ছুঁয়ে থাকা যুগল

সুলতানা সোনিয়া ১০ জুলাই ২০১৩, বুধবার, ১২:০৮:৫৭অপরাহ্ন বিবিধ ১৬ মন্তব্য

 

(১) তোমার কপালের টিপ হতে চাই
না না ,বৃষ্টি ভেজা চুলের ঢেউ হতে চাই ..
নাকফুল অথবা কানের দুল হলেও ক্ষতি নেই ।
তোমার এলো চুলের সিঁথি অথবা চোখের কাজল !!
তোমার গায়ের ঐ নীল জামাটা !!
ইস যদি হতে পারতাম ?
সারাক্ষণ তোমাকে ছুঁয়ে ছুঁয়ে থাকতাম । ভালোবাসতাম !

 

(২) তোমার চোখের চশমা হতে চাই ,
না না , ডান গালের ঐ তিল হতে চাই ।
তোমার শার্টের বোতাম অথবা প্রিয় ঘুম বালিশ হলেও ক্ষতি নেই ।
হার্টবিট হতে চাই, হতে চাই তোমার প্রতিটি শ্বাস প্রশ্বাস।
আরো গভীর ভাবে ভালোবাসতে চাই তোমাকে !
তোমার প্রিয় হাত ঘড়িটা !! ইস যদি হতে পারতাম ?
সারাক্ষণ তোমাকে ছুঁয়ে ছুঁয়ে থাকতাম আর ভালোবাসতাম ।

 

৫৫১জন ৫৫১জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ