
রাতের আঁধার ফুঁড়ে রুপালি জ্যোৎস্না ঝরে পরছে চোখের বালুকাবেলায়, পাপড়ির ঝাউবনে।
এমন দিনে তোমার আগমন ছুঁয়ে যায় মেঠোপথের আলিঙ্গনে;
তুমি এসেছিলে জানাতে শব্দের ও আছে অফুরান কামুকতা, নির্লজ্জ বাসনা।
পথের ধূলিতে ছড়িয়ে আছে কাব্যের পান্ডুলিপি;
নাগরিক শহরে কর্পোরেট মুখোশে ঢাকা থাকে দ্রোহের আগুন, প্রেমের মৃত্যুক্ষুধা।
গুল্মলতায় ভালোবাসার উষ্ণতা খুঁজে পাওয়া, রাতের নৈস্বর্গিক আবক্ষে সৌন্দর্যের পসরা ছড়িয়ে থাকা;
তোমার সৃষ্টির ভাঁজে ভাঁজে বপিত হয় তোমারি বহমান ভাবনার বীজ।
আজ ১৯শে নভেম্বর আমাদের সবার প্রিয় ব্লগার, লেখক, কবি সৌবর্ণ বাঁধনের শুভ জন্মদিন। জন্মদিনের অফুরান শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
তোমার লেখনী আরো আরো সমৃদ্ধ ও সাফল্যমন্ডিত হোক জন্মদিনে এই কামনা রইলো। তোমার চলার পথ মসৃণ আর ভালোবাসায় পরিপূর্ণ হোক। ঈশ্বর সহায় হোন, মঙ্গল করুন।
১৯টি মন্তব্য
মনির হোসেন মমি
শুভ জন্মদিন কবি সৌবর্ণ বাঁধন।।
তার কাব্যিকতা মুগ্ধতা ছড়ায়।
ধন্যবাদ আপনাকে।।
সুপর্ণা ফাল্গুনী
প্রথম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন ভাইয়া। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো
মোঃ মজিবর রহমান
শুভেচ্ছা রইল জন্মদিনে। কবি সৌবর্ণ বাঁধন ।
ভালো থাকু ন সুস্থ থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি ও ভালো থাকুন সুস্থ থাকুন। নিরন্তর শুভকামনা
মোঃ মজিবর রহমান
আপনারাও ভালো থাকুন।
হালিমা আক্তার
জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা রইলো কবির প্রতি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
প্রদীপ চক্রবর্তী
কী সুন্দর জন্মদিনের শুভেচ্ছা!
শুভ জন্মদিন, দাদা।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
সৃজনশীলতায় থাকুন।
…
বেশ ভালো লাগলো শুভেচ্ছাবার্তা, দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকার জন্য কৃতজ্ঞ। অফুরন্ত শুভকামনা রইলো
খাদিজাতুল কুবরা
প্রিয় লেখক, কবিকে জন্মদিনে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তিনি তাঁর লেখার মতোই স্বচ্ছ সুন্দর একজন মানুষ।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু 💕💕💕। ভালোবাসা অবিরাম
আলমগীর সরকার লিটন
অনেক অনেক শুভ জন্মদিন জানালাম
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন নিরাপদে থাকুন
বোরহানুল ইসলাম লিটন
জন্মদিনে সুন্দর নৈবেদ্য।
সুন্দর উপমার সমাহারে অনন্য সৃজন।
ভীষণ হৃদয়ছোঁয়া।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আন্তরিক ধন্যবাদ
ছাইরাছ হেলাল
অবশ্যই কবিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি আমরাও।
কিন্তু তিনি তো লাপাত্তা!!
তা কতদিন পর লিখলেন, হে কবি?
সুপর্ণা ফাল্গুনী
হুম তিনি লাপাত্তা ই বলা যায়। আশা করি আবার সরব হবেন এখানে। প্রায় আড়াই মাস পর পোস্ট দিলাম। কেমন আছেন ভাইয়া?? ভালো থাকুন নিরাপদে থাকুন
রেজওয়ানা কবির
শুভ জন্মদিন।।।
অনেক অনেক দোয়া।।
সুপর্ণা ফাল্গুনী
আন্তরিক ধন্যবাদ আপু। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম