জলের জানালা চিনে
মাছরাঙা ঝাপ দেয় গাঙে
সান্ত্রীর চাবুক শিস কাটে
আনত মাথার উপর
স্বার্থের তন্ত্রি ছিঁড়ে গেলে
কমে যায় ভক্তি-ভিড়
ধুলোয় ডুবে থাকে পুরনো গল্প
বিরাণ বেদী
নন্দিত নূপুর
জলসার গুটানো শতরঞ্জি
ধীরে ধীরে নেমে আসে তারা
নিবিষ্ট পদচারণায়
পথে ভাসে বাউলের সুর
দূরগামী ছায়ামূর্তি নির্জনে
বাজিয়ে চলেছে প্রাণ
দু’ধারে সারি সারি স্মৃতির মিনার
আলোড়িত করে শূন্যতা
১৪টি মন্তব্য
ওয়ালিনা চৌধুরী অভি
(y)
সাদিক মোহাম্মদ
ধন্যবাদ -{@ @ ওয়ালিনা চৌধুরী অভি
জিসান শা ইকরাম
এটাই বাস্তবতা —–
সাদিক মোহাম্মদ
থাঙ্কক্স @ জিসান শা ইকরাম
আগুন রঙের শিমুল
পঞ্চ তারকা
দারুন একটা কবিতা পড়লাম থাম্বস আপ
সাদিক মোহাম্মদ
শুকরিয়া -{@ (y)
খসড়া
ভাল লাগলো।
সাদিক মোহাম্মদ
ধন্যবাদ @ খসড়া
ব্লগার সজীব
ভালোলাগা জানালাম ।
সাদিক মোহাম্মদ
সুখী হলাম… @ ব্লগার সজীব
পুষ্পবতী
ভালো লাগলো ভাইয়া। -{@
সাদিক মোহাম্মদ
ভালো থাকুন… @ পুষ্পবতী
শুন্য শুন্যালয়
দু’ধারে সারি সারি স্মৃতির মিনার
আলোড়িত করে শূন্যতা।
আপনি কি জানেন, আমি কিন্তু বড় ভক্ত?
ছোট ছোট লেখায় অনেক কিছু থাকে, কিছু দেখি কিছু দেখিনা।
সাদিক মোহাম্মদ
জানি… কারণ আমিও মিস করি… দৃশ্যায়ন যেটুকু তা আপনার কৃতিত্ব আর অন্ধকার আমার @ শুন্য শুন্যালয়