
শুভ কামনা রইলো।
সাদিয়া শারমীন
আসলেইভাইয়া তাই। লেখক তৈরীর কারখানা।এবং যে উৎসাহ আমি সোনেলা থেকে পেয়েছি তা তে আমার লেখার আগ্রহ বাড়িয়ে দিয়েছে বহুগুণ।
ছাইরাছ হেলাল
আমার আপনার কাছে আর একটু সময় পেতে/চাইতেই পারি।
এবং তা চাচ্ছিও।
সাদিয়া শারমীন
অবশ্যই ভাইয়া ।আমিও সোনেলায় নিয়মিত হতে।
তৌহিদ
সোনেলার উঠোনে আপনার বিচরণ দীর্ঘতর হোক এটাই কাম্য। সোনেলার জন্মোৎসবে আপনাকেও অনেক শুভেচ্ছা আপু।
সাদিয়া শারমীন
ভাইয়া সোনেলার জন্মতীথিতে আপনাকে শুভেচ্ছা।দোয়া রাখবেন যেন সব সময় সোনেলার সাথে থাকতে পারি।
তৌহিদ
অবশ্যই আপু।
সাবিনা ইয়াসমিন
“ খুব বেশি দিন হয় নি আমি সোনেলার একজন হতে পেরেছি। কিন্তু ভালোবেসে ফেলেছি বহুগুণ পরিমাণে ”
এরচেয়ে আনন্দের কথা আর কি হতে পারে! ভালো লাগলো সোনেলার প্রতি আপনার অনুভূতি জেনে। এখানে আপনার পথচলা আরও সুন্দর, সাবলীল হোক এটাই কামনা করি। ভালো থাকুন, নিয়মিত লিখুন।
শুভ কামনা নিরন্তর 🌹🌹
সাদিয়া শারমীন
আপ্লুত আপু আপনার মন্তব্যে। আপনাদের পাশে নিয়ে যেন লিখে যেতে পারি সেই দোয়া করবেন।
জিসান শা ইকরাম
লেখা লেখির জন্য মনের মত একটি প্লাটফর্ম পাওয়া আসলে কঠিন। ফেইসবুকে আপনি একটি লেখা দিলে লেখা সম্পর্কে পাঠকের বিস্তারিত মনোভাব পাবেন না। ভালো লেগেছে, সাইস, এক্সিলেন্ট ইত্যাদির মধ্যেই পাঠ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন সবাই ফেইসবুকে। কিন্তু সোনেলা ব্লগএ আপনি আপনার লেখার সত্যিকার পাঠক পাবেন। প্রায় সবাইই আপনার লেখাটি পড়ে মন্তব্য করবেন। ফেইসবুকের মত পোষ্ট দেয়ার এক সেকেন্ডের মধ্যে লাইক আর মন্তব্য সোনেলায় নেই।
আপনি মুলত কবিতা লেখেন। অথচ স্বপ্ন পর্বটি কত সুন্দর ভাবে লিখলেন। আমি নিজেও খুব অবাক হয়েছি এমন পরিপাটি লেখা পড়ে।
আপনার আত্মবিশ্বাস জন্মেছে গল্প লেখায়। আপনি যে গল্পও অনেক ভালো লিখবেন সে বিষয়ে আমি নিশ্চিত। আশা করবো কবিতার পাশাপাশি নিয়মিতই গল্পও পাবো আপনার কাছে।
সোনেলায় আপনার বিচরণ অল্প দিন হলেও সবার সাথে একটি ব্লগীয় হৃদ্যতা প্রতিষ্ঠিত করেছেন আপনি।
আরো কিছুটা সময় চায় আপনার কাছে সোনেলা ব্লগ।
শুভ কামনা, শুভ ব্লগিং।
সাদিয়া শারমীন
ভাইয়া আপনার মন্তব্যে আমি আপ্লুত। অনুপ্রাণিত হচ্ছি আবারো। সোনেলার একজন হতে পেরে আমি সত্যিই গর্বিত।
ইঞ্জা
চমৎকার লিখেছেন আপু, সত্যি সোনেলায় এলে এর উঠোনের মায়া ভুলানোই দায় হয়ে যায়।
আপনাকে একটা কম্পলিমেন্ট দিই, আপনি কবিতার চাইতে গল্প, প্রবন্ধ এই সবে ভালো দেখছি, এদিকে বাড়লেই আশা করি ভালো করবেন।
শুভেচ্ছা জানবেন।
সাদিয়া শারমীন
জ্বি ভাইয়া ।আমি আগামীতে সোনেলার জন্য গল্প নিয়ে আসবো ইনশা আল্লাহ। দোয়া রাখবেন আমার জন্য
ইঞ্জা
অপেক্ষায় রইলাম। 🙂
সুরাইয়া পারভীন
সবার ভালোবাসায় সিক্ত হোক সোনেলার উঠান। ব্লগারের পদচারণায় মুখর হোক সোনেলার প্লাটফর্ম।
ভালোবাসি
ভালোবাসি
ভালোবাসি
এবং ভালোবাসি সোনেলা
সাদিয়া শারমীন
আপনার জন্যও শুভ কামনা। সোনেলাত উঠোন এমন হাজারো ব্লগারের পদচারনায় মুখর হয়ে উঠুক।
প্রদীপ চক্রবর্তী
সোনেলার জন্মতিথিতে আপনার একান্ত ভাবনা
জানান দেয় সত্যিই আপনি সোনেলার একজন।
যা ভালোবাসার অসাধারণ এক বহিঃপ্রকাশ, দিদি।
শুভকামনা জানাই।
শুভ ব্লগিং।
সাদিয়া শারমীন
আপনাকে অনেক ধন্যবাদ দাদা। শুভ কামনা আপনার জন্যও।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা ।
সাদিয়া শারমীন
আপনার জন্যও শুভ কামনা।ভালো থাকবেন।
মনির হোসেন মমি
যূথী ম্যাডাম সোনেলার একটা রত্ন।আপনার লেখা পড়ে আপ্লুত হলাম।বেশ সুন্দর করে সোনেলার জন্মাৎসব নিয়ে লিখলেন। ভাল থাকবেন।সুস্থ থাকবেন।আর আপনার বিজনেস নিয়েও স্মৃতিময় ক্রিটিক্যাল অধ্যায়গুলো জানার আগ্রহ জানাচ্ছি।
সাদিয়া শারমীন
ভাইয়া আপনি আমার বিজনেসের স্মৃতি জানতে চেয়েছেন। আমিও লেখার আগ্রহ প্রকাশ করছি।আপনিও ভালো থাকবেন।