ছবক – ৩

ওয়ালিনা চৌধুরী অভি ১২ আগস্ট ২০১৪, মঙ্গলবার, ০৪:৩৮:৩৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

কেউ একজন আমার ছবক ২ এর পালটা জবাবে পোষ্ট দিয়েছে। তাঁর পোষ্ট কপি করে এখানে দিলাম।
এভাবে না হলে খেলা জমে না । মুহাহাহাহাহাহাহাহাহ 😀

১। নির্বোধরাই ভালো
২। জনসেবা যারা করে তাদের পরিবার হওয়া বোকামি কারণ এরা পরিবারের প্রতি উদাসীন
৩। জীবনকে কোনও ভাল কাজের অংশ বানানো নিজেকে ধ্বংসের অন্যরূপ
৪। সেই শুদ্ধ যে কর্মে সাধু চিন্তায় সৎ
৫। বুদ্ধিমতী নারী স্বার্থপর
৬। ছোট পাঞ্জা ওয়ালা হাতের পুরুষেরা চালাক হয়
৭। যে বেশি দুর্বল সে অন্যর দুর্বলতাকে পুজি করে তাকে ওখানেই আঘাত করে
৮। অশিক্ষিত সমাজে থাকলে একজন শিক্ষিত অশিক্ষিতর মত আচরণ করে
৯। পোড়া খাওয়া মানুষেরা তাদের ভাল সময়ে অত্যাচারী হয়
১০। বানর কখনো মানুশ হয় না পশু চিরকালই পশু …

সেই কেউ একজন আর কেউ নন, আমার জানেমান স্বামী নাজমুল আরেফিন। সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন তো, সারাক্ষন যেন এমনি মারামারি করতে পারি। লাইফ টা আসলেই কত সুন্দর (3

#Department of ছবক থেকে প্রকাশিত

পোষ্টের ছবি কৃতজ্ঞতা আমার আব্বা, তাঁর নাম বলতে মানা 🙂

৫৮৮জন ৫৮৮জন

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ