জীবনের কালিমা (সনেট)

বোরহানুল ইসলাম লিটন ৩ আগস্ট ২০২১, মঙ্গলবার, ০৬:০১:৪১পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

দেখেও সুহাস নভঃ স্নিগ্ধ বিকেলে
আঁকে না হৃদয় ছবি নেই বলে মেঘ,
দিলেও আষাঢ়ে ধারা নব খুশি ঢেলে
তিয়াসিনী তবু খুঁজে বেসুরো শ’ ভেক।

রসালো কথনে বলে মাজা পড়া দাদু
কেন প্রেমে যৌবনে খেয়েছিল ছ্যাঁকা,
গহনে কালিমা নিয়ে নিশি জাগা চাঁদু
করে না স্মরণে তা সে ক্ষণকালও ন্যাকা।

প্রতিটি চলনে জাগে দ্বিজাতির সাড়া
তাইতো প্রবাহ থাকে সদা অবিরত,
না ভাঙলে দিবা-নিশি জলধির কারা
দিতো কি জোয়ার ভাটা মুছে তার ক্ষত!

যদি না কালিমা হয় মননের ধন,
কি করে জাগে গো সেথা জীবনের রণ!!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৬৭২জন ৫২০জন

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ