, সা দা মা ঠ…..তুমি সত্যের অঙ্গীকার…
তুমি আনন্দ আমার সত্যি উপহার।
জীবন- তুমি কার ভেলাতে ভাসো..
আমার চোখে অশ্রু হয়ে তুমি কেন হাঁসো,
জীবন,রাস্তা দিয়ে ছোটলে তোর গাড়ি
থমকে দাঁড়াও হঁঠাৎ তুমি, চমকে উঠি আমি!
জীবন তুমি কি মায়াতে, দিয়েছ জন্মস্বাদ
মানব কূলে বিণয় করে সত্য সমজাত,
কর্মরত জীবন আমার অল্প আয়ের দ্বারা
দ্বোষের কুটি জীবন আমার- আনন্দের এক ধাপ,!
জীবন- তুমি অন্তরঙ্গ রঙের একটা মঞ্চ
মঞ্চ আজ সমাজ শিক্ষা সত্য মিথ্যের কেন্দ্র,
জীবন – তুমি আমার ধারে মায়ের ভাঙা মন
তোমায় নিয়ে পাড়ায় পাড়ায়,দন্দ সারাক্ষণ!
জীবন- তুমি পৌঁছে দিও সমাজ শিক্ষার দ্বারে
আমি যেনো দাঁড়াতে পারি তোমার হাতটা ধরে,
জীবন তুমি স্বপ্ন আমার সুখ পাখিটির মায়া
চিহ্ন পাড়ার ছাঁপ হয়েছে তোমার যোগের দ্বারা।
১৮টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
জীবন কে নিয়ে জীবনের আলাপন। সত্য-মিথ্যার দ্বন্দে আমাদের যাপিত জীবন এক রঙ মঞ্চের মতই। এখানে কেউ পাঠ শেখায়, কেউ শিখে নেয়। আবার কেউ দর্শক এর ভূমিকায় দেখে যায়।
মৌলিক লেখাটি সুন্দর হয়েছে দাদা। শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
সত্যি দিদি,
জীবন কে নিয়ে জীবনের আলাপন। সত্য-মিথ্যার দ্বন্দে আমাদের যাপিত জীবন এক রঙ মঞ্চের মতই। এখানে কেউ পাঠ শেখায়, কেউ শিখে নেয়। আবার কেউ দর্শক এর ভূমিকায় দেখে যায়।
ধন্যবাদ দিদি অনেক অনেক শুভেচছা রইলো
রেহানা বীথি
স্বপ্নই এগিয়ে নিয়ে যায় জীবনকে।
খুব ভালো লাগলো।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি,অনেক অনেক ভালোলাগা রইলো৷
বন্যা লিপি
জীবন।জীবনের নানা রঙ।রঙের চড়াই উৎরাই নিয়েই আমাদের জীবনযাপন। ভালো লেখা। শুভ কামনা 🌷🌷
সঞ্জয় মালাকার
সত্যি বলছেন দিদি, জীবনের নানা রঙ, রঙের চড়াই উৎরাই নিয়েই আমাদের জীবনযাপন।
ধন্যযোগ্য হলাম দিদি, শুভেচ্ছা রইলো ভালো থাকুন সব সময়।
নাজমুল হুদা
জীবনের কলতানে জীবন চলে
সঞ্জয় মালাকার
হু – ধন্যবাদ দাদা।
মোস্তাফিজুর খাঁন
অসাধারণ সুন্দর একটা কবিতা পড়লাম ।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা, পড়েছে তাতে অনেক আনন্দিত হলা।
মনির হোসেন মমি
জীবন তুমি কি মায়াতে, দিয়েছ জন্মস্বাদ
মানব কূলে বিণয় করে সত্য সমজাত,
কর্মরত জীবন আমার অল্প আয়ের দ্বারা
দ্বোষের কুটি জীবন আমার- আনন্দের এক ধাপ,!
বাহ্ চমৎকার। লেখায় উন্নয়ণের ছোয়াঁ দেখছি। ভাল হচ্ছে ভাইজান।
সঞ্জয় মালাকার
ধন্যযোগ্য হলা দাদা,
অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা।
আরজু মুক্তা
জীবনটাই নাট্যমঞ্চ। হাসি, খেলি, ভাসি।
ভালো লাগলো।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, অনেক অনেক ভালো লাগা ও শুভেচ্ছা রইলো।
তৌহিদ
জীবনের নাট্যমঞ্চে কত কিছু ঘটে তার সব খবর কি আমরা রাখি?
সুন্দর লেখা দাদা। লিখুন নিজের মতন করে।
শুভকামনা রইলো।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা, শুভেচ্ছা ও ভালো লাগা রইলো।
মোহাম্মদ দিদার
জীবন কী?
এর মানে কি?
কোনো দর্শনে কি মিলবে মানে?
সঞ্জয় মালাকার
জীবন তো জীবন,
সকল দর্শন পাবেন একটু অপেক্ষা করুন।
ধন্যবাদ ভাইজান ।