চিঠির উত্তর

ছাইরাছ হেলাল ১০ জুন ২০১৭, শনিবার, ০৬:৩২:৫২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

যারা চিঠি পাঠিয়েছ, পাঠাও, পাঠাবে-ও;
অক্ষাংশ-দ্রাঘিমাংশ মিলিয়েও হারানো ঠিকানা
খুঁজে পাই-নি।
উত্তর দিতে পারি-নি, শিথিল ভিড়ের বেলা শেষে
পথ হারিয়েছে শেষের ঠিকানা,

কালোত্তীর্ণ আয়ুষ্কাল নিয়ে-ও আসি-নি,
শূন্যতার ভীষণ অবকাশ ভেদ করে আবারও
বেড়ে উঠব পুনরুত্থানে;
নির্বাক মূঢ়তা নিয়ে উত্তর লিখতে বসে যাব,
ভাবী-কথনের পটুত্বে।

১জন ১জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ