আবেগী আকুলতা ছিল তার, একটু বুঝার
বুঝবে বলে সামনে নিঃশব্দ এগিয়ে চলা
রোমান্টিকতার পেরেক ঠুকে চলছিল যুবক
পেরেক বিঁধেছিল শরীর ভেদ করে,
চোরাবালিতে ডুবে থাকা রমণীর।
হৃদয়ের রক্তপাত দেখেনি যুবক
দেখেছে কেবলই একটি ভিন্ন জগত
ক্রমাগত নিমজ্জিত হতে হতে গহীনে
মিলন হলো যুবক যুবতীর
সে এক অদৃশ্য মায়ার জগত।
অতঃপর জীবন হয়ে উঠলো জীবন্ত।
১৬টি মন্তব্য
শুন্য শুন্যালয়
বেশ কএকবার পড়লাম..একটু বুঝতে কস্ট হচ্ছে সত্যি কথা.
রোমান্টিকতার পেরেক কেনো?
রিমি রুম্মান
রোমান্টিকতার পেরেক এখানে উপমা হিসেবে ব্যবহৃত হয়েছে… যুবক তার ভালবাসা বুঝানোর জন্য কিংবা তাকে একটু বুঝার জন্য সব রকম রোমান্টিকতা কিংবা আকুতির আশ্রয় নিয়েছে… এমনটিই বুঝানো হয়েছে। এটি আসলে “অল্প কথা কিন্তু গভীরতা বেশী” … এমন একটি কবিতা। ধন্যবাদ … অশেষ।
মা মাটি দেশ
অতঃপর জীবন হয়ে উঠলো জীবন্ত। (y)
রিমি রুম্মান
অবশেষে জীবন জীবন্তই হয়ে উঠেছিলো… ধন্যবাদ … ভাল থাকবেন।
মোঃ মজিবর রহমান
আকুলতা ও ব্যাকুলতা ‘অতঃপর জীবন হয়ে উঠলো জীবন্ত।’ সত্যি কি তাই!
রিমি রুম্মান
জীবনটা তো আসলে এমনি…
জিসান শা ইকরাম
মায়ার এক ভিন্ন জগত
এর সৌন্দর্য শুধু সে উপলব্দি করতে পারেবে, যে এই জগতে প্রবেশ করেছে।
ভালো লিখেছেন কবি।
রিমি রুম্মান
দুজন মানুষ যখন একে অপরকে বুঝতে পারে, তখন কিন্তু আসলেই মায়ায় জড়িয়ে যায়… ভাল থাকবেন, ভাইয়া।
নীলকন্ঠ জয়
ভালো লেগেছে। কয়েকবার পড়লাম। বক্তব্যের গভীরতা অনেক।
রিমি রুম্মান
ধন্যবাদ… অশেষ।
লীলাবতী
অদ্ভুত ভালো লাগায় আচ্ছন্ন হলাম আপি -{@ (y)
রিমি রুম্মান
ভাললাগায় আচ্ছন্নতা, আমাকেও ভাললাগালো … -{@
শিশির কনা
ভালো লেগেছে আপু । গভীরতা আছে -{@
রিমি রুম্মান
ধন্যবাদ অশেষ… -{@
ছাইরাছ হেলাল
মায়া ই জীবনের জীবন্ত সত্তা ।
রিমি রুম্মান
ভাল থাকবেন… ভালোলাগায়…