যদি মেঘ হতে পারি–
বৃষ্টি নেবোনা।
যদি রৌদ্র হতে পারি!
হেসে খেলে পার হবো
দীর্ঘ পথের ক্লান্তি!
যতই থাকুক পোড়া অক্ষরের বায়না —
ভুলেই যাবো, অঙ্গার ছিলো হোতা!!
যদি সময় করতে পারি….
শর্তগুলোকে লোপাট করে
কপাট দেবো চোখের আড়ে।
নক্ষত্র ভরা নীল তলে
রেখে যাবো স্মৃতির আয়না।
যদি সুযোগ পাই বলতে —
বিষণ্ন বেলার কাব্য বলে
বন্ধ করবো
বিষণ্নতার আঁচড়!
মেঘ রোদ্দুরের কাব্যে—–
থেকে যাবো অনন্তকালের সুচিত্রিতা হয়ে!!
যদি সময় পাও—
তবে একটু ভেবো….
ছিলাম কোনো এক সময়!!!
২৫টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
সুখের অসুখের মতো, বা অন্য কিছু… এমন লেখায় মন্তব্য করতে পারি না। একটা যাতনা আর অনেক গুলো ভালো লাগা মিলেমিশে যায় এমন লেখায়।
এটা প্রিয়তে নিলাম। ভালো থেকো, ভালোবাসা সব সময় ❤❤
বন্যা লিপি
বেশ আলোআঁধারির মতো, সুখের অসুখ নতুবা অন্যকিছু! থাকনা! সব কিছু ভেদ খুলতে নেই। ভালোবাসা সবসময়❤❤
জিসান শা ইকরাম
ছিলাম কেন?
আছি এবং থাকবো……… এমন আশাবাদের লেখা হোক।
কবিতা ভালো হয়েছে,
বিষণ্ণ লেখা গুলোই ভালো হয় সব সময়।
শুভ কামনা।
বন্যা লিপি
ঠিকই তো!! বানিজ্যিক চলচ্চিত্রের মতো! লেখায়, কবিতায়,গল্পে বিষন্নতা না থাকলে কেমন যেন পানসে লাগে। কেউ কেউ বেছে নেয়, দেখেছি, শুনেছি! আমিও নাহয় সেই পথই ধরলাম! কৃতজ্ঞতা সবসময়, শুভ কামনা।
রাফি আরাফাত
বিষন্নতায় ভালো লাগা খুজাটা অভ্যাস হয়ে গেছে। লেখা ভালো লেগেছে অনেক।
বন্যা লিপি
অভ্যাস গুলো নিরন্তর বদঅভ্যাসে হাঁটাহাটি করে। কি আর করা? ধন্যবাদ আপনাকে, আপনার ভালো লেগেছে 🌺🌺🌺
মনির হোসেন মমি
বহু দিন পর মনে হল ভাাল একটি লেখা পড়লাম।
যদি সময় পাও—
তবে একটু ভেবো….
ছিলাম কোনো এক সময়!!!
চমৎকার লেখেন আপনি যার ভাব অনেক গভীরের।
বন্যা লিপি
অসংখ্য কৃতজ্ঞতা ভাই, এমন করে ভালো লাগার কথা জানালে, মন্তব্যের জবাব খুঁজতে আসলেই শব্দের অভাব বোধ করি।
সব সময় ভালো থাকবেন 🌷🌷
শাহরিন
আমি না হয় একটু বেশী ই ভাববো, সমস্যা হবে না তো!!!!
বন্যা লিপি
তাই?? একটু বেশি ভাববেন? ধন্য হয়ে গেলাম যে!!! অনেক ভালোবাসা জানবেন 💝💝
শাহরিন
আচ্ছা, ভালবাসা গুলো যত্ন করে রাখলাম।
বন্যা লিপি
ভালবাসা গুলো যত্নেই থাকুক রঙীন ভেলভেটে মোড়ানো মোড়কে। যখন তখন ইচ্ছে হলে ভাঁজ খুলে নেয়া যাবে ন্যাপথলিনের অথবা জেসমিনের সুঘ্রান 😍😍
মোঃ মজিবর রহমান
যতই থাকুক পোড়া অক্ষরের বায়না —
ভুলেই যাবো, অঙ্গার ছিলো হোতা!!
যদি সময় করতে পারি….
শর্তগুলোকে লোপাট করে
কপাট দেবো চোখের আড়ে।
নক্ষত্র ভরা নীলতলে
রেখে যাবো স্মৃতির আয়না। মন ভরে গেল আপু।
বন্যা লিপি
চলে যাওয়া পথিকের থাকে না বলা গল্পের ঝুরি। কে জানে কতখানি? থাকে কতরকম বায়না, না বলা না জানা সেসব কথকথা থেকেই যায় অবশেষে……
কৃতজ্ঞতা জানবেন সবসময়। 🌻🌻
মোঃ মজিবর রহমান
পথিক চলে যায়, চিহ্ন রেখে যা্য়, বয়ে চলেমনের ভিতর রেখা ভাবায় অনন্ত পথ চলার ভাবনা।
বন্যা লিপি
অনেক ভালো লাগলো আপনার অনুভূতি!! সবসময় ভালো কামনা করি! শুভ কামনা।
ছাইরাছ হেলাল
অনন্তের সুচিত্রিতা হয়ে থাকার ভাবনা
লেখাটিকে ভিন্ন রকম ভাবতে সাহায্য করে।
খুব সুন্দর বলতেই চাই। বলি-ও।
বন্যা লিপি
খুব কিপ্টেমির ছলে বলা আপনার বলা “ভালো”আমার সর্বত অনুপ্রেরনা যোগায়। ভালো শুভ কামনায়।
ছাইরাছ হেলাল
এভাবে বললে তো হবে না,
দেখুন এ লেখাটির মন্তব্যে এর কাছাকাছি একটি লেখা লেখাই যায়, লিখিও।
কিন্তু নিজস্ব কিছু সীমাবদ্ধতার জন্য সব জায়গায় ইচ্ছে হলেই লিখতে পারি না।
অপারগতা হিশেবে এটি মেনে নিবেন আশাকরি।
বন্যা লিপি
সীমাবদ্ধতার কারনেই অনেক লিখতে চাইলেও লেখা হয়না। সীমাবদ্ধতা আছে বলেই আমি মনে কিছুই করিনা। আপনারও জানা থাকার কথা। “কিপ্টেমী”শব্দটা ব্যাবহার করেছি….ভেবেচিন্তেই। আপনিও মনে নেবেন না আশা করি।
তৌহিদ
এমন লেখা পড়লে আমার খুব মন খারাপ হয়। কেমন যেন উদাস হয়ে যাই।
শুভকামনা জানবেন আপু।
বন্যা লিপি
বেশি উদাস হইয়েন না ভাই। কেউই শেষাবধি আমরা থাকবোনা। থাকবে শুধু আমাদের রেখে যাওয়া কিছু কৃষ্টি! রেখে যাবো কিছু নিজগুনকৃত কর্ম! থেকে কিছু না বলা গল্প!! আপনাকে অসংখ্য শুভেচ্ছা শুভ কামনা 💐💐
তৌহিদ
আসলে নরম মনের মানুষের এটাই সমস্যা, অল্পতেই উদাস হয়ে যায়।!!
নাজমুল হুদা
সুন্দর অনুভূতির রং তুলিতে আঁকা ভাবাবেগ !!
বন্যা লিপি
অসংখ্য শুভেচ্ছা জানবেন।