আমার খোলা আকাশে প্রতিদিন
তোমার নামে বৃষ্টি হয়!
কখনো আমি কাঁদি, কখনো আকাশ,
দুজনেই ভিজি!
এক বৃষ্টিতে ধুয়ে যায় অন্য বৃষ্টি,
আমার ভিজতেই ভালো লাগে।
এক বিশাল আকাশের নিচে দাঁড়িয়ে
নিজেই প্রশ্ন করি, এ আকাশ কেনো এত বিশাল?
কত সমুদ্র থেকে মহাসমুদ্র,
কত দেশ মহাদেশ
এই আকাশের ছায়ায় হারিয়ে যায়!
কিন্তু আমাকে সে ঠিক খুঁজে বের করে,
তার এক ফোটা জল ঠি…ক এসে পরে
আমার চোখ বরাবর!
আমি চোখ বুজে থাকি,
জোড়ে শ্বাস নিতে যাই, দম বন্ধ লাগে।
আমার কেনো এমন লাগে?
আকাশের এক ফোটা দুঃখ
যেনো আমার চোখেই থাকে!
আমিও মানুষ!
আকাশ আমাকেও চিনে ফেলেছে!
২০-১০-২০১৯
১৬টি মন্তব্য
সুরাইয়া পারভিন
আমার কেনো এমন লাগে?
আকাশের এক ফোটা দুঃখ
যেনো আমার চোখেই থাকে!,,, চমৎকার
অনবদ্য উপস্থাপন
সিকদার সাদ রহমান
অনেক ধন্যবাদ বোন। আপনাদের অনুপ্রেরণার দিকে তাকিয়ে থাকি তীর্থের কাক হয়ে! ভালোবাসা জানবেন!
এস.জেড বাবু
আমার খোলা আকাশে প্রতিদিন
তোমার নামে বৃষ্টি হয়!
কখনো আমি কাঁদি, কখনো আকাশ,
দুজনেই ভিজি!
আকাশের এক ফোটা দুঃখ অনুভব করার মত মন যাদের, সে যে বিশাল মন। তাদের হয়ত এমনি লাগে।
চমৎকার সূচনায় অসাধারণ কবিতা।
সিকদার সাদ রহমান
বাবু ভাই! কি আর বলবো? আপনার তুলোনাই হয় না। আপনার লেখা অসাধারণ হয়। আমার লেখা আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। অনেক ভালোবাসা ভাই!
এস.জেড বাবু
কি যে বলেন ভাই, আপনিও চমৎকার লিখেন,
এবং মন বলছে, আপনি অনেক সুন্দর মনের মানুষ নিশ্চই।
অনেক সুখী হউন প্রিয় ভাই।
আান্তরিক ধন্যবাদ আপনাকে।
বন্যা লিপি
কত কতদিন পরে এলে সাদ? বহুদিন পরে বিষাদ ভরা কবিতা নিয়ে এলে। আগে বলো কেমন আছো?
ফেসবুকে না থাকো ব্লগে নিয়মিত হও।
তোমার লেখা মিস করি।
বরাবরের মতোই তোমার লেখা ভালো লেগেছে।
তোমার জন্য শুভ প্রার্থনা।
সিকদার সাদ রহমান
অনেক দিন পরে আইলাম বইনে। হ, সবাইরে বহুত মিস করছি। ফেইসবুক চালাই না। ভাবলাম ব্লগে একটু লেখা পড়া করি। তাই সবার সাথে দেখা করতে চলে এলাম। কে কেমন আছেন এট্টু কন দেহি!
আমার বিষাদ ছাড়া কবিতা আসে না আপা। আমি কি করব বলেন?
কামরুল ইসলাম
সুন্দর লিখেছেন
সিকদার সাদ রহমান
ধন্যবাদ কামরুল ভাই।
হালিম নজরুল
এক বৃষ্টিতে ধুয়ে যায় অন্য বৃষ্টি,
আমার ভিজতেই ভালো লাগে
সিকদার সাদ রহমান
আপনারো ভিজতে ভালো লাগে?
জিসান শা ইকরাম
বিষাদময় কবিতা ভালো লেগেছে।
অনেকদিন পরে,
শুভ কামনা।
সিকদার সাদ রহমান
জ্বি অনেক দিন পরে এসেছি
ছাইরাছ হেলাল
শেষটুকু অসাধারণ,
বৃষ্টি আমার খুব প্রিয়, অনেক লেখা আছে বৃষ্টিকে নিয়ে,
আপনার বিষাদ লেখা পড়ে ফিরে তাকাতে ইচ্ছে করে নিজের দুখঃ-যন্ত্রনা লেখায় ফিরে যেতে।
নিয়মিত লিখুন তো।
সিকদার সাদ রহমান
ছাইরাস হেলাল ভাই, ভালো আছেন তো? ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য।
ছাইরাছ হেলাল
জ্বি, আল্লাহ ভাল রেখেছেন। আপনি কেমন আছেন?
সময় পেলে নিয়মিত লিখুন এবার।