ছেঁড়া প্রতিবিম্ব

সাদিক মোহাম্মদ ৯ জুলাই ২০১৪, বুধবার, ১২:২৪:১৫পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

জলের জানালা চিনে
মাছরাঙা ঝাপ দেয় গাঙে
সান্ত্রীর চাবুক শিস কাটে
আনত মাথার উপর

স্বার্থের তন্ত্রি ছিঁড়ে গেলে
কমে যায় ভক্তি-ভিড়
ধুলোয় ডুবে থাকে পুরনো গল্প
বিরাণ বেদী
নন্দিত নূপুর
জলসার গুটানো শতরঞ্জি
ধীরে ধীরে নেমে আসে তারা
নিবিষ্ট পদচারণায়

পথে ভাসে বাউলের সুর
দূরগামী ছায়ামূর্তি নির্জনে
বাজিয়ে চলেছে প্রাণ
দু’ধারে সারি সারি স্মৃতির মিনার
আলোড়িত করে শূন্যতা

১জন ১জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ