ছুটে যেতে চাই

ছাইরাছ হেলাল ৬ মার্চ ২০১৯, বুধবার, ০৮:১৩:৩১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

 

কল্যাণের জন্য এসো, নামাজের জন্য এসো,
ঘুম থেকে নামাজ ভালো,
সু-পরিচিত মুয়াজ্জিনের কণ্ঠ নিয়মিত নিয়ম করে ডাকে;

আমি ছুটে যাই, শান্ত-প্রশান্ত-প্রশস্ত চিত্তে,
যাই উদভ্রান্তের মত ছুটতে ছুটতে;

আমি যেতে চাই না, যাই না, ঘুমিয়ে থাকি, নির্ঘুম থেকে;

প্রার্থনায় নত হই গভীর থেকে গভীরতম ভাবে,
শ্রেষ্ঠতম নিবেদনে।

আমি আমাতে থাকি-না, প্রার্থনায়-ও না,
ঘুম-নির্ঘুমে-ও না, মঙ্গলে-অমঙ্গলে-ও না,
শুধুই দীনতা-হীনতা অভাব্য-অসভ্যতায়, জানি তা।

দূর সুদূরের আতীব্র ঘ্রাণে হারিয়ে যাই;
বিকাশহীন অস্তিত্বে, সে-ও;

এ কোন্‌ ষড়যন্ত্রপরায়ণতা!!

১৩৪৯জন ১১০০জন

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ