ছিলাম এক সময়

বন্যা লিপি ১৮ মে ২০১৯, শনিবার, ০৮:২১:০৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

যদি মেঘ হতে পারি–
বৃষ্টি নেবোনা।
যদি রৌদ্র হতে পারি!
হেসে খেলে পার হবো
দীর্ঘ পথের ক্লান্তি!

যতই থাকুক পোড়া অক্ষরের বায়না —
ভুলেই যাবো, অঙ্গার ছিলো হোতা!!
যদি সময় করতে পারি….
শর্তগুলোকে লোপাট করে
কপাট দেবো চোখের আড়ে।
নক্ষত্র ভরা নীল তলে
রেখে যাবো স্মৃতির আয়না।

যদি সুযোগ পাই বলতে —
বিষণ্ন বেলার কাব্য বলে
বন্ধ করবো
বিষণ্নতার আঁচড়!

মেঘ রোদ্দুরের কাব্যে—–
থেকে যাবো অনন্তকালের সুচিত্রিতা হয়ে!!

যদি সময় পাও—
তবে একটু ভেবো….
ছিলাম কোনো এক সময়!!!

১১১১জন ৯৪৫জন
0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ