(১) তোমার কপালের টিপ হতে চাই
না না ,বৃষ্টি ভেজা চুলের ঢেউ হতে চাই ..
নাকফুল অথবা কানের দুল হলেও ক্ষতি নেই ।
তোমার এলো চুলের সিঁথি অথবা চোখের কাজল !!
তোমার গায়ের ঐ নীল জামাটা !!
ইস যদি হতে পারতাম ?
সারাক্ষণ তোমাকে ছুঁয়ে ছুঁয়ে থাকতাম । ভালোবাসতাম !
(২) তোমার চোখের চশমা হতে চাই ,
না না , ডান গালের ঐ তিল হতে চাই ।
তোমার শার্টের বোতাম অথবা প্রিয় ঘুম বালিশ হলেও ক্ষতি নেই ।
হার্টবিট হতে চাই, হতে চাই তোমার প্রতিটি শ্বাস প্রশ্বাস।
আরো গভীর ভাবে ভালোবাসতে চাই তোমাকে !
তোমার প্রিয় হাত ঘড়িটা !! ইস যদি হতে পারতাম ?
সারাক্ষণ তোমাকে ছুঁয়ে ছুঁয়ে থাকতাম আর ভালোবাসতাম ।
১৬টি মন্তব্য
শিশির কনা
কত কোমল চাওয়া । প্রান ছুয়ে গেলো আপু ।
সুলতানা সোনিয়া
অনেক ভালো থেকো বোন । শুভকামনা তোমার জন্য ।
সুখী মানুষ
এত্ত ভালবাসা .. (3 (y)
সুলতানা সোনিয়া
হতেই পারে । কেন হিংসে হয় বুঝি ?
প্রজন্ম ৭১
সুন্দর কবিতা । সহজ সরল ভালোবাসার প্রকাশ। আপু আপনি এত ভালো কবিতা লিখেন , আমাদের কেনো বঞ্চিত করেন ? নিয়মিত চাই আপনার লেখা ।
সুলতানা সোনিয়া
পাশে থাকুন । অনেক ধন্যবাদ লেখা পড়ার জন্য ।
বনলতা সেন
সহজ চাওয়া , কিন্তু না পাওয়া ।
এমন সুন্দর লেখা নিয়মিত চাই ।
সুলতানা সোনিয়া
লিখবো বনলতা । কথা দিলাম ।
ছাইরাছ হেলাল
বেশ কিছু মাস পর একটি সুন্দর সহজ লেখা পড়লাম ।
সুলতানা সোনিয়া
সহজ করে যদি মনের কথা কইতে পারি কে চায় দুর্বোধ্য ভাষা লিখতে ? পাশে থাকুন ভাইয়া ।
জিসান শা ইকরাম
অনেক দিন পরে সোনেলায় কবিতা পোস্ট দিলে
খুব সুন্দর হয়েছে লেখা ।
শুভকামনা ।
সুলতানা সোনিয়া
অনেক ধন্যবাদ আপনাকে ।
হতভাগ্য কবি
কি মিষ্টি বিষাদ এই কবিতায়। চমৎকার (y)
সুলতানা সোনিয়া
শুভকামনা
যাযাবর
(y) (y) -{@
ব্লগার সজীব
সহজ সরল কথামালা (y) -{@