ছিলাম এক সময়

বন্যা লিপি ১৮ মে ২০১৯, শনিবার, ০৮:২১:০৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

যদি মেঘ হতে পারি–
বৃষ্টি নেবোনা।
যদি রৌদ্র হতে পারি!
হেসে খেলে পার হবো
দীর্ঘ পথের ক্লান্তি!

যতই থাকুক পোড়া অক্ষরের বায়না —
ভুলেই যাবো, অঙ্গার ছিলো হোতা!!
যদি সময় করতে পারি….
শর্তগুলোকে লোপাট করে
কপাট দেবো চোখের আড়ে।
নক্ষত্র ভরা নীল তলে
রেখে যাবো স্মৃতির আয়না।

যদি সুযোগ পাই বলতে —
বিষণ্ন বেলার কাব্য বলে
বন্ধ করবো
বিষণ্নতার আঁচড়!

মেঘ রোদ্দুরের কাব্যে—–
থেকে যাবো অনন্তকালের সুচিত্রিতা হয়ে!!

যদি সময় পাও—
তবে একটু ভেবো….
ছিলাম কোনো এক সময়!!!

১১৯১জন ১০২৫জন

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ