বুঝ হবার পর থেকেই বিভিন্ন সময় জীবন কে আমার কাছে জীবন সংজ্ঞা হয়েছে বিভিন্ন! কিন্তু কক্ষনোই মনের মত হয় নি! তাই সব সংজ্ঞা ডিলিট!
আমার জীবন মানে ড্রথির জীবন যাপন! হুম খুব বেশি আহামরি কিছু না কিন্তু! আবার সাধারন ও না সেটা অনেকে এমনি আমি নিজেও মনে করি! হুম তাহলে …… উফফফফ যেখান থেকে শুরু সেখানেই এই ২৬ বছর বয়সে সেখানেই দাঁড়িয়ে!!
আমার জীবন যাপন নিয়ে ছোটবেলার থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সবার কাছেই শুনেছি আহা! তোর লাইফ ও বটে রে ড্রথি মেয়ে হয়ে কে এমন লাইফ লিড করতে পারে??!!!…
আমি সব সময়ের মতই ভুবন ভুলানো হাসি দিয়ে মাথা নাড়ি !
হয়ত এই পড়া টা পড়ে অনেকেই ভাববে আরে সবার লাইফে এমন হয় ! এটাকে ইস্যু করে দেখার কিছু নেই! কেউ বলবে এমন ভাগ্য নিয়া জন্মাইয়া আত্ত আফসোস!!…।।
নাহ!…। কোন ইস্যু না না কোন আফসোস আর না কোন কষ্ট!!
ছোট ছিলাম দুই ভাইয়ের বড় আদরের ছিলাম! কোন কিছুর অভাব বোধ করিনি! চাওয়ার সাথেই পাওয়াটা ছিল খুবই সাধারন! জি এটা সত্যি পলেটিক্স এর কারনে বাবার নাম ডাক এলাকা তে অনেক ভালই ছিল!! আর ভাইয়াদের কারনে কেউ প্রপোজ করেনি ;( বুঝেন তাহলে!!!
নাহ… বাইরে যেতে হচ্ছে কাজে …। আমাকে মনে হয় আমার সামনে কক্ষনোই আনা হবে না !!!
১২টি মন্তব্য
খসড়া
কখোনই জীবন থেকে পালানো যায় না। একবার না একবার নিজের সামনে নিজেকে দাঁড়াতেই হবে।
সালমা আক্তার মনি
কোন যাপিত জীবনই সাধারন নয়। পারিপার্শ্বিকতাই জীবনকে বৈশিষ্ট দান করে। সময় পেলে নিজেকে মেলে ধরুণ। শুভেচ্ছা।
নীলাঞ্জনা নীলা
আর আমাকে প্রপোজ করেছে কতো, কিন্তু বাপি বলতো “ধুর এই ছেলের সাথে তোকে মানায় না। চিঠির কি ভাষা!” 😀 :D)
মৌনতা রিতু
হাহাহা।বাবারা এমনি হয়।
আবু খায়ের আনিছ
আধার আছে বলেই আলোয় আলোকিত সব।
মৌনতা রিতু
লেখাটা আর একটু বড় হলে ভালো হতো।
জীবন যখন যেখানে যেমন।তাই খসড়া ভাইয়াআপু ঠিকই লিখেছে,জীবন থেকে পালানো যায়না।
আরো লিখুন।ঝেড়ে ফেলুন সব।
শুভকামনা রইলো।
জিসান শা ইকরাম
যাপিত জীবন নিয়ে তৃপ্তি অতৃপ্তি সবারই থাকে। জীবন নিয়ে এত ভাবার কিছু নেই।
নিজকে প্রকাশ করো, নিজকে চেনো।
তুমি ভাল আছো তো?
শুন্য শুন্যালয়
হুম ঠিক তাই, আপনি আপনার সামনে আপনাকে আনলেনই না। কেউ প্রপোজ করেনি? উহ্ এমন ডেয়ারিং টাইপেরই তো কাউকে খুঁজছিলাম, যাকে পোলারাও ভয় পাবে :p
লেখায় অস্থিরতা প্রকাশ পেয়েছে, আমারো প্রশ্ন ড্রথি ভালো আছেন তো?
নাসির সারওয়ার
উড়ু উড়ু ভাব এই লেখায়। ভালো থাকুন!
(মেয়েরা নাকি বয়স বলেনা বলেইতো জানি!!)
অপার্থিব
এ কারনেই কবি বলেছেন-নদী এপারে ছাড়িয়া নিশ্বাস , ঐ পারেতে সর্ব সুখ আমারই বিশ্বাস। লাইফ ওয়ান টাইম ইউজেবল প্রপার্টি কাজেই এটা নিয়ে দীর্ঘশ্বাস ফেলার কোন মানে হয় না। দিন শেষে এই যাপিত জীবনটা উপভোগ করাই শ্রেয়তর কাজ।
ছাইরাছ হেলাল
নূতন করে আর আনার ও দরকার নেই।
ব্লগার সজীব
কিছুটা তো আনলেন আপনাকে আপনার সামনে, আমাদের সামনে। কিছুটা অস্থিরতা প্রকাশ পাচ্ছে আপনার মাঝে। ফেইসবুকে আপনার একটি লেখা দেখেছিলাম। চিন্তিত ছিলাম খুব। আশাকরি ভাল আছেন আপনি। আমরা নিজকে নিজে ভাল রাখতে পারি আপু। জীবনটা খুব ক্ষনিকের, একে হাসি আনন্দের মাঝে রাখি আমরা -{@