জীবন্ত জীবন

রিমি রুম্মান ২৭ জানুয়ারি ২০১৪, সোমবার, ০৮:১১:৫৯পূর্বাহ্ন বিবিধ ১৬ মন্তব্য

আবেগী আকুলতা ছিল তার, একটু বুঝার
বুঝবে বলে সামনে নিঃশব্দ এগিয়ে চলা
রোমান্টিকতার পেরেক ঠুকে চলছিল যুবক
পেরেক বিঁধেছিল শরীর ভেদ করে,
চোরাবালিতে ডুবে থাকা রমণীর।

হৃদয়ের রক্তপাত দেখেনি যুবক
দেখেছে কেবলই একটি ভিন্ন জগত
ক্রমাগত নিমজ্জিত হতে হতে গহীনে
মিলন হলো যুবক যুবতীর
সে এক অদৃশ্য মায়ার জগত।

অতঃপর জীবন হয়ে উঠলো জীবন্ত।

৫৪০জন ৫৪০জন

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ